/indian-express-bangla/media/media_files/2025/08/22/lungi-ngidi-3-2025-08-22-18-18-05.jpg)
/indian-express-bangla/media/media_files/2025/08/22/lungi-ngidi-2025-08-22-18-18-06.jpg)
৮৪ রানে জয় দক্ষিণ আফ্রিকার
South Africa Cricket Team: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্য়াচে দক্ষিণ আফ্রিকা তিন ম্য়াচের ওয়ানডে সিরিজ খেলতে নেমেছে। সিরিজের দ্বিতীয় ম্য়াচে প্রোটিয়া ব্রিগেড ৮৪ রানে জয়লাভ করেছে। সঙ্গে তিন ম্য়াচের সিরিজে তারা ২-০ অপরাজেয় ব্যবধানে এগিয়ে হিয়েছে।
/indian-express-bangla/media/media_files/2025/08/22/lungi-ngidi-1-2025-08-22-18-18-05.jpg)
১৯৩ রানে অলআউট অস্ট্রেলিয়া
এই ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্য়াচটি মকায় স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। ৪৯.১ ওবারে তারা ২৭৭ রান করে। এরপর ২৭৮ রানের টার্গেট তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া দল ৩৭.৪ ওভারে ১৯৩ রানে অলআউট হয়ে যায়।
/indian-express-bangla/media/media_files/2025/08/22/lungi-ngidi-4-2025-08-22-18-18-05.jpg)
লুঙ্গি এনগিডি
দক্ষিণ আফ্রিকার এই জয়ের পিছনে দলের পেস বোলার লুঙ্গি এনগিডির অবদান অনস্বীকার্য। তিনি একাই ৫ উইকেট শিকার করার পাশাপাশি একটি বিশেষ তালিকায় নিজের নাম লিখিয়ে ফেলেছেন।
/indian-express-bangla/media/media_files/2025/08/22/lungi-ngidi-5-2025-08-22-18-18-05.jpg)
৪২ রান দিয়ে ৫ উইকেট শিকার
অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ওয়ানডে ম্য়াচে ১৯৩ রানে অলআউট করার পিছনে লুঙ্গি এনগিডি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছেন। তাঁর শিকারের তালিকায় নাম রয়েছেন মারনাস লাবুশেন, জস ইংলিশ, অ্যারন হার্ডি, জেভিয়ার বার্টলেট এবং অ্যাডাম জাম্পা। লুঙ্গি এনগিডি এই ম্য়াচে ৮.৪ ওভারে ৪২ রান দিয়ে ৫ উইকেট শিকার করেছেন।
/indian-express-bangla/media/media_files/2025/08/22/lungi-ngidi-2-2025-08-22-18-18-05.jpg)
অনন্য রেকর্ড
এর পাশাপাশি দক্ষিণ আফ্রিকার প্রথম ক্রিকেটার হিসেবে লুঙ্গি এনগিডি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২ বার পাঁচ উইকেট হল করলেন। অন্যদিকে বিশ্ব ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২ কিংবা তার বেশিবার পাঁচ উইকেট হল করা ক্রিকেটারদের মধ্যে এনগিডি চতুর্থ স্থান অর্জন করেছেন।
/indian-express-bangla/media/media_files/2025/08/22/lungi-ngidi-3-2025-08-22-18-18-05.jpg)
১১ ম্য়াচে ২৬ উইকেট
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে ক্রিকেটে লুঙ্গি এনগিডির পারফরম্য়ান্স এককথায় অসাধারণ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি ১১ ওয়ানডে ম্য়াচে ১৬.৯৬ বোলিং গড়ে মোট ২৬ উইকেট শিকার করেছেন। পাশাপাশি ইকোনমি রেট ৫.০৩। আগামী ২৪ অগাস্ট এই সিরিজের তৃতীয় তথা অন্তিম ম্যাচ খেলা হবে।