/indian-express-bangla/media/media_files/2025/08/29/maria-sharapova-8-2025-08-29-15-09-55.jpg)
/indian-express-bangla/media/media_files/2025/08/29/maria-sharapova-2025-08-29-15-09-55.jpg)
মারিয়া শারাপোভা
Maria Sharapova: মারিয়া শারাপোভা। একটা সময় গোটা টেনিস (Tennis) দুনিয়ায় যথেষ্ট 'ঘরোয়া' নাম ছিলেন। তরুণ প্রজন্মের হৃদয়ে তুলেছিলেন কালবৈশাখী ঝড়। কিন্তু, একবার এই শারাপোভাকেই নির্বাসনের কবলে পড়তে হয়েছিল। কী কারণে নির্বাসিত হয়েছিলেন তিনি? আসুন, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা যাক।
/indian-express-bangla/media/media_files/2025/08/29/maria-sharapova-1-2025-08-29-15-09-55.jpg)
শারাপোভার সাফল্য
শারাপোভা একবার অস্ট্রেলিয়ান ওপেন (২০০৮), দু'বার ফরাসি ওপেন (২০১২ এবং ২০১৪), একবার উইম্বলডন (২০০৪) এবং একবার যুক্তরাষ্ট্র ওপেনের (২০০৬) খেতাব জয় করেছেন। এর পাশাপাশি ২০১২ সালে তিনি লন্ডন অলিম্পকে (২০১২) তিনি রুপোর পদক জয় করেছিলেন।
/indian-express-bangla/media/media_files/2025/08/29/maria-sharapova-2-2025-08-29-15-09-55.jpg)
২০১৬ সালে আসে দুঃসংবাদ
সালটা ছিল ২০১৬। অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে নামার কথা ছিল মারিয়া শারাপোভার। তবে খেলতে নামার আগেই আচমকা এল চরম দুঃসংবাদ। ড্রাগ পরীক্ষায় ব্যর্থ হন শারাপোভা।
/indian-express-bangla/media/media_files/2025/08/29/maria-sharapova-3-2025-08-29-15-09-55.jpg)
মেলডোনিয়াম ড্রাগসের উপস্থিতি
তাঁর শরীরে মেলডোনিয়াম ড্রাগসের উপস্থিতি টের পাওয়া যায়। আর সেকারণেই আন্তর্জাতিক ডোপ-বিরোধী এজেন্সি তাঁকে ২ বছরের জন্য নির্বাসিত করেছিল। জানিয়ে দেওয়া হয়, ওই বছরই ১ জানুয়ারি থেকে শারাপোভার নির্বাসনের মেয়াদ লাগু হবে।
/indian-express-bangla/media/media_files/2025/08/29/maria-sharapova-4-2025-08-29-15-09-55.jpg)
১০ বছর ধরে ওষুধ সেবন
ওই সময় শারাপোভা একটি বিবৃতি দিয়েছিলেন। সেখানে বলা হয়েছিল, গত ১০ বছর ধরে তিনি মিলড্রোনেট নামের একটি ওষুধ খাচ্ছিলেন তিনি। ফ্যামিলি ডক্টরের পরামর্শেই তিনি ওই ওষুধ সেবন করেন। ওই ওষুধের মধ্যে যে মেলডোনিয়াম ড্রাগ ছিল সেই ব্যাপারে অবগত ছিলেন না তিনি।
/indian-express-bangla/media/media_files/2025/08/29/maria-sharapova-5-2025-08-29-15-09-55.jpg)
WADA-র নিয়ম পরিবর্তন
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০১৬ সালে WADA-র নিয়ম পরিবর্তন হয়েছিল। সেখানে মেলডোনিয়ামকে নিষিদ্ধ পদার্থ হিসেবে উল্লেখ করা হয়। শারাপোভার কথায়, ২০০৬ সালে যখন থেকে তিনি এই ওষুধ সেবন শুরু করেন, সেইসময় মেলডোনিয়ামকে 'নিষিদ্ধ পদার্থ' হিসেবে উল্লেখ করা হয়নি।
/indian-express-bangla/media/media_files/2025/08/29/maria-sharapova-6-2025-08-29-15-09-55.jpg)
কমানো হয় নির্বাসনের মেয়াদ
ওই বছরই আবার ৪ অক্টোবর শারাপোভার নির্বাসনের মেয়াদ ১৫ মাস করে দেওয়া হয়। কোর্ট অফ আর্বিটেশন ফর স্পোর্টস স্পষ্টই জানিয়ে দিয়েছিল যে শারাপোভা নিজের অজান্তেই এই ওষুধ গ্রহণ করেছিলেন।
/indian-express-bangla/media/media_files/2025/08/29/maria-sharapova-7-2025-08-29-15-09-55.jpg)
শারাপোভার কামব্যাক এবং অবসর
২০১৭ সালে আবারও টেনিস কোর্টে কামব্যাক করেন শারাপোভা। শুরু করেন একেবারে শূন্য থেকে। কিন্তু, চোট আঘাতের কারণে তিনি কেরিয়ার আর খুব বেশি দীর্ঘায়িত করতে পারেননি। অবশেষে ২০২০ সালে আন্তর্জাতিক টেনিস থেকে অবসর গ্রহণ করেন শারাপোভা।