/indian-express-bangla/media/media_files/2025/09/15/minakshi-hooda-6-2025-09-15-19-06-43.jpg)
/indian-express-bangla/media/media_files/2025/09/15/minakshi-hooda-2-2025-09-15-19-06-44.jpg)
ভারতীয় বক্সিং ইতিহাসে নয়া অধ্যায়
Minakshi Hooda: ভারতীয় বক্সিং ইতিহাসে নতুন অধ্যায় যোগ করলেন জ্য়াসমিন লাম্বোরিয়া এবং মীনাক্ষী হুডা। বিশ্ব বক্সিং (Boxing) চ্য়াম্পিয়নশিপে তাঁরা সোনার পদক জয় করেছেন। এই ঐতিহাসিক জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) শুভেচ্ছা জানিয়েছেন।
/indian-express-bangla/media/media_files/2025/09/15/minakshi-hooda-1-2025-09-15-19-06-44.jpg)
৪৮ কেজি ক্যাটেগরিতে অংশগ্রহণ
মীনাক্ষী হুডার কথা যদি বলতে হয়, তাহলে ভারতের এই বক্সার ৪৮ কেজি ক্যাটেগরিতে অংশগ্রহণ করেছিলেন। ফাইনাল ম্য়াচে তিনি কাজাখস্তানের নাজিম কজাইবের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন। শেষপর্যন্ত এই লড়াইয়ে তিনি জয়লাভ করে সোনার পদক জেতেন। তবে মীনাক্ষীর পক্ষে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া সিনেমার চিত্রনাট্য থেকে কোনও অংশে কম নয়।
/indian-express-bangla/media/media_files/2025/09/15/minakshi-hooda-3-2025-09-15-19-06-44.jpg)
বাবা চালান অটো রিকশা
মীনাক্ষীর বাবা রামকৃষ্ণ হুডা অটো রিকশা চালিয়ে কোনওক্রমে সংসার চালান। তার থেকেও বড় কথা, এই অটো রিকশাটি রামকৃষ্ণ হুডার নিজের নয়। তিনি এটা ভাড়ায় চালান। কিন্তু, তারপরও তাঁর মেয়ে বিশ্ব চ্য়াম্পিয়নের খেতাব জয় করেন।
/indian-express-bangla/media/media_files/2025/09/15/minakshi-hooda-4-2025-09-15-19-06-44.jpg)
কোচ বিজয় হুডার অবদান
মীনাক্ষী হুডার এই জয়ে তাঁর কোচ বিজয় হুডার একটা বড়সড় অবদান রয়েছে। তিনি মীনাক্ষীকে বক্সিংয়ের যাবতীয় সরঞ্জাম দেন। ২০১৩ সালে ৮ ছাত্রীর গ্রুপে তাঁকে ট্রেনিং দেন। এই খেলোয়াড়দের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য বিজয় হুডা নিজের চাকরি পর্যন্ত ছেড়ে দেন।
/indian-express-bangla/media/media_files/2025/09/15/minakshi-hooda-5-2025-09-15-19-06-43.jpg)
স্বপ্ন অলিম্পিকে পদক জয়
বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর মীনাক্ষী বললেন, তাঁর স্বপ্ন অলিম্পিকে দেশের হয়ে পদক জয় করা। ভারতের এই অ্যাথলিট জানালেন, বাবাকে দেখেই তিনি অ্যাথলিট হয়েছেন। অটো চালানোর সময়ও তিনি নিজের সেরাটা উজাড় করে দেন। সেটা দেখেই মীনাক্ষী নিজের অনুশীলনে নিজের সেরা পারফরম্য়ান্স দেওয়ার চেষ্টা করেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us