New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/01/main-4.jpg)
হাসিন নিজের মেয়ের ছবি পোস্ট করলেন ফেসবুকে (ফেসবুক)
হলুদ শাড়ি লাল পাড়! ঠিন যেন সাক্ষাৎ প্রতিমা। কায়দা করে মিষ্টি হেসে দাঁড়িয়ে প্রতিমার সামনেই। যা দেখে মুগ্ধ নেটদুনিয়া। হাসিন জাহান ও মহম্মদ সামির কন্যা বেবো-র সরস্বতী পুজোর দিন শাড়ি পড়ার ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। হাসিন জাহান নিজের ফেসবুক থেকে সাতটা ছবি পোস্ট করেছিলেন। সেই ছবি কাঁপাচ্ছে নেট দুনিয়া। হাসিন জাহান ফোনে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-কে বললেন, আমাদের দেশের ভিত্তি হল সম্প্রীতি। "আমিও স্কুলে পড়ার সময়ে সরস্বতী পুজো থেকে দুর্গা পুজো, হোলি সব পালন করতাম। তেমনই আমার বন্ধুরাও ঈদে আমাদের বাড়িতে নিমন্ত্রিত হত।" সেই সম্প্রীতির মন্ত্রেই নিজের আদরের বেবো-কে দীক্ষিত করছেন তিনি। জানা গিয়েছে, স্কুলে বেবো হলুদ শাড়িতে বেশ মজা করেছে বন্ধুদের সঙ্গে। পুজোতে বেবোর আনন্দ ছুঁয়ে গিয়েছে নিউজিল্যান্ড সফরে জাতীয় দলের সঙ্গে থাকা মহম্মদ শামিকেও। শামিও নিজের ইনস্টাগ্রামে বেবোর ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে তারকা পেসার লিখেছেন, "দারুণ লাগছে তোমাকে বেটা! ঈশ্বর তোমার মঙ্গল করুন। খুব শীঘ্রই দেখা হচ্ছে।" শামির সেই ছবিও ঢেউ তুলেছে ভারতীয় ক্রিকেট মহলে। সকলে প্রশংসা করছেন শামি-র কন্যা প্রেমকে! যদিও শামির ছবি পোস্ট করার ধরণে সন্তুষ্ট নন হাসিন জাহান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়ের অন্যতম নায়ক শামি। আগের দিনে শেষ ওভারে নিউজিল্য়ান্ডকে নিশ্চিত জয়ের সামনে রুখে দিয়েছিলেন। শেষ চার বলে জয়ের জন্য কিউয়িদের প্রয়োজন ছিল ২ রান। সেই রান আটকে রাখার পাশাপাশি কেন উইলিয়ামসনকে শেষ ওভারে আউট করে মোক্ষম ঝটকা দেন তিনি। রোহিত শর্মা পর্যন্ত সাংবাদিক সম্মেলনে জানিয়ে গিয়েছিলেন, সুপার ওভারে তাঁর জোড়া ছক্কা নয়, শামির শেষ ওভারই ভারতের জয়ের আসল নায়ক। রবিবারেই সিরিজের চতুর্থ ম্যাচে খেলতে নামছে টিম ইন্ডিয়া। সেই ম্যাচে ফের একবার শামি ঝলসে উঠতে পারবেন কিনা, সেটাই দেখার। ম্যাচের আগেই কন্যার ছবি পোস্ট করে সামি বুঝিয়ে দিয়েছেন, তিনি একরত্তি কন্যেকে কতটা মিস করেন।