/indian-express-bangla/media/media_files/2025/10/08/mohammed-shami-6-2025-10-08-17-08-02.jpg)
/indian-express-bangla/media/media_files/2025/10/08/mohammed-shami-2025-10-08-17-08-02.jpg)
জয়-জয়কার ভারতের
ভারতীয় ক্রিকেট দল বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নেমেছে। সিরিজের প্রথম ম্য়াচে টিম ইন্ডিয়া সহজ জয়লাভ করেছিল। এবার দ্বিতীয় ম্য়াচের পালা। Indian Cricket Team: আগামী ১০ অক্টোবর থেকে দিল্লিতে এই ম্য়াচ খেলা হবে। এরপর টিম ইন্ডিয়া রওনা দেবে অস্ট্রেলিয়া সফরের উদ্দেশ্যে। এই সফরের জন্যও ভারতীয় ক্রিকেট স্কোয়াড ঘোষণা করে দিয়েছে বিসিসিআই।
/indian-express-bangla/media/media_files/2025/10/08/mohammed-shami-1-2025-10-08-17-08-02.jpg)
মহম্মদ সামি
তবে আজ এমন একজন ক্রিকেটারকে নিয়ে আমরা আলোচনা করব, যিনি একেবারে ফিট থাকা সত্ত্বেও টিম ইন্ডিয়ার দরজা কিছুতেই খুলতে পারছেন না। যেন মনে হচ্ছে, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড তাঁকে ভুলেই গিয়েছে। আমরা কথা বলছি, টিম ইন্ডিয়ার পেস তারকা মহম্মদ সামিকে নিয়ে। আপাতত কোনও ফরম্য়াটেই তিনি টিম ইন্ডিয়ার হয়ে খেলছেন না।
/indian-express-bangla/media/media_files/2025/10/08/mohammed-shami-2-2025-10-08-17-08-02.jpg)
কোনও ফরম্যাটেই খেলছেন না সামি
একটা সময় ছিল, যখন মহম্মদ সামি ভারতীয় বোলিং ডিপার্টমেন্টের প্রধান স্তম্ভ ছিলেন। বর্তমানে তিনি একেবারেই ফিট রয়েছেন। কিন্তু, অজানা কোনও কারণে জাতীয় দলে ঢুকতে পারছেন না। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজের জন্য যখন টিম ইন্ডিয়ার স্কোয়াড ঘোষণা করা হয়েছিল, তখন আশা করা হয়েছিল যে মহম্মদ সামিকে ডাকা হবে।
/indian-express-bangla/media/media_files/2025/10/08/mohammed-shami-3-2025-10-08-17-08-02.jpg)
এবার কী শেষ হচ্ছে আশা?
কিন্তু, সামির নাম এই স্কোয়াডে রাখা হয়। তবে তখনও আশা ছাড়েননি ভারতীয় ক্রিকেট সমর্থকরা। আশা করা হয়েছিল, অস্ট্রেলিয়া সফরে হয়ত তাঁর নাম নির্বাচন করা হবে। কিন্তু, সেখানেও তাঁর নাম দেখতে পাওয়া যায়নি।
/indian-express-bangla/media/media_files/2025/10/08/mohammed-shami-4-2025-10-08-17-08-02.jpg)
প্রত্যাবর্তনের অপেক্ষা করছেন সামি
২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট ডেবিউ হয়েছিল মহম্মদ সামির। তারপর থেকে ২০২৩ সাল পর্যন্ত তিনি টিম ইন্ডিয়ার হয়ে ধারাবাহিক পারফরম্য়ান্স করেন। কিন্তু, এবার বোধহয় তাঁর সামনে টিম ইন্ডিয়ার দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। ওই একই বছর তিনি ওয়ানডে ক্রিকেটেও অভিষেক করেছিলেন।
/indian-express-bangla/media/media_files/2025/10/08/mohammed-shami-5-2025-10-08-17-08-02.jpg)
শেষ ওয়ানডে ম্য়াচ
চলতি বছর মহম্মদ সামি নিউজিল্যান্ডের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালও খেলেছিলেন। ওই তাঁর শেষ ওয়ানডে ম্য়াচ ছিল। ২০১৪ সালে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটেও অভিষেক হয় সামির। চলতি বছর ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি শেষ আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছিলেন।