২০১৮-র মার্চে মহম্মদ শামির বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ এনেছিলেন হাসিন জাহান। তারপরে বয়ে গেছে অনেক জল।
শুধু গার্হস্থ হিংসাই নয়, পরকীয়া, ম্যাচ গড়াপেটা সহ একাধিক অভিযোগে বিদ্ধ হয়েছিলেন শামি।
একাধিক অভিযোগে বিদ্ধ হওয়ায় শামির কেরিয়ারই প্রশ্নের মুখে পড়ে গিয়েছিল।এখনও আইনি লড়াই চলছে। সেই বাধা কাটিয়েই সামি জাতীয় দলের জার্সিতে প্রতি ম্য়াচে নজর কাড়ছেন।হাসিন নিজের লড়াই একা লড়ছেন ছোট কন্যা আইরাকে নিয়ে।স্বামী-বিচ্ছিন্না হওয়ার পরে হাসিন মডেলিংয়ের জগতে ফিরে গিয়েছিলেন।সেই সঙ্গে বান্ধবীদের সঙ্গে চুটিয়ে সময় কাটাচ্ছেন তিনি। হ্যাংআউট করতে প্রায়ই হাসিন ও তাঁর বান্ধবীদের দেখা যায় রেস্তোরাঁ, ফুড কোর্টে।একের পর এক ফোটোশ্যুটে দেখা যাচ্ছিল তাঁকে।পাশাপাশি বলিউডের একটি ছবিতেও তিনি সই করেছিলেন বলে জানা গিয়েছিল। যদিও সেই ছবির অগ্রগতি কী বর্তমানে তা জানা যায়নি।সোশ্যাল মিডিয়ায় হাসিনের উপস্থিতি নজর কাড়ে।টিকটকের ভিডিও প্রায়ই তিনি শেয়ার করেন ফেসবুকে।
মাঝে একটি রাজনৈতিক দলের সঙ্গে হাসিনের সংস্রবের কথাও শোনা গিয়েছিল। যদিও একান্ত আলাপচারিতায় হাসিন জানিয়েছেন, কোনও রাজনৈতিক যোগ নেই তাঁর।সময় কাটাতে তিনি বক্সিংও শিখছেন। এমন ভিডিও-ও দেখা গিয়েছিল।গানের শখও রয়েছে কন্য়ার। বিভিন্ন বলিউডি গানে ঠোঁট মেলাতে দেখা যায় হাসিনকে।
মোদ্দা কথা, শামিকে ছাড়াই নিজের জীবন গুছিয়ে নিয়েছেন হাসিন।নিজের জীবনের নিয়ন্ত্রক এখন তিনি-ই। স্বামী সামি ছাড়াই।