/indian-express-bangla/media/media_files/2025/10/31/mohun-bagan-super-giant-26-2025-10-31-23-17-22.jpg)
ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ড্র করল হোসে মলিনার দল
/indian-express-bangla/media/media_files/2025/10/31/mohun-bagan-super-giant-20-2025-10-31-23-17-23.jpg)
গোলশূন্য ড্র
Super Cup 2025: ২০২৫ সুপার কাপে ভার্চুয়াল কোয়ার্টার ফাইনাল খেলতে নেমেছিল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant) এবং ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। শুক্রবার (৩১ অক্টোবর) গোয়ার ফাতোরদা স্টেডিয়ামে এই ম্য়াচ আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচটি শেষপর্যন্ত গোলশূন্য ড্র হয়ে যায়।
/indian-express-bangla/media/media_files/2025/10/31/mohun-bagan-super-giant-21-2025-10-31-23-17-23.jpg)
সেমিফাইনালে ইস্টবেঙ্গল
এই টুর্নামেন্টের গ্রুপ পর্বে মোহনবাগানের তুলনায় গোল পার্থক্যে এগিয়ে ছিল ইস্টবেঙ্গল। চেন্নাইন এফসি-কে দুটো দলই পরাস্ত করেছে। তবে মোহনবাগান যেখানে ২-০ গোলে জয়লাভ করেছিল, সেখানে ইস্টবেঙ্গল বাজিমাত করে ৪-০ গোলে। সুতরাং মোহনবাগানের থেকে ইস্টবেঙ্গল ২ গোলের পার্থক্যে এগিয়ে ছিল। আর তাই গ্রুপ পর্বের শেষ ম্য়াচটা ড্র করলেও, ইস্টবেঙ্গল পরবর্তী রাউন্ডে পৌঁছে যায়।
/indian-express-bangla/media/media_files/2025/10/31/mohun-bagan-super-giant-23-2025-10-31-23-17-22.jpg)
মোহনবাগান সুপার জায়ান্টকে শুক্রবারের ম্যাচে যথেষ্ট নিষ্প্রভ লেগেছে। আর সেকারণেই দলের হেড কোচ হোসে মলিনার (Jose Molina) পরিকল্পনা নিয়ে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। ইস্টবেঙ্গল যখন একেবার পর এক হামলা চালাতে শুরু করেছে, সেইসময় মলিনা মেরিনার্সদের আক্রমণভাগে একজন মাত্র ফরোয়ার্ডের উপর ভরসা রাখলেন। জেমি ম্য়াকলারেন। ফলত, বাগান সেভাবে আক্রমণ তৈরি করতেই পারছিল না।
/indian-express-bangla/media/media_files/2025/10/31/mohun-bagan-super-giant-22-2025-10-31-23-17-23.jpg)
অতিরিক্ত আত্মবিশ্বাসেই ডুবল মোহনবাগান?
মোহনবাগান সমর্থকদের একাংশ বলতে শুরু করেছেন, হোসে মলিনার অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণেই সুপাার কাপে আটকে গেল সবুজ-মেরুন ব্রিগেড। তাঁর হাতে কামিন্স, পেত্রাতোস, রবসনের মতো ফুটবলার থাকা সত্ত্বেও সবাইকে ম্যাচের দ্বিতীয়ার্ধে তিনি মাঠে নামালেন। কী প্রমাণ করতে চাইলেন মলিনা? সেটা এখনও পর্যন্ত কারোর বোধগম্য হয়নি।
/indian-express-bangla/media/media_files/2025/10/31/mohun-bagan-super-giant-24-2025-10-31-23-17-22.jpg)
চাপ বাড়ল মলিনার উপরেও
সুপার কাপে এই ড্র মোহনবাগান সুপার জায়ান্ট দলের হেড কোচ হোসে মলিনার উপরেও যে চাপ বাড়াবে, তা নিঃসন্দেহে বলা যেতে পারে। কারণ, ইতিপূর্বে ডুরান্ড কাপের গ্রুপ পর্বে এই ইস্টবেঙ্গলের কাছে হেরেই বিদায় নিয়েছিল মোহনবাগান। এরপর শিল্ড ফাইনালে জয়লাভ করলেও, মলিনার কতখানি কৃতিত্ব রয়েছে তা যথেষ্ট প্রশ্ন সাপেক্ষ। কারণ নির্ধারিত এবং অতিরিক্ত সময়ে তো দুটো দলই একটি করে গোল করেছিল। মলিনার পরিকল্পনা বাড়াতে পারেনি বাগানের গোল পার্থক্য। অবশেষে টাই-ব্রেকারে জেতে মেরিনার্সরা। এরপর সুপার কাপে ফের ধরনী পপাত চ। মুখ থুবড়ে পড়ল সবুজ-মেরুন ব্রিগেড।
/indian-express-bangla/media/media_files/2025/10/31/mohun-bagan-super-giant-25-2025-10-31-23-17-22.jpg)
তিন ম্য়াচে মাত্র ২ গোল
চলতি সুপার কাপে মোহনবাগান সুপার জায়ান্টের পারফরম্য়ান্স একেবারে নজর কাড়তে পারেনি। তিনটে ম্য়াচে তারা মাত্র ২ গোল করতে পেরেছে। এই স্কোরশিট যে বাগান ম্য়ানেজমেন্টকে একেবারে স্বস্তিতে রাখবে না, তা বলাই বাহুল্য। সেক্ষেত্রে মলিনা এবার নিজের চাকরি কীভাবে বাঁচাবেন, সেটাই আপাতত তর্কের টেবিলে উঠে পড়েছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us