/indian-express-bangla/media/media_files/2025/08/17/east-bengal-vs-mohun-bagan-3-2025-08-17-15-34-53.jpg)
/indian-express-bangla/media/media_files/2025/08/17/east-bengal-3-2025-08-17-15-34-53.jpg)
৩০ সেপ্টেম্বর, ১৯৭৫
Kolkata Derby: আইএফএ শিল্ড ফাইনালে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল (East Bengal FC) এবং মোহনবাগান ফুটবল ক্লাব (Mohun Bagan Super Giant)। এই ম্য়াচে ইস্টবেঙ্গল ৫-০ গোলে জয়লাভ করেছিল। এরথেকে বড় ব্যবধানে দুই দল আর কখনও একে অপরকে হারাতে পারেনি।
/indian-express-bangla/media/media_files/2025/08/17/mohun-bagan-3-2025-08-17-15-34-52.jpg)
২৫ অক্টোবর, ২০০৯
এবার মঞ্চটা ছিল আই-লিগের। ইস্টবেঙ্গলের ৫-০ জয়ের কিছুটা হলেও জবাব দিতে পেরেছিল মোহনবাগান। তারা ৫-৩ গোলে জয়লাভ করেছিল। যদিও ক্লিনশিট বজায় রাখতে পারেনি মেরিনার্সরা।
/indian-express-bangla/media/media_files/2025/08/17/bhaichung-2025-08-17-15-34-52.jpg)
১৩ জুলাই, ১৯৯৭
এই ম্য়াচটা একটি বিশেষ কারণে গুরুত্বপূর্ণ। সেইসময় মোহনবাগান কোচ ছিলেন অমল দত্ত। তাঁর ডায়মন্ড সিস্টেমকে কলকাতা ফুটবল লিগে চুরমার করে দিয়েছিল ইস্টবেঙ্গল। হ্যাটট্রিক করে লাল-হলুদ সমর্থকদের নায়ক হয়ে উঠেছিলেন বাইচুং ভূটিয়া। অবশেষে ইস্টবেঙ্গল ৪-১ গোলে জয়লাভ করে।
/indian-express-bangla/media/media_files/2025/08/17/baretto-2025-08-17-15-34-52.jpg)
২২ মার্চ, ২০০০
ওই বছর মোহনবাগান জাতীয় ফুটবল লিগ জয় করলেও ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তারা জিততে পারেনি। ইস্টবেঙ্গলের হয়ে জোড়া গোল করেছিলেন ফাল্গুনি দত্ত। এছাড়া একটি গোল করেন ঘানার ফুটবলার জ্যাকসন অ্যাগিয়াপং। মোহনবাগানের হয়ে একমাত্র গোলটি করেছিলেন ব্রাজিলিয়ান তারকা হোসে ব়্যামিরেজ ব্যারেটো। ৩-১ গোলে জয়লাভ করেছিল ইস্টবেঙ্গল। ম্যাচের শেষে বাগান সমর্থকরা রাগে ক্লাবের পতাকা পুড়িয়েছিলেন।
/indian-express-bangla/media/media_files/2025/08/17/alvito-2025-08-17-15-34-52.jpg)
১৭ অগাস্ট, ২০০৭
মোহনবাগানের 'ঘরের ছেলে' সুব্রত ভট্টাচার্যর কোচিংয়ে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল। কলকাতা ফুটবল লিগের আসর। এই ম্য়াচে মোহনবাগান ৪-৩ গোলে জয়লাভ করেছিল। সবুজ-মেরুন ব্রিগেডের হয়ে জোড়া গোল করেছিলেন এস ভেঙ্কটেশ। একটি করে গোল করেন লালমপুইয়া এবং ব্যারেটো। অন্যদিকে ইস্টবেঙ্গলের হয়ে জোড়া গোল করেছিলেন অ্যালভিটো। একটি গোল এসেছিল এডমিলসনের পা থেকে। শেষবেলায় দীপেন্দু বিশ্বাস ইস্টবেঙ্গলের হয়ে সমতা ফেরানোর চেষ্টা করলেও, তিনি লক্ষ্যভ্রষ্ট হয়ে যান।