/indian-express-bangla/media/media_files/2025/08/03/shubman-gill-record-7-2025-08-03-16-32-20.jpg)
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিল
/indian-express-bangla/media/media_files/2025/08/03/shubman-gill-record-6-2025-08-03-16-32-20.jpg)
গোধূলি লগ্নে টেস্ট সিরিজ
ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্য়াচের সিরিজ খেলতে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। এই সিরিজ আপাতত গোধূলিলগ্নে এসে দাঁড়িয়েছে। যদিও টিম ইন্ডিয়া এখনও ২-১ ব্যবধানে পিছিয়ে রয়েছে।
/indian-express-bangla/media/media_files/2025/08/03/shubman-gill-record-4-2025-08-03-16-32-20.jpg)
ভারতের দুর্দান্ত পারফরম্য়ান্স
ইংল্যান্ডের বিরুদ্ধে এই টেস্ট সিরিজে ভারতীয় ব্যাটাররা দুর্দান্ত পারফরম্য়ান্স করেছেন। তবে সবথেকে বেশি নজর কেড়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক শুভমান গিল।
/indian-express-bangla/media/media_files/2025/08/03/shubman-gill-record-2-2025-08-03-16-32-20.jpg)
নজর কেড়েছেন শুভমান
পাঁচ ম্য়াচের এই টেস্ট সিরিজে শুভমান ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্য়ান্স করেছেন। এই সিরিজে তিনি মোট ৭৫৪ রান করেছেন। সর্বাধিক স্কোর ২৬৯।
/indian-express-bangla/media/media_files/2025/08/03/shubman-gill-record-5-2025-08-03-16-32-20.jpg)
গড়েছেন একাধিক রেকর্ড
এই সিরিজে শুভমান গিল একাধিক রেকর্ড কায়েম করেছেন। তারমধ্যে অন্যতম হল সর্বাধিক বাউন্ডারির রেকর্ড। একটি টেস্ট সিরিজে সর্বাধিক বাউন্ডারি শুভমান গিলের ব্যাট থেকেই বেরিয়ে এসেছে।
/indian-express-bangla/media/media_files/2025/08/03/shubman-gill-record-3-2025-08-03-16-32-20.jpg)
পাঁচ ম্যাচে ৯৭ বাউন্ডারি
ইংল্যান্ডের বিরুদ্ধে এই পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজে শুভমান গিল মোট ৯৭ বাউন্ডারি হাঁকিয়েছেন। এরমধ্যে ৮৫ চার এবং ১২ ছক্কা রয়েছে। শুভমানের এই ব্যাটিং পারফরম্য়ান্সের প্রশংসা চলছে সর্বত্র।
/indian-express-bangla/media/media_files/2025/08/03/yashasvi-jaiwal-2025-08-03-16-32-20.jpg)
যশস্বী জয়সওয়াল
এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন যশস্বী জয়সওয়াল। চলতি টেস্ট সিরিজের প্রথম এবং পঞ্চম ম্যাচে তিনি শতরান করেছেন। তবে গত বছর দেশের মাটিতে আয়োজিত ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে তিনি ৯৪ বাউন্ডারি হাঁকিয়েছিলেন। এরমধ্যে ৬৮ চার এবং ২৬ ছক্কা রয়েছে।
/indian-express-bangla/media/media_files/2025/08/03/vvs-laxman-2025-08-03-16-32-20.jpg)
ভিভিএস লক্ষ্মণ
তালিকায় তৃতীয় স্থানে নাম রয়েছে টিম ইন্ডিয়ার কিংবদন্তি ব্যাটার ভিভিএস লক্ষ্মণের। ২০০১ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে তিনি মোট ৮৫ বাউন্ডারি হাঁকিয়েছিলেন। প্রত্যেকটাই চার মেরেছিলেন তিনি। কোনও ছক্কা ছিল না।
/indian-express-bangla/media/media_files/2025/08/03/rahul-dravid-2025-08-03-16-32-20.jpg)
রাহুল দ্রাবিড়
আর চতুর্থ স্থানে নাম রয়েছে টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ তথা 'মিস্টার ডিপেন্ডবল' রাহুল দ্রাবিড়। ২০০২ সালে তিনিও এই রেকর্ড ইংল্যান্ডের বিরুদ্ধে কায়েম করেছিলেন। তাঁর ব্যাট থেকে ৮৫ বাউন্ডারি বেরিয়ে এসেছিল। লক্ষ্মণের মতো তিনিও কোনও ছক্কা হাঁকাননি।