New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/01/ms-dhoni_-1.jpg)
ধোনির শেষ আইপিএল এবারেই (টুইটার)
আইপিএলের নিলাম পর্ব শেষ। এবার স্রেফ বল গড়ানোর অপেক্ষা। মার্চের শেষ সপ্তাহে অথবা এপ্রিলের প্রথম সপ্তাহেই আইপিএল শুরু হতে চলেছে। ফ্র্যাঞ্চাইজি নিজেদের দল নিয়ে আপাতত পারমুটেশন কম্বিনেশন করতে ব্যস্ত। এর মধ্য়েই খারাপ খবর। এই আইপিএলেই শেষবার দেখা যেতে পারে পাঁচ তারকা ক্রিকেটারকে। লাসিথ মালিঙ্গা- ২০১৮ সালে মালিঙ্গা মেন্টর হওয়ার পরেই ভাবা হয়েছিল আইপিএল কেরিয়ারে হয়তো ইতি টানতে চলেছেন তিনি। তবে তারবছরেই ক্রিকেটার হিসেবে প্রত্যাবর্তন করেছিলেন। মুম্বইকে আইপিএলের অন্যতম সফল দল হিসেবে প্রতিষ্ঠিত করার পিছনে মালিঙ্গার অবদান অনস্বীকার্য। আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারীও তিনি। তবে আসন্ন আইপিএলই মালিঙ্গার কেরিয়ারের শেষ টুর্নামেন্ট। ক্রিস গেইল- ব্র্যান্ড আইপিএল গড়ে তোলার পিছনে ক্যারিবীয় সুপারস্টারের ঝোড়ো ব্যাটিংকে অস্বীকার করার উপায় নেই। তিন ফ্র্যাঞ্চাইজিতে আইপিএলে খেলেছেন- কিংস ইলেভেন, নাইট রাইডার্স এবং আরসিবি। তবে টানা সাত মরশুম কোহলিদের জার্সিতে খেলার পরে আরসিবির ঘরের ছেলে হয়ে গিয়েছেন তিনি। আইপিএলে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোরের মালিকও তিনি। এটাই ক্যারিবিয়ান দৈত্যের শেষ আইপিএল। শেন ওয়াটসন- রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপারকিংস দুই আলাদা ফ্র্যাঞ্চাইজির জার্সিতে ট্রফি জিতেছেন। সিএসকে চ্যাম্পিয়ন করতে ফাইনালে শতরান হাকানোর নজিরও রয়েছে। তবে সুপারস্টার অলরাউন্ডারের এটাই শেষ আইপিএল। ইমরান তাহির- উইকেট দখল করার পরে ইমরান তাহিরের দৌড় আইপিএলের অন্যতম সেরা স্মরণীয় মুহূর্ত। চেন্নাইয়ের জার্সিতে কার্যত অপ্রতিরোধ্য পাক-জাত প্রোটিয়াজ এই স্পিনার। ধোনির বিশেষ বন্ধু এবারেই হয়তো শেষবার খেলতে চলেছেন আইপিএলে। ডেল স্টেইন- ডেকান চার্জার্স ও সানরাইজার্সের হায়দরাবাদের জার্সিতে বেশ দারুণ সময় কাটিয়েছেন আইপিএলে। তবে কখনই আইপিএলের ট্রফির স্বাদ পাননি তিনি। স্টেইনই আইপিএলের একমাত্র বোলার যাঁর ইকোনমি রেট ৭-এরও কম (ন্যূনতম ৩০ উইকেটপ্রাপকদের মধ্যে)। চোটের কারণে জাতীয় দলে আর নেই তিনি। আইপিএলেও বয়স্ক এই তারকা বোলার শেষবারের মতো আইপিএলে খেলতে নামছেন। মহেন্দ্র সিং ধোনি- ধোনির জাতীয় দলের অবসর নিয়ে গুঞ্জন চলার মাঝেই সিএসকে-র তরফে আগাম ঘোষণা করে দেওয়া হয়েছিল আইপিএলে খেলবেন তিনি। অনিল কুম্বলে জানিয়েছেন, জাতীয় দলে ধোনি ফিরতে পারবেন কিনা, তার মাপকাঠি হতে চলেছে তারকার আইপিএল পারফরম্যান্স। ধোনি আইপিএলে পুরনো ফর্মে ফিরতে মরিয়া। তবে ধোনি যে এবারেই শেষবারের মতো আইপিএলের জার্সিতে খেলবেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই।