New Update
বিয়ের সময়ে ধোনি-সাক্ষী (ধোনির ফ্যানপেজ, টুইটার)
মহেন্দ্র সিং ধোনি ও সাক্ষী সিং রাওয়াত- ভারতীয় ক্রিকেটের হাই প্রোফাইল কাপল। ২০২০ জুলাই মাসে দশম বিবাহবার্ষিকী পালন করবেন ধোনি-সাক্ষী। ক্রিকেটারদের বিয়ে মানেই হাইপ্রোফাইল। হুজ হু-রা হাজির থাকেন। আগাম জানিয়ে দেওয়া হয় রিসেপশনের দিনক্ষণ। বিরাট কোহলি থেকে হালের ভুবনেশ্বর কুমাররা এই ট্রেন্ড মেনেই সাতপাকে বাধা পড়েছেন। তবে ধোনি বরাবরের মতো বিয়ের ক্ষেত্রেও ব্যতিক্রম। চরম গোপনীয়তার সঙ্গে বিয়ে করেছিলেন বান্ধবী সাক্ষী সিং রাওয়াতের সঙ্গে। ২০১০-এর ৪ জুলাই বিয়ে করেছিলেন সাক্ষী-ধোনি। মহেন্দ্র সিংহ ধোনি এমনিতে চাপা স্বভাবের মানুষ। কী করতে চলেছেন, তা তিনি মিডিয়াকে আগেভাগে জানান না। তেমনই ধোনির বিয়ের কথাও সবারই অজানা ছিল। এমনকি দলের সতীর্থরাও জানতেন না ধোনি বিয়ে করতে চলেছেন। বিপাশাই গণমাধ্যমকে প্রথম জানিয়ে দেন ধোনি ও সাক্ষী খুব শীঘ্রই বিয়ে করতে চলেছেন। আর তার পরেই দেশের গোটা গণমাধ্যম ঝাঁপিয়ে পড়ে। সাক্ষী সিংহ রাওয়াতকে বিয়ের অনেক থেকেই জানতেন ধোনি। সাক্ষী ও ধোনির বাবা একই কোম্পানির হয়ে কাজ করতেন। সেই সূত্রে দুই পরিবারই একে অপরকে চিনত। কিন্তু সেই সময়ে ধোনি ও সাক্ষী একে অপরের প্রেমে পড়েননি। দু’ জনের প্রেম হয়েছে অনেক পরে। ২০০৭-এ ধোনি ও সাক্ষীর সঙ্গে দেখা হয় কলকাতার তাজ বেঙ্গল হোটেলে। সেখান থেকেই দু’ জনের সম্পর্কের সূত্রপাত। ধোনির এক বন্ধু সেখানে হাজির ছিলেন। সেই বন্ধুর কাছ থেকে ধোনি সাক্ষীর ফোন নম্বর চেয়ে নেন। তার পরে সাক্ষীকে টেক্সট করেন ধোনি। এভাবেই শুরু হয় দু’ জনের সম্পর্ক। বিয়ে সম্পন্ন হয়েছিল দেরাদুনের বিশ্রান্তি রিসর্টে। যেখানে ধোনি-সাক্ষীর বাগদানও হয় আগে। ৭ জুলাই ধোনির জন্মদিন। নিজের জন্মদিনেই মুম্বইতে ধোনির রিসেপশন হয়েছিল। ১০ বছর আগে।