ইনি নিকিতা বানজারা। জাতীয় দলের দুই তারকা ক্রিকেটারকে বিয়ে করেছেন- দীনেশ কার্তিক ও মুরলি বিজয়। -
বর্তমানে নিকিতা মুরলি বিজয়ের স্ত্রী।
বিজয়ের বর্তমান স্ত্রী নিকিতা ছিলেন দীনেশ কার্তিকের প্রথমপক্ষের স্ত্রী। -
২০০৭ সালে নিকিতাকে বিয়ে করেছিলেন দীনেশ কার্তিক। তখন কার্তিকের বয়স ছিল মাত্র ২১ বছর।
-
দু’জনের প্রেম ছিল দীর্ঘদিনের। পারিবারিক বন্ধুত্বও ছিল কার্তিক এবং নিকিতার পরিবারের মধ্যে।
-
কিন্তু দীনেশ কার্তিকের স্ত্রী থাকার সময়ই বিজয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন নিকিতা।
-
দীনেশ কার্তিক এই ব্যাপারে বিন্দুবিসর্গও জানতেন না।
-
যখন পুরো ব্যাপারটা জানতে পারলেন দীনেশ কার্তিক তখন বিজয় ও নিকিতা বহুদূর এগিয়ে গিয়েছেন সম্পর্কে।
-
এর পরে ২০১২ সালে নিকিতার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় কার্তিকের। তখন নিকিতা অন্তঃসত্ত্বা ছিলেন।
-
তার কিছুদিনের মধ্যেই নিকিতাকে বিয়ে করেন বিজয়।
-
সেই থেকেই বিজয়ের সঙ্গে কার্তিকের সম্পর্কের অবনতির সূত্রপাত। এর পর থেকে তামিলনাড়ু এবং জাতীয় দলের এই দুই ক্রিকেটারের মধ্যে বাক্যালাপ বন্ধ।
-
নিদাহাস ট্রফিতে দীনেশ কার্তিক জাতীয় দলকে জেতানোর পরে মুরলি বিজয় টুইট করেছিলেন। শুভেচ্ছা জানিয়েছিলেন টিম ইন্ডিয়াকে। তবে সেই টুইটে দীনেশ কার্তিকের নামের লেশমাত্র ছিল না।
-
একটা সময় ছিল যখন মুরলী বিজয় ও দীনেশ কার্তিক একে অপরের খুব ভাল বন্ধু ছিলেন। জুনিয়র লেভেল থেকেই দু’ জনে একসঙ্গে খেলতেন।
সেদিক থেকে দেখলে বিজয় ও কার্তিক খুব অল্প বয়স থেকেই একে অপরের পরিচিত। কার্তিকের সঙ্গে নিকিতার বিবাহবিচ্ছেদ এবং তাঁর সঙ্গে বিজয়ের বিয়ে— গোটা পর্বটাই অবশ্য দু’পক্ষ অত্যন্ত শালীনতার সঙ্গে মিটিয়েছিল। বিষয়টি নিয়ে প্রকাশ্যে মন্তব্য বা কাদা ছোড়াছুড়ির মধ্যে যাননি কেউই। -
নিকিতার সঙ্গে সম্পর্ক ভুলে স্কোয়াশ তারকা দীপিকা পাল্লিকলকে বিয়ে করেছেন কার্তিক। দু’জনে যথেষ্ট সুখী।
-
একই কথা বলা যায় বিজয়-নিকিতা সম্পর্কেও।
-
নিকিতা বিজয় এবং মুরলি কার্তিকের সম্পর্ক নিয়ে এখনও টিম ইন্ডিয়ার অবন্দরমহলে অস্বস্তি রয়েছে
