/indian-express-bangla/media/media_files/2025/10/21/pakistan-cricket-4-2025-10-21-20-45-23.jpg)
পাকিস্তান ক্রিকেট দলে গৃহীত হল বড় সিদ্ধান্ত
/indian-express-bangla/media/media_files/2025/10/21/pakistan-cricket-4-2025-10-21-20-45-23.jpg)
Pakistan Cricket Team: একটা বড়সড় সিদ্ধান্ত গ্রহণ করল পাকিস্তান ক্রিকেট বোর্ড। মহম্মদ রিজওয়ানের হাত থেকে কেড়ে নেওয়া হল ওয়ানডে ক্রিকেটের অধিনায়কত্ব। এবার পাকিস্তান ক্রিকেটকে তিনটে ভিন্ন ফরম্য়াটে তিনজন আলাদা-আলাদা অধিনায়ক নেতৃত্ব দেবেন।
/indian-express-bangla/media/media_files/2025/10/21/pakistan-cricket-1-2025-10-21-20-45-23.jpg)
বড় সিদ্ধান্ত পিসিবি-র
রিজওয়ানের আগে ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন বাবর আজম। তাঁকেও খারাপ পারফরম্য়ান্সের কারণে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এবার শাহিন শাহ আফ্রিদিকে (Shaheen Shah Afridi) পাকিস্তান ক্রিকেট দলের নয়া ওয়ানডে অধিনায়ক নির্বাচন করা হয়েছে। ইতিপূর্বে, টি-২০ ফরম্য়াটে তিনি পাকিস্তান ক্রিকেটকে নেতৃত্ব দিয়েছিলেন।
/indian-express-bangla/media/media_files/2025/10/21/pakistan-cricket-2-2025-10-21-20-45-23.jpg)
রিজওয়ানের অধিনায়কত্বে পাকিস্তানের খারাপ পারফরম্য়ান্স
রিজওয়ানের আগে ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন বাবর আজম। তাঁকেও খারাপ পারফরম্য়ান্সের কারণে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এবার শাহিন শাহ আফ্রিদিকে পাকিস্তান ক্রিকেট দলের নয়া ওয়ানডে অধিনায়ক নির্বাচন করা হয়েছে। ইতিপূর্বে, টি-২০ ফরম্য়াটে তিনি পাকিস্তান ক্রিকেটকে নেতৃত্ব দিয়েছিলেন।
/indian-express-bangla/media/media_files/2025/10/21/babar-2025-10-21-20-45-23.jpg)
এই সিরিজ থেকে শুরু করবেন অধিনায়কত্ব
রিজওয়ানের অধিনায়কত্বে পাকিস্তানের খারাপ পারফরম্য়ান্স
/indian-express-bangla/media/media_files/2025/10/21/rizwan-2025-10-21-20-45-23.jpg)
চ্যাম্পিয়ন্স ট্রফিতে খারাপ পারফরম্যান্স
২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা এতটাই খারাপ পারফরম্য়ান্স করেছিল যে সেমিফাইনাল পর্যন্ত উঠতে পারেনি। এরপর ওয়েস্ট ইন্ডিজের কাছেও ওয়ানডে সিরিজে তারা হেরে যায়। এরপর ট্রাই সিরিজের ফাইনালে নিউজিল্যান্ডের হাতে দুরমুশ হয় পাকিস্তান। তারপরই রিজওয়ানকে অধিনায়কের পদ থেকে সরানোর সিদ্ধান্ত নেয় পিসিবি।
/indian-express-bangla/media/media_files/2025/10/21/pakistan-cricket-3-2025-10-21-20-45-23.jpg)
ওয়ানডে সিরিজ খেলছে পাকিস্তান
পাকিস্তান ক্রিকেট দল বর্তমানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে। এই সিরিজের প্রথম ম্য়াচে পাকিস্তান জয়লাভ করেছে। দ্বিতীয় টেস্ট ম্য়াচের দিনই ওয়ানডে ক্রিকেট দলের নয়া অধিনায়কের নাম ঘোষণা করা হল।
/indian-express-bangla/media/media_files/2025/10/21/shaheen-afridi-2025-10-21-20-45-23.jpg)
প্রেস বিজ্ঞপ্তি পিসিবি-র
পিসিবি-র পক্ষ থেকে এই মর্মে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে শুধুমাত্র এটুকুই ঘোষণা করা হয়েছে যে শাহিন শাহ আফ্রিদিকে পাকিস্তান ক্রিকেট দলের নয়া ওডিআই কোচ নির্বাচন করা হয়েছে।