হোটেলে ধোনি 'খুশ' করেছিলেন এই পাক মডেলকে, ছবিতে রইল অজানা গল্প
পাকিস্তানের এক টেলিভিশন চ্যানেলে মাথিরা তুলে ধরেছেন এক চমকপ্রদ তথ্য। এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচের আগে দু’ দলের সঙ্গে একই টিম হোটেলে ছিলেন এই পাক মডেলও।
বেশ কয়েকবছর আগের ঘটনা। মাথিরা খান নামের এক পাকিস্তানি মডেল-গায়িকা-অভিনেত্রী জানান ভারতের এক বিমানবন্দরে তাঁকে অভিবাসন সমস্যা থেকে মুক্ত করেন ধোনি।
ভারত অধিনায়ক কি আগে থেকেই চিনতেন মাথিরাকে?
পাকিস্তানের এক টেলিভিশন চ্যানেলে মাথিরা তুলে ধরেছেন এক চমকপ্রদ তথ্য। এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচের আগে দু’ দলের সঙ্গে একই টিম হোটেলে ছিলেন এই পাক মডেলও।
তিনি বরাবরই ক্রিকেটের অন্ধ ভক্ত। সেই সময় এক পাকিস্তানি ক্রিকেটারকে বেশ পছন্দ করতেন তিনি। আর চোখের সামনে সেই পাকিস্তানি ক্রিকেটারকে দেখে আর স্থির থাকতে পারেননি মাথিরা।
সেই ক্রিকেটারের কাছে গিয়ে অটোগ্রাফের আবদার জানিয়েছিলেন। নিজের টুপি এগিয়ে দেন অটোগ্রাফের জন্য। কিন্তু মাথিরাকে সেই পাক ক্রিকেটারের কাছে বিশ্রীভাবে প্রত্য়াখ্যাত হতে হয়।
তখনই কাহানি মে ট্যুইস্ট। ধোনির সুন্দরী মডেলকে প্রত্যাখ্যাত হতে দেখে নিজেই এগিয়ে এসে অটোগ্রাফের প্রস্তাব দেন।
মাথিরা তখন সানন্দে রাজি হয়ে যান। তারপরে ধোনি নিজের পাশের সিটেও বসার জায়গা করে দিয়েছিলেন পাক মডেলকে।
পরেও অবশ্য মাথিরার সঙ্গে ধোনির দেখা হয়। এবার ঘটনাস্থল ভারতের এক বিমানবন্দর।
সেই সময়ে অভিবাসন সমস্যায় মাথিরা বেকায়দায়। ধোনি নিজেই এগিয়ে বিপদ থেকে উদ্ধার করেন মাথিরাকে।
কিছুদিন আগেই পাক এই মডেল জানিয়েছিলেন, ধোনি কতটা হৃদয়বান। তা নিয়েই ফের একবার ধোনিকে কুর্নিশ করছে ক্রিকেট বিশ্ব।
মাথিরা প্রতিবেশী দেশ পাকিস্তানের এক সুন্দরী মডেল-অভিনেত্রী ও গায়িকা।
জন্ম জিম্বাবোয়ের হারারে-তে।
মা পাকিস্তানের হলেও, মাথিরার বাবা আফ্রিকান।
মাথিরার ১৩ বছর বয়সে তার পরিবার পাকিস্তানে চলে আসে।
মাথিরা মহম্মদ বিয়ে করেন ২০১২ সালে।
কর্মজীবন শুরু মিউজিক অ্যালবামে মুখ দেখিয়ে।
২০১১ সাল থেকে দেশের টেলিভিশন চ্যানেলের সঞ্চালিকা হিসেবে কাজ করেন।
বলিউডে মাথিরা কাজ শুরু করেন ‘ইয়াং মলাঙ্গ’ নামে একটি ভারতীয়-পঞ্জাবি ছবিতে আইটেম গান দিয়ে।
বলিউডে তাঁর অভিনয় কেরিয়ার শুরু হয় ২০১৪ সালে।
২০১৪ সালেই মাথিরা পুত্র-সন্তানের জন্ম দেন।
অচেনা মাথিরা ধোনি-স্পর্শেই পরিচিত মুখ হয়ে উঠেছেন দুই দেশে