New Update
ঋষভ পন্থের বান্ধবী ঈশা নেগি (ইনস্টাগ্রাম)
এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দলের স্টার পারফরমার তিনি। তবে সাম্প্রতিককালে পারফরম্যান্স নয়, বান্ধবীর কারণে বারেবারেই শিরোনামে উঠে এসেছেন ঋষভ পন্থ। ঋষভ পন্থের বান্ধবীর নাম ঈশা নেগি। তিনি একজন ইন্টিরিয়র ডিজাইনার। ২০১৫ সালের মে মাসে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে প্রথম ছবিটি পোস্ট করেন ঈশা। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা ছিল ৪২ হাজার। কিন্তু পন্থের সঙ্গে তাঁর ছবি পোস্ট হওয়ার পরেই তা দুর্দম গতিতে বেড়ে দেড় লাখ ছাড়িয়েছে। ঈশার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে জানা গিয়েছে যে, তিনি রাজধানী শহরের বাসিন্দা। দিল্লির কনভেন্ট অফ জিসাস অ্যান্ড মেরি থেকে পড়াশোনা করেছেন। পরবর্তীকালে সাহিত্য নিয়ে পড়াশোনা করেন ঈশা নেগি। ঈশা যে একজন ফ্যাশনিস্তা, তা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখলেই বোঝা যায়। ঋষভ পন্থের সঙ্গে ঈশার আলাপ কোথায়, কী ভাবে হয়েছে— সে সম্পর্কে তেমন কিছুই জানা যায়নি। তবে অন্যান্য তারকাদের মতো, এই তারকা তাঁর প্রেমকাহিনি একেবারেই লুকিয়ে রাখতে চাননি। ইশার সঙ্গে ঋষভ নিজের সম্পর্কের কথা আগেই প্রকাশ্য়ে এনেছিলেন ঠিক একবছর আগে। গত বছর জানুয়ারিতে ইশার ছবি পোস্ট করে ঋষভ লিখেছিলেন, ‘‘তোমাকে খুশি করতে চাই। কারণ তুমিই আমার সুখের কারণ।’’ পন্থ চলতি বছরের শুরুতেই নিজের ইনস্টাগ্রামে বান্ধবীর সঙ্গে ছবি পোস্ট করেছেন। দুধ-সাদা বরফে ঢাকা পর্বতে পন্থ বান্ধবী ইশা নেগীর সঙ্গে ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছিলেন, “তোমার সঙ্গে যখন থাকি, সেই আমিকে বেশি ভালবাসি।” রোম্যান্টিক ঋষভকে সেই ছবিতে দেখা গিয়েছে কমলা-নীল জ্যাকেট গায়ে। সঙ্গে নীল রঙা ট্রাউজার্স। অন্যদিকে, সুন্দরী বান্ধবীকে কমলা পোশাকে মানানসই লাগছিল। সোশ্যাল মিডিয়ায় এই ছবি প্রকাশ্যে আসার পর থেকেই হইচই। ঈশার সঙ্গে নিজের ছবিটি প্রথমে পোস্ট করেন ঋষভ। পরে, একই ছবি নিজের অ্যাকাউন্টে পোস্ট করেন ঈশাও। ঋষভের পোস্ট করা ছবিই আবার ঈশা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করে লেখেন, ‘‘মাই ম্যান, মাই সোলমেট, মাই বেস্ট ফ্রেন্ড, দ্য লভ অফ মাই লাইফ।’’ বাইশ গজে যাই হোক, ঋষভ-ইশার প্রেমের গাড়ি কিন্তু দুদ্দাড়িয়ে ছুটছে।