-
এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দলের স্টার পারফরমার তিনি। তবে সাম্প্রতিককালে পারফরম্যান্স নয়, বান্ধবীর কারণে বারেবারেই শিরোনামে উঠে এসেছেন ঋষভ পন্থ।
-
ঋষভ পন্থের বান্ধবীর নাম ঈশা নেগি। তিনি একজন ইন্টিরিয়র ডিজাইনার।
-
২০১৫ সালের মে মাসে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে প্রথম ছবিটি পোস্ট করেন ঈশা।
-
ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা ছিল ৪২ হাজার। কিন্তু পন্থের সঙ্গে তাঁর ছবি পোস্ট হওয়ার পরেই তা দুর্দম গতিতে বেড়ে দেড় লাখ ছাড়িয়েছে।
-
ঈশার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে জানা গিয়েছে যে, তিনি রাজধানী শহরের বাসিন্দা। দিল্লির কনভেন্ট অফ জিসাস অ্যান্ড মেরি থেকে পড়াশোনা করেছেন।
-
পরবর্তীকালে সাহিত্য নিয়ে পড়াশোনা করেন ঈশা নেগি।
-
ঈশা যে একজন ফ্যাশনিস্তা, তা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখলেই বোঝা যায়।
-
ঋষভ পন্থের সঙ্গে ঈশার আলাপ কোথায়, কী ভাবে হয়েছে— সে সম্পর্কে তেমন কিছুই জানা যায়নি। তবে অন্যান্য তারকাদের মতো, এই তারকা তাঁর প্রেমকাহিনি একেবারেই লুকিয়ে রাখতে চাননি।
-
ইশার সঙ্গে ঋষভ নিজের সম্পর্কের কথা আগেই প্রকাশ্য়ে এনেছিলেন ঠিক একবছর আগে। গত বছর জানুয়ারিতে ইশার ছবি পোস্ট করে ঋষভ লিখেছিলেন, ‘‘তোমাকে খুশি করতে চাই। কারণ তুমিই আমার সুখের কারণ।’’
-
পন্থ চলতি বছরের শুরুতেই নিজের ইনস্টাগ্রামে বান্ধবীর সঙ্গে ছবি পোস্ট করেছেন। দুধ-সাদা বরফে ঢাকা পর্বতে পন্থ বান্ধবী ইশা নেগীর সঙ্গে ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছিলেন, “তোমার সঙ্গে যখন থাকি, সেই আমিকে বেশি ভালবাসি।”
-
রোম্যান্টিক ঋষভকে সেই ছবিতে দেখা গিয়েছে কমলা-নীল জ্যাকেট গায়ে। সঙ্গে নীল রঙা ট্রাউজার্স। অন্যদিকে, সুন্দরী বান্ধবীকে কমলা পোশাকে মানানসই লাগছিল। সোশ্যাল মিডিয়ায় এই ছবি প্রকাশ্যে আসার পর থেকেই হইচই।
-
ঈশার সঙ্গে নিজের ছবিটি প্রথমে পোস্ট করেন ঋষভ। পরে, একই ছবি নিজের অ্যাকাউন্টে পোস্ট করেন ঈশাও।
-
ঋষভের পোস্ট করা ছবিই আবার ঈশা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করে লেখেন, ‘‘মাই ম্যান, মাই সোলমেট, মাই বেস্ট ফ্রেন্ড, দ্য লভ অফ মাই লাইফ।’’
-
বাইশ গজে যাই হোক, ঋষভ-ইশার প্রেমের গাড়ি কিন্তু দুদ্দাড়িয়ে ছুটছে।
