/indian-express-bangla/media/media_files/2025/10/23/pratika-rawal-5-2025-10-23-22-47-34.jpg)
/indian-express-bangla/media/media_files/2025/10/23/pratika-rawal-2025-10-23-22-47-34.jpg)
প্রতীকার অনন্য কীর্তি
IND W vs NZ W: মহিলা ওয়ানডে বিশ্বকাপে (Women’s ODI World Cup 2025) টিম ইন্ডিয়ার (Indian Women Cricket Team) লড়াই অব্যাহত। ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট দলের ওপেনিং ব্যাটার প্রতীকা রাওয়াল একটি অনন্য কৃতিত্ব কায়েম করেছেন। এই ম্য়াচ চলাকালীন প্রতীকা এমন একটি এলিট তালিকায় নিজের নাম লিখিয়ে ফেলেছেন, যেখানে শুধুমাত্র অজি ক্রিকেটারদের দাপটই এতদিন ধরে দেখতে পাওয়া যেত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে নব্য মুম্বইয়ে আয়োজিত ম্য়াচে প্রতীকা এই তালিকায় উঠে এলেন।
/indian-express-bangla/media/media_files/2025/10/23/pratika-rawal-1-2025-10-23-22-47-34.jpg)
ওয়ানডে ক্রিকেটে পূরণ করলেন ১,০০০ রান
ভারতীয় মহিলা ক্রিকেট দলের ওপেনিং ব্যাটার প্রতীকা রাওয়াল বৃহস্পতিবার (২৩ অক্টোবর) মহিলা বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমেছেন। এর আগে পর্যন্ত তিনি ২২ ম্য়াচে ৯৮৮ রান করেছিলেন। সুতরাং, সকলের মাথায় একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল, কতক্ষণে তিনি ১,০০০ রান পূরণ করতে পারবেন।
/indian-express-bangla/media/media_files/2025/10/23/pratika-rawal-2-2025-10-23-22-47-34.jpg)
২৩ ইনিংসে স্পর্শ মাইলফলক
শেষপর্যন্ত এই মাইলফলক তিনি অর্জন করলেন। কেরিয়ারের ২৩ নম্বর ম্য়াচেই প্রতীকা ১,০০০ ওয়ানডে রান অর্জন করে ফেলেন। এখনও পর্যন্ত মহিলা ওয়ানডে ইতিহাসে কেবলমাত্র ২ ব্যাটারই এত কম ইনিংসে হাজার রানের চৌকাঠ স্পর্শ করলেন।
/indian-express-bangla/media/media_files/2025/10/23/meg-lanning-2025-10-23-22-47-34.jpg)
স্পর্শ করলেন অস্ট্রেলিয়ার লিন্ডসে রিলারের রেকর্ড
প্রতীকা রাওয়ালের আগে অস্ট্রেলিয়ার লিন্ডসে রিলারও মাত্র ২৩ ওয়ানডে ইনিংসে ১,০০০ রানের চৌকাঠ স্পর্শ করেছিলেন। এর পাশাপাশি অস্ট্রেলিয়ারই নিকোল বোল্টন ২৫ এবং মেগ ল্যানিংও ২৫ ওয়ানডে ইনিংসে এক হাজার রানের মাইলফলক অর্জন করেছিলেন।
/indian-express-bangla/media/media_files/2025/10/23/pratika-rawal-3-2025-10-23-22-47-34.jpg)
শতরানের খতিয়ান
এবার প্রতীকা তাঁদের রেকর্ড চুরমার করে দিলেন। প্রতীকা তাঁর ওয়ানডে ক্রিকেট কেরিয়ারে এখনও পর্যন্ত একটি শতরান এবং ৭ হাফসেঞ্চুরি করেছেন। ২২ গজে পা রাখতে না রাখতেই ধামাকাদার স্টাইলে ব্যাট করতে থাকেন তিনি। অধিকাংশ ক্ষেত্রেই তাঁর ব্যাট থেকে বড় রানের ইনিংস দেখতে পাওয়া যায়।
/indian-express-bangla/media/media_files/2025/10/23/mithali-raj-2025-10-23-22-47-34.jpg)
ভারতীয়দের মধ্যে ভাঙলেন মিতালি রাজের রেকর্ড
ইতিমধ্যে ভারতীয় ক্রিকেটেও এক অনন্য রেকর্ড কায়েম করেছেন প্রতীকা রাওয়াল। ওয়ানডে ক্রিকেটে এত কম ইনিংস খেলে কেউ হাজার রান করতে পারেননি। ইতিপূর্বে, এই রেকর্ডটি ছিল টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক মিতালি রাজের ঝুলিতে। তিনি ২৯ ওয়ানডে ইনিংসে এক হাজার রান পূরণ করেছিলেন।
/indian-express-bangla/media/media_files/2025/10/23/pratika-rawal-4-2025-10-23-22-47-34.jpg)
আগামীদিনে নজর থাকবে প্রতীকার পারফরম্য়ান্সে
কিন্তু, প্রতীকা তাঁর অনেকটাই আগে সেই একই কাজ করে দেখালেন। আগামীদিনে প্রতীকা ভারতীয় ক্রিকেট দলের হয়ে কেমন পারফরম্য়ান্স করেন, সেদিকে সকলের অবশ্যই নজর থাকবে। কারণ ভবিষ্যতে তাঁকে আরও চ্যালেঞ্জের মুখে পড়তে হবে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us