New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/01/main.jpg)
আইপিএল থেকে নিষিদ্ধ প্রবীণ তাম্বে (আইপিএল ওয়েবসাইট)
টুর্নামেন্টের প্রবীণতম ক্রিকেটার হিসেবে কেকেআর ডিসেম্বরের নিলামে কিনেছিল প্রবীণ তাম্বেকে। বেস প্রাইস ২০ লক্ষ টাকাতেই অভিজ্ঞ স্পিনারকে নিয়েছিল কেকেআর। তবে প্রবীণ তাম্বে কেকেআরের জার্সিতে অংশ নিতে পারবেন না। আইপিএলে নিষিদ্ধ করা হল প্রবীণ তাম্বেকে। বিদেশি লিগে খেলার শাস্তি হিসেবে প্রবীণ তাম্বেকে শাস্তি দেওয়া হল আইপিএলের আয়োজক কমিটির পক্ষ থেকে। বিসিসিআইয়ের গাইডলাইন আনুযায়ী, বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ ভারতীয় ক্রিকেটাররা বিশ্বের অন্যত্র টি২০ কিংবা টি১০ লিগে খেলতে পারবেন না। চুক্তিবদ্ধ ক্রিকেটাররা কোথাও অন্য কোনও লিগে অংশগ্রহণ করতে পারেন না। তাঁরা কেবলমাত্র ওয়ান ডে, থ্রি ডে কিংবা চারদিনের ক্রিকেট যেমন কাউন্টি ক্রিকেটে অংশ নিতে পারেন। বাংলাদেশে খেলতে হলে বোর্ড এবং সংশ্লিষ্ট রাজ্য ক্রিকেট সংস্থার অনুমতিপত্র প্রয়োজন। দু-বছর আগে দুবাইয়ে টি১০ লিগে খেলেছিলেন তাম্বে সিন্ধ্রি দলের জার্সিতে। বোর্ডের নিয়মভঙ্গ করেই তিনি খেলেছিলেন। বোর্ডের এক কর্তা জানিয়ে দিয়েছেন, বোর্ডের নিয়ম অনুযায়ী, দেশের অবসরপ্রাপ্ত ক্রিকেটাররা একমাত্র বিদেশি লিগে খেলতে পারে। শাস্তির রক্তচক্ষু থাকলেও তাম্বে পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন, "যখন খেলতে নামি তখন ২০ বছরের ক্রিকেটারের মানসিকতা নিয়ে মাঠে নামি। নিজের অভিজ্ঞতা, শক্তি দলের মধ্যে সঞ্চারিত করি। প্রথম একাদশে না থাকলেও আমি দলের মধ্যে প্রভাব ফেলতে পারি।" পাশাপাশি তাম্বে আরও জানিয়েছিলেন, “সমালোচকরা অনেক কথা বলে। তবে এই বিষয় নিয়ে একদমই ভাবছি না। সবসময়ে দলের হয়ে কঠোর পরিশ্রম করে থাকি। মাঠে ফিল্ডিং হোক বা বোলিং যে ভূমিকাই দেওয়া হোক না কেন, সবকিছুতেই প্রস্তুত আমি। এমন মানসিকতা না থাকলে এত দীর্ঘ সময় খেলতে পারতাম না। ওদের হয়ে খেলতে আপাতত মুখিয়ে রয়েছি।” কিছুদিন আগে কেকেআরের আর এক স্পিনার ক্রিস গ্রিন বিবিএলে নিষিদ্ধি হয়েছেন অবৈধ বোলিং অ্যাকশনের কারণে। আইপিএলে একই সমস্যায় পড়তে পারেন, এমন সম্ভবনা থেকেই কেকেআর গ্রিনের বিকল্প খুঁজছিল। তবে কেকেআরের সমস্যা কেবলমাত্র গ্রিনেই থমকে থাকল না। তার সঙ্গে যোগ হলেন নির্বাসিত তাম্বেও। ৪৮ বছরের তারকা ক্রিকেটার অবশ্য আইপিএলে নতুন নন। এর আগে সানরাইজার্স হায়দরাবাদ, রাজস্থান রয়্যালসের জার্সিতে আইপিএলে প্রতিনিধিত্ব করেছেন। কেকেআর এখন এই ধাক্কা কীভাবে সামাল দেয়, সেটাই দেখার।