/indian-express-bangla/media/media_files/2025/09/10/prithvi-shaw-6-2025-09-10-19-43-00.jpg)
মহেন্দ্র সিং ধোনি এবং পৃথ্বী শ
/indian-express-bangla/media/media_files/2025/09/10/prithvi-shaw-3-2025-09-10-19-43-00.jpg)
বিতর্ক পিছু ছাড়ছে না পৃথ্বীর
বিগত বেশ কয়েকবছর ধরে ভারতীয় ক্রিকেট দলের ( Indian Cricket Team) দরজা খুলতে পারেননি পৃথ্বী শ। কিন্তু, ক্রিকেটের বাইরে বিভিন্ন বিতর্কের কারণে তিনি হামেশাই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। সম্প্রতি, তেমনই একটি বিতর্কিত ঘটনা তাঁর জীবনে কার্যত 'শনি' হয়ে নেমে এসেছে।
/indian-express-bangla/media/media_files/2025/09/10/prithvi-shaw-4-2025-09-10-19-43-00.jpg)
জরিমানার কবলে পৃথ্বী
মুম্বইয়ের একটি আদালতে জবাব না দেওয়ার কারণে পৃথ্বীর বিরুদ্ধে ১০০ টাকা জরিমানা করা হয়েছে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার স্বপ্না গিল একটি মামলা রুজু করেছিলেন। সেই মামলার শুনানিতেই বিচারক এমন নির্দেশ দিয়েছেন।
/indian-express-bangla/media/media_files/2025/09/10/prithvi-shaw-5-2025-09-10-19-43-00.jpg)
নিগ্রহের অভিযোগ
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০২৩ সালে একটি অনাবশ্যক ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন পৃথ্বী শ। একটি পানশালায় স্বপ্না গিলের সঙ্গে তাঁর ঝামেলায় হয়েছিল। এই ঘটনার পর পৃথ্বীর বিরুদ্ধে স্বপ্না গিল শারীরিক নিগ্রহ এবং অশ্লীলতার অভিযোগও তুলেছিলেন।
/indian-express-bangla/media/media_files/2025/09/10/prithvi-shaw-2-2025-09-10-19-43-00.jpg)
অসন্তুষ্ট আদালত
এই মামলায় কোনও জবাবই দেননি পৃথ্বী শ। সেকারণে মুম্বইয়ের সেশন কোর্ট বেশ খানিকটা অসন্তুষ্ট হয়। আর শাস্তিস্বরূপ জরিমানা করা হয়েছে। উল্লেখ্য, গত ফেব্রুয়ারি থেকে জুন মাসের মধ্যে পৃথ্বীকে নির্দেশ দেওয়া হয়েছিল, তিনি যেন এই মামলার ব্যাপারে আদালতকে জবাব দেন। এমনকী, গত ১৩ জুন তাঁকে জবাব দেওয়ার জন্য শেষ সুযোগ দেওয়া হয়েছিল।
/indian-express-bangla/media/media_files/2025/09/10/prithvi-shaw-1-2025-09-10-19-43-00.jpg)
জবাব দেননি পৃথ্বী
কিন্তু, পৃথ্বীর তরফ থেকে কোনও জবাব আসেনি। এরপর গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আদালতের পক্ষ থেকে পৃথ্বীকে ১০০ টাকা জরিমানা করা হয়েছে। সেইসঙ্গে জবাব দেওয়ার জন্য তাঁকে আরও একটি সুযোগ দেওয়া হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে। গোটা ঘটনাটি ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে হয়েছিল। আন্ধেরি এলাকার একটি পানশালায় পৃথ্বী শ এবং স্বপ্না গিলের মধ্যে ব্যাপক ঝামেলা হয়।
/indian-express-bangla/media/media_files/2025/09/10/sapna-gill-and-prithvi-shaw-2025-09-10-19-43-00.jpg)
সেলফি তোলা নিয়ে ঝামেলার সূত্রপাত
২০২৩ সালে মুম্বইয়ের একটি পানশালায় পৃথ্বী শ এবং স্বপ্না গিলের মধ্যে সেলফি তোলা নিয়ে ঝামেলা হয়েছিল। এরপর পৃথ্বী শ'কে আক্রমণ করার কারণে বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়। আপাতত তাঁরা জামিনে মুক্ত। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ভাইরাল হয়েছিল।
/indian-express-bangla/media/media_files/2025/09/10/sapna-gill-2025-09-10-19-43-00.jpg)
অভিযোগ গ্রহণ করেনি পুলিশ
পুলিশের কাছে লিখিত অভিযোগ জানানোর চেষ্টা করেছিলেন স্বপ্না গিল। কিন্তু, পুলিশ সেই অভিযোগ গ্রহণ করেনি। এরপর তিনি ম্য়াজিস্ট্রেট কোর্টে যান।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us