/indian-express-bangla/media/media_files/2025/10/09/richa-ghosh-6-2025-10-09-21-38-32.jpg)
টিম ইন্ডিয়ার উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষ
/indian-express-bangla/media/media_files/2025/10/09/richa-ghosh-2025-10-09-21-38-32.jpg)
বিধ্বংসী ব্যাটিং রিচার
একটা সময় ছিল যখন ভারতীয় মহিলা ক্রিকেট দল ( Indian Women Cricket Team) মাত্র ১০১ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলেছিল। খুব স্বাভাবিকভাবেই চাপে পড়ে গিয়েছিল গোটা দল। মাথার উপর কার্যত নাচ করছিল দক্ষিণ আফ্রিকা। সকলেই প্রমাদ গুনছিলেন, কতক্ষণে অলআউট হয় টিম ইন্ডিয়া ( IND W vs SA W)। এরপর আমনজ্যোৎ কৌরও ফিরে গেলেন প্য়াভিলিয়নে। যদিও তখনও উইকেটে ছিলেন বাংলার মহিলা ক্রিকেটার রিচা ঘোষ। চলতি মহিলা ওয়ানডে বিশ্বকাপে তিনি যে এমন ঐতিহাসিক ইনিংস খেলবেন, সেটা কেউ কল্পনা করতে পারেননি।
/indian-express-bangla/media/media_files/2025/10/09/richa-ghosh-1-2025-10-09-21-38-32.jpg)
সম্মান বাঁচালেন ভারতের
স্নেহ রানার সঙ্গে জুটি বেঁধে রিচা শুধুমাত্র ভারতের সম্মানই বাঁচালেন না, বরং এমন একটা ইনিংস খেললেন যা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। উইকেটকিপার-ব্যাটার হিসেবে তিনি এমন কৃতিত্ব অর্জন করলেন, যা ইতিপূর্বে মহিলা ক্রিকেট বিশ্বকাপে কখনও হয়নি।
/indian-express-bangla/media/media_files/2025/10/09/richa-ghosh-2-2025-10-09-21-38-32.jpg)
রিচা ঘোষের ঐতিহাসিক ইনিংস
কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে যাওয়া ভারতীয় ক্রিকেট দলের হাল ধরলেন রিচা ঘোষ এবং স্নেহ রানা। উইকেটে চোখ একবার সেট হয়ে যাওয়ার পর রিচা শেষ ৭-৮ ওভারে ব্যাট হাতে কার্যত তাণ্ডবলীলা চালানেন। উইকেটকিপার-ব্যাটারের এই বিধ্বংসী ইনিংসের পর টিম ইন্ডিয়া শেষ ১০ ওভারে ৯৮ রান করে। অষ্টম উইকেটে রিচা স্নেহ রানার সঙ্গে জুটি বেঁধে ৮৮ রান করেন।
/indian-express-bangla/media/media_files/2025/10/09/richa-ghosh-3-2025-10-09-21-38-32.jpg)
মাত্র ৬ রানের জন্য মিস সেঞ্চুরি
এই পার্টনারশিপ গোটা ম্য়াচের রংটাই বদলে দেয়। দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণ কার্যত হাস্যস্পদ হয়ে যায়। রিচা ৭৭ বলে ৯৪ রানের একটি ভয়াবহ ইনিংস টিম ইন্ডিয়াকে উপহার দেন। এই ইনিংসে টিম ইন্ডিয়ার উইকেটকিপার-ব্যাটার ১১ চার এবং ৪ ছক্কা হাঁকিয়েছেন।
/indian-express-bangla/media/media_files/2025/10/09/richa-ghosh-4-2025-10-09-21-38-32.jpg)
ইতিহাস রচনা করলেন রিচা ঘোষ
এই ইনিংসের পাশাপাশি একটি নজরকাড়া ইতিহাস কায়েম করলেন রিচা ঘোষ। মহিলা ক্রিকেট বিশ্বকাপ ইতিহাসে আজ পর্যন্ত কেউ এমন 'কারনামা' করতে পারেনি। আট কিংবা তার নীচের ব্যাটিং পজিশনে নেমে এত বড় রানের ইনিংস আগে কোনও ব্যাটার কায়েম করতে পারেননি। এর পাশাপাশি মহিলাদের ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে ৬ উইকেট হারানোর পর সর্বাধিক রানের রেকর্ড কায়েম করেছে।
/indian-express-bangla/media/media_files/2025/10/09/richa-ghosh-5-2025-10-09-21-38-32.jpg)
২৫১ রান করেছে টিম ইন্ডিয়া
ভারতীয় ক্রিকেট দল ৬ উইকেট হারিয়ে ১৪৯ রান করেছিল। মনে হচ্ছিল, ১৫০ রানের মধ্যেই বোধহয় গোটা ইনিংস শেষ হয়ে যাবে। সেখান থেকে টিম ইন্ডিয়া শেষ পর্যন্ত ২৫১ রান করতে পারে।