/indian-express-bangla/media/media_files/2025/08/30/rohit-sharma-bronco-test-6-2025-08-30-19-22-37.jpg)
ব্রঙ্কো টেস্ট দিতে হবে রোহিত শর্মাকে
/indian-express-bangla/media/media_files/2025/08/30/rohit-sharma-bronco-test-2025-08-30-19-22-37.jpg)
রোহিতের সামনে অগ্নিপরীক্ষা
Indian Cricket Team: ভারতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক রোহিত শর্মা বিগত কয়েকমাস ধরেই ২২ গজ থেকে দুরে রয়েছে। সমর্থকরা তাঁর প্রত্যাবর্তনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আগামী অক্টোবর মাসে ওয়ানডে সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতীয় ক্রিকেট দল। কিন্তু, যাওয়ার আগে রোহিতকে এক কঠিন অগ্নিপরীক্ষা দিতে হবে।
/indian-express-bangla/media/media_files/2025/08/30/rohit-sharma-bronco-test-1-2025-08-30-19-22-37.jpg)
ব্রঙ্কো টেস্ট
এই অগ্নিপরীক্ষার নাম হল ব্রঙ্কো টেস্ট। টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুসারে, আগামী ১৩ সেপ্টেম্বর ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্সে এই ব্রঙ্কো টেস্ট নেওয়া হবে। কিন্তু, এটা কী ধরনের পরীক্ষা? আসুন, এই ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।
/indian-express-bangla/media/media_files/2025/08/30/rohit-sharma-bronco-test-2-2025-08-30-19-22-37.jpg)
কেন নেওয়া হয় ব্রঙ্কো টেস্ট?
সম্প্রতি বিসিসিআই একটি বড় সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই সিদ্ধান্ত অনুসারে, ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা করার জন্য ব্রঙ্কো টেস্ট লাগু করা হয়েছে। এই টেস্ট সাধারণত ক্রিকেটারদের স্ট্যামিনা এবং শারীরিক শক্তি পরখ করার জন্য গ্রহণ করা হয়ে থাকে। সেটা সিনিয়র ক্রিকেটার হোক কিংবা জুনিয়র, এই পরীক্ষায় পাশ করতেই হবে। আগামী ১৩ সেপ্টেম্বর রোহিত শর্মা BCCI-এর সেন্টার অফ এক্সেলেন্সে এই টেস্ট দেবেন বলে জানা গিয়েছে।
/indian-express-bangla/media/media_files/2025/08/30/rohit-sharma-bronco-test-3-2025-08-30-19-22-37.jpg)
কীভাবে নেওয়া হয় ব্রঙ্কো টেস্ট?
এই পরীক্ষায় ক্রিকেটারদের ২০, ৪০ এবং ৬০ মিটারের মার্কসের মধ্যে পাঁচবার দৌড়তে হয়। এই টেস্টের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, একবারও না থেমে গোটা বিষয়টা শেষ করতে হবে। অর্থাৎ একজন ক্রিকেটারকে মোট ১,২০০ মিটার দৌড়তে হবে। আর এটা ৬ মিনিটের মধ্যে ক্রিকেটারদের পূরণ করতে হবে।
/indian-express-bangla/media/media_files/2025/08/30/rohit-sharma-bronco-test-4-2025-08-30-19-22-37.jpg)
রোহিতের দিকে তাকিয়ে ভারতীয় ক্রিকেট সমর্থকরা
ভারতীয় ক্রিকেট সমর্থকরা আপাতত রোহিত শর্মার দিকে তাকিয়ে রয়েছেন। আগামী অক্টোবর মাসে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করতে পারেন। যদি রোহিত শর্মা এই ব্রঙ্কো টেস্টে পাশ করতে না পারেন, তাহলে কী হবে? এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট স্কোয়াডে তাঁর জায়গা অনিশ্চিত বলেই ধরে নেওয়া যেতে পারে। টিম ইন্ডিয়ার নির্বাচকমণ্ডলী আপাতত ক্রিকেটারদের ফিটনেসের উপর বেশি করে জোর দিচ্ছে।
/indian-express-bangla/media/media_files/2025/08/30/rohit-sharma-bronco-test-5-2025-08-30-19-22-37.jpg)
যদি রোহিত পাশ করতে না পারেন?
ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভীর টিম ইন্ডিয়ার ফিটনেস নিয়ে যথেষ্ট কড়া হাতে শাসন করছেন। এই পরিস্থিতিতে রোহিত যদি এই টেস্টে ব্যর্থ হয়, সেক্ষেত্রে অস্ট্রেলিয়া সফরে তাঁর জায়গা পাওয়া নিয়ে যথেষ্ট অনিশ্চয়তা তৈরি হবে। পাশাপাশি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ নিয়েও একটা চরম অনিশ্চয়তা তৈরি হবে।