/indian-express-bangla/media/media_files/2025/10/25/rohit-sharma-and-ajit-agarkar-2025-10-25-20-10-49.jpg)
রোহিত শর্মা এবং অজিত আগরকর
/indian-express-bangla/media/media_files/2025/10/25/rohit-sharma-10-2025-10-25-20-10-49.jpg)
বিধ্বংসী হিটম্যান
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা অভিজ্ঞ ব্যাটার রোহিত শর্মাকে শনিবার (২৫ অক্টোবর) একেবারে পুরনো মেজাজে দেখতে পাওয়া গেল। এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় India vs Australia: ওয়ানডে ম্যাচ খেলতে নেমেছিল টিম ইন্ডিয়া (Indian Cricket Team)। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আয়োজিত এই ম্যাচে রোহিত শর্মা ক্যাঙারু বোলারদের কার্যত দুরমুশ করলেন। সঙ্গে হাঁকালেন একটি বিধ্বংসী শতরান। আন্তর্জাতিক ক্রিকেটে রোহিত শর্মা সেঞ্চুরির হাফসেঞ্চুরি হাঁকিয়ে ফেললেন।
/indian-express-bangla/media/media_files/2025/10/25/rohit-sharma-11-2025-10-25-20-10-49.jpg)
অপরাজিত ১২১
এই ম্যাচে রোহিত শর্মা ১২১ রানের ধামাকাদার ইনিংস খেলে অপরাজিত থাকেন। তার থেকেও বড় কথা, টিম ইন্ডিয়াকে জেতানোর পিছনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন। আর সেইসঙ্গে টিম ইন্ডিয়ার মুখ্য নির্বাচক অজিত আগরকরকে যোগ্য জবাব দিয়েছেন রোহিত। কয়েকদিন আগে অজিত আগরকর জানান, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে হিটম্যান খেলবেন কি না, সেই ব্যাপারে এখন থেকে কিছু বলা সম্ভব নয়। পাশাপাশি অধিনায়কের পদ থেকেও তাঁকে সরিয়ে দেওয়া হয়।
/indian-express-bangla/media/media_files/2025/10/25/rohit-sharma-12-2025-10-25-20-10-49.jpg)
রোহিতের চওড়া ব্যাটে দুর্দান্ত শতরান
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে ম্যাচে রোহিত শর্মার ব্যাট কার্যত গর্জন করে উঠল। রান তাড়া করতে নেমে ১০৫ বলে নিজের সেঞ্চুরি পূরণ করলেন রোহিত। এই ম্যাচে রোহিত ১২৫ বলে ১২১ রানের একটি ঝকঝকে ইনিংস উপহার দেন। এরমধ্যে ১৩ চার এবং ৩ ছক্কা রয়েছে। পাশাপাশি, বিরাট কোহলির সঙ্গে জুটি বেঁধে তিনি ১৬৮ রানের ম্যাচজয়ী পার্টনারশিপ গড়ে তোলেন। আর সেকারণেই ভারত ৩৮.৩ ওভারে মাত্র এক উইকেট হারিয়ে এই ম্যাচটা নিজের পকেটে পুরে নেয়। রোহিতের এই বিধ্বংসী পারফরম্যান্সের কারণে তাঁকেই প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচন করা হয়।
/indian-express-bangla/media/media_files/2025/10/25/rohit-sharma-13-2025-10-25-20-10-49.jpg)
অ্যাডিলেডেও হাফসেঞ্চুরি করেছিলেন রোহিত
ইতিপূর্বে, দ্বিতীয় ওয়ানডে ম্যাচেও রোহিত শর্মা ব্যাট হাতে যথেষ্ট নজরকাড়া ইনিংস খেলেছিলেন। তাঁর ব্যাট থেকে বেরিয়ে এসেছিল সিরিজের প্রথম হাফসেঞ্চুরি। অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রোহিত ৭৩ রান করেছিলেন। তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজে রোহিত মোট ২০২ রান করেন। সেকারণে প্লেয়ার অফ দ্য সিরিজের পুরস্কারও তাঁর হাতে তুলে দেওয়া হয়। বেশ কয়েকমাস পর ফের আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাক করেছেন রোহিত শর্মা। তবে দেখিয়ে দিলেন, তাঁর মধ্যে এখনও অনেকটাই ক্রিকেট বাকি রয়েছে।
/indian-express-bangla/media/media_files/2025/10/25/rohit-sharma-14-2025-10-25-20-10-49.jpg)
এক বছরে ২ আইসিসি বিশ্বকাপ
এর আগে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন রোহিত শর্মা। তাঁর ক্যাপ্টেন্সিতেই খেতাব জয় করেছিল টিম ইন্ডিয়া। সত্যি কথা বলতে কী, রোহিতের নেতৃত্বে এক বছরের মধ্যে টিম ইন্ডিয়া ২ আইসিসি খেতাব জয় করেছে। কিন্তু, অস্ট্রেলিয়া সিরিজের ঠিক আগেই তাঁর থেকে অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়। নির্বাচকরা রোহিত শর্মার পরিবর্তে শুভমান গিলকে ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক বেছে নেন। এমন একটা পরিবেশ তৈরি করা হয়েছিল, যেন এটাই রোহিতের ওয়ানডে কেরিয়ারের শেষ সিরিজ হতে চলেছে।
/indian-express-bangla/media/media_files/2025/10/25/ajit-agarkar-2025-10-25-20-10-49.jpg)
অজিত আগরকরকে দিলেন যোগ্য জবাব
অন্যদিকে, মুখ্য নির্বাচক অজিত আগরকর জানিয়েছিলেন, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে রোহিত শর্মা খেলবেন কি না, তা এখনও পর্যন্ত নিশ্চিত নয়। তবে অস্ট্রেলিয়ার মাটিতে দুর্দান্ত পারফরম্যান্স করে, রোহিত এবার আগরকরকে যোগ্য জবাব দিলেন। আর সেইসঙ্গে প্রমাণ করে দিলেন, আসন্ন ওয়ানডে বিশ্বকাপে তাঁকে ছাড়া টিম ইন্ডিয়ার স্কোয়াড নির্বাচন সম্ভব নয়। এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। এই সিরিজে রোহিতকে স্কোয়াডে রাখা ছাড়া ভারতীয় নির্বাচকদের কাছে বিকল্প কোনও রাস্তা খোলা রইল না।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us