/indian-express-bangla/media/media_files/2025/09/06/sachin-tendulkar-6-2025-09-06-18-39-07.jpg)
/indian-express-bangla/media/media_files/2025/09/06/asia-cup-2025-1-2025-09-06-18-39-07.jpg)
শুরু হবে এশিয়া কাপ
আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ২০২৫ এশিয়া কাপ টুর্নামেন্ট। এবার এই টুর্নামেন্টের আসর সংযুক্ত আরব আমিরশাহীতে বসছে। এশিয়া কাপ জয়ের জন্য মোট ৮ দল লড়াই করবে। ভারত, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরশাহী, হংকং এবং ওমান।
/indian-express-bangla/media/media_files/2025/09/06/india-vs-pakistan-9-2025-09-06-18-39-07.jpg)
ভারত বনাম পাকিস্তান
টুর্নামেন্টের সবথেকে হাইভোল্টেজ ম্য়াচটি ভারত এবং পাকিস্তানের মধ্যে আয়োজন করা হবে। সেকারণে এই দুটো দলকে একই গ্রুপে রাখা হয়েছে। এই মহারণ আগামী ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে আয়োজন করা হবে।
/indian-express-bangla/media/media_files/2025/09/06/surya-kumar-yadav-1-2025-09-06-18-39-07.jpg)
সফলতম দল ভারত
এশিয়া কাপ ইতিহাসে সবথেকে সফল দল হল টিম ইন্ডিয়া। ভারত এখনও পর্যন্ত মোট ৮ বার এই টুর্নামেন্টে জয়লাভ করেছে। এবার নবমবার ট্রফি জয়ের লক্ষ্যে তারা মাঠে নামবে।
/indian-express-bangla/media/media_files/2025/09/06/sachin-tendulkar-3-2025-09-06-18-39-07.jpg)
স্মরণীয় রেকর্ড
ভারতীয় ক্রিকেটাররা এই টুর্নামেন্টে একাধিক স্মরণীয় রেকর্ড গড়েছেন। কিন্তু, আজ আমরা এমন একটি রেকর্ড নিয়ে আলোচনা করব, যা কেউ কখনও ভাঙতে পারেনি। এই রেকর্ডটি ভারতের কিংবদন্তী ক্রিকেটার শচীন তেন্ডুলকরের ঝুলিতে রয়েছে।
/indian-express-bangla/media/media_files/2025/09/06/sachin-tendulkar-4-2025-09-06-18-39-07.jpg)
শচীনের ঝুলিতে অনন্য রেকর্ড
আসলে, এশিয়া কাপের ইতিহাসে শচীন তেন্ডুলকর ৫০০-র বেশি রান এবং ১৫-টির বেশি উইকেট শিকার করেছেন। তাঁর এই অলরাউন্ড রেকর্ডের আশপাশে ভারতের আর কোনও ক্রিকেটার পৌঁছতে পারেননি। সেকারণে এই পরিসংখ্যানটি এশিয়া কাপের অন্যতম গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে বিবেচিত হয়।
/indian-express-bangla/media/media_files/2025/09/06/sachin-tendulkar-5-2025-09-06-18-39-07.jpg)
মাস্টার ব্লাস্টারের অলরাউন্ড পারফরম্য়ান্স
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, এশিয়া কাপে শচীন মোট ২৩ ম্য়াচ খেলেছেন। এরমধ্যে ২১ ইনিংসে তিনি মোট ৯৭১ রান করেছেন। এরমধ্যে বেশ কয়েকটি ইনিংস চিরস্মরণীয় হয়ে রয়েছে। ভারতীয় ব্যাাটারদের মধ্যে তিনি এই টুর্নামেন্টে তৃতীয় সর্বাধিক রান অর্জন করেছেন। তবে শুধুমাত্র ব্যাট হাতেই নয়, বল হতাও তিনি দুর্দান্ত পারফরম্য়ান্স করেন। এশিয়া কাপে তিনি মোট ১৭ উইকেট শিকার করেছেন।
/indian-express-bangla/media/media_files/2025/04/24/yd766qKi3vpHuzK0owdX.jpg)
এই রেকর্ডটি ভাঙা সত্যিই খুব কঠিন
এশিয়া কাপের ইতিহাসে ভারতের একাধিক ব্যাটার এবং বোলার দুর্দান্ত পারফরম্য়ান্স করেছেন। কিন্তু, শচীনের এই অনন্য রেকর্ডটি ভাঙা কার্যত অসম্ভব। বর্তমান ভারতীয় ক্রিকেট দলে শুভমান গিল এবং সূর্যকুমার যাদবের মতো তারকা ব্যাটার রয়েছে। কিন্তু, অলরাউন্ড পারফরম্য়ান্সের বিচারে শচীন তাঁদের থেকে অনেকটাই উপরে রয়েছেন। এবার এটাই দেখার যে আগামী এশিয়া কাপের আসরে কখনও ভারতীয় ক্রিকেটাররা এই রেকর্ড ভাঙতে পারেন কি না।