
পিতা ক্রিকেট ঈশ্বর। ভাই অর্জুন ইতিমধ্যেই প্রতিশ্রুতিমান ক্রিকেটারের তকমা পেয়ে গিয়েছে। আর তিনি, সারা তেন্ডুলকর ধীরে ধীরে এগোচ্ছেন নিজের মতো।
গত বছরেই স্নাতক পাস করেছিলেন তিনি। দেখে নিন কন্যা সারা-র কিছু ছবি।
মুম্বইয়ের ধীরুভাই অম্বানী ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করতেন তিনি।
উচ্চশিক্ষার জন্য পাড়ি দিয়েছিলেন লন্ডনে।
‘ইউনিভার্সিটি কলেজ অব লন্ডন’ থেকে সারা মেডিসিন বিষয়ে স্নাতক উত্তীর্ণ হয়েছেন সদ্য।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সেই সুসংবাদ গত বছরে ভক্তদের সঙ্গে শেয়ার করেছিলেন সচিন-কন্যা।
বিখ্যাত পিতার কন্যা তিনি। তাই বরাবরই তিনি সংবাদের শিরোনামে থাকেন।
শচীনের সঙ্গে একরত্তি সারা
শচীন নিজের পুরো পরিবারের সঙ্গে
গান বাজনা শুনতে বরারই পছন্দ করেন সারা।
প্রখ্যাত ব্রিটিশ গায়ক এড শিরানের সঙ্গে সারা
তারকা খ্যাতিতে তিনি ইতিমধ্যেই উঠতি প্রজন্মের সেলেব যেমন জাহ্নবী কপূর, সারা আলি খান, অনন্যা পাণ্ড্যদের রীতিমতো চ্যালেঞ্জ জানাতে পারেন।
পুঁচকে সারা গত বছরেই ২০ বছরে পা দিয়েছেন।
মা অঞ্জলি তেন্ডুলকরের সঙ্গে সারা
শৈশব থেকে সেলিব্রিটি। বিখ্যাত বাবার কন্যা বলে কথা!
সারা তেন্ডুলকর মানেই গ্ল্যামার আর বুদ্ধির ককটেল।
বিদেশে ছুটি কাটানোর সময় সারা।
সারার সর্বক্ষণের সঙ্গী, দিদা আনাবেল মেহতা।
সেই যুবক অবশ্য ফোনে উত্যক্ত করার অভিযোগে হাজতবাসে।
ভাই অর্জুন ও পিতা শচীনের সঙ্গে সারা
নিজের রূপের কারণেই একাধিকবার বিভিন্ন সংস্থার পক্ষ থেকে মডেল হওয়ার প্রস্তাবও পেয়েছেন সারা।
সারার রূপের ছটায় নেটিজেনরা ভক্ত হয়ে গিয়েছেন
ভবিষ্যতে রুপোলি পর্দা নাকি উচ্চশিক্ষা?— কোনটা বেছে নেবেন তিনি, সেটাই এখন দেখার।