/indian-express-bangla/media/media_files/2025/09/01/sailen-manna-9-2025-09-01-15-18-49.jpg)
/indian-express-bangla/media/media_files/2025/09/01/sailen-manna-1-2025-09-01-15-18-49.jpg)
শুভ জন্মদিন শৈলেন মান্না
সোনার বাংলা থেকে ইতিমধ্যে বহু তারকা ফুটবলার জন্মগ্রহণ করেছেন। সেই তালিকায় অন্যতম উজ্জ্বল নক্ষত্র হলেন শৈলেন্দ্রনাথ মান্না। সোমবার (১ সেপ্টেম্বর) তাঁর ১০১তম জন্মদিন পালন করা হচ্ছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন। আসুন, বাংলার এই কিংবদন্তী ফুটবলার সম্পর্কে ৮ অজানা তথ্য জেনে নেওয়া যাক।
/indian-express-bangla/media/media_files/2025/09/01/sailen-manna-2-2025-09-01-15-18-49.jpg)
হাওড়া ইউনিয়নের হাত ধরে কেরিয়ার শুরু
Sailen Manna: সালটা ছিল ১৯৪০। তৎকালীন কলকাতা ফুটবল লিগের দ্বিতীয় ডিভিশনের একটি ক্লাব ছিল। নাম হাওড়া ইউনিয়ন। এই ক্লাবের হাত ধরেই ফুটবল কেরিয়ার শুরু করেছিলেন শৈলেন মান্না।
/indian-express-bangla/media/media_files/2025/09/01/sailen-manna-2025-09-01-15-18-49.jpg)
মোহনবাগানে যোগদান
তাঁর খেলা নজর কেড়েছিল মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের (Mohun Bagan)। কিন্তু, প্রথম ২ বছর তিনি সবুজ-মেরুন ব্রিগেডের প্রস্তাব নাকচ করে দেন। অবশেষে ১৯৪২ সালে তিনি মোহনবাগান ক্লাবে যোগ দিয়েছিলেন। এরপর বাকিটা ইতিহাস। ১৯৬০ সালে অবসরের আগে পর্যন্ত এই ক্লাবের হয়েই তিনি খেলে যান।
/indian-express-bangla/media/media_files/2025/09/01/sailen-manna-3-2025-09-01-15-18-49.jpg)
মাত্র ১৯ টাকায় খেলেছেন মোহনবাগানে!
১৯৫০ থেকে ১৯৫৫ সাল পর্যন্ত মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবকে নেতৃত্বও দিয়েছিলেন। শোনা যায়, এই ১৯ বছরে তিনি মোহনবাগান ক্লাব থেকে নাকি মাত্র ১৯ টাকা উপার্জন করেছিলেন। যদিও এই ব্যাপারে কোনও আনুষ্ঠানিক নথি পাওয়া যায়নি।
/indian-express-bangla/media/media_files/2025/09/01/sailen-manna-4-2025-09-01-15-18-49.jpg)
লন্ডন অলিম্পিকে অংশগ্রহণ
১৯৪৮ সালে লন্ডন অলিম্পিকে ভারতীয় ফুটবল দলের হয়ে খেলতে গিয়েছিলেন শৈলেন মান্না। এই টুর্নামেন্টে ফ্রান্সের বিরুদ্ধে ভারত ২-১ ব্যবধানে হেরে গিয়েছিল।
/indian-express-bangla/media/media_files/2025/09/01/sailen-manna-5-2025-09-01-15-18-49.jpg)
এশিয়ান গেমসে সোনা জয়
তবে ১৯৫১ সালে আয়োজিত এশিয়ান গেমসে শৈলেন মান্নার নেতৃত্বে ভারতীয় ফুটবল দল সোনার পদক জয় করেছিল। পাশাপাশি, ১৯৫২ থেকে ১৯৫৬ সাল পর্যন্ত টানা চার বছর চতুর্দেশীয় টুর্নামেন্ট জিতেছিলেন তিনি।
/indian-express-bangla/media/media_files/2025/09/01/sailen-manna-6-2025-09-01-15-18-49.jpg)
সেরা অধিনায়ক
১৯৫৩ সালে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন শৈলেন মান্নাকে একটি বিশেষ খেতাব দিয়েছিল। বিশ্বের সেরা ১০ অধিনায়কের তালিকায় নাম রাখা হয়েছিল বাংলার এই বাঘা ফুটবলারের। ব্যাপারটা নিয়ে সেইসময় যথেষ্ট মাতামাতি হয়েছিল।
/indian-express-bangla/media/media_files/2025/09/01/sailen-manna-7-2025-09-01-15-18-49.jpg)
জীবনের সবথেকে বড় দুঃখ
লন্ডন অলিম্পিকে ফ্রান্সের বিরুদ্ধে প্রথম পেনাল্টি কিক মিস করেছিলেন তিনি। দ্বিতীয় পেনাল্টির সময় তিনি আর সুযোগ নিতে চাননি। আবারও পেনাল্টি মিস করার ভয় পেয়েছিলেন। সূত্রের খবর, এই দুঃখটা তিনি আজীবন ভুলতে পারেননি।