New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/02/IPL_.jpg)
আইপিএলে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির চিয়ারলিডারদের বেতন আলাদা (আইপিএল ওয়েবসাইট)
চিয়ারলিডার ছাড়া আইপিএল কি ভাল লাগে? ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হওয়া ইস্তক এর সেনসেক্স আরও বাড়িয়ে দিয়েছেন চিয়ারলিডাররা। শুধু আয় করতেই নয়, তাঁদেরও কিন্তু আবেগ রয়েছে। কলকাতা নাইটরাইডার্স হেরে যাওয়ার পরে কান্নায় ভেঙে পড়েছিলেন কেকেআর চিয়ারলিডাররা। ফ্র্যাঞ্চাইজি-ভেদে চিয়ারলিডারদের বেতন, আয় বিভিন্ন। আটটি ফ্র্যাঞ্চাইজির চিয়ারলিডারদের বার্ষিক বেতন এবং ম্যাচ পিছু আয় তুলে ধরা হল। কলকাতা নাইটরাইডার্স —বার্ষিক আয় — ১২ লাখ টাকা। প্রতি ম্যাচে আয় ২০ হাজার টাকা। বোনাস বাবদ — ১০ হাজার টাকা। রাজস্থান রয়্যালস — বার্ষিক আয় — ৩.৩ লাখ টাকা। প্রতি ম্যাচে আয় — ১২ হাজার টাকা। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর— বার্ষিক আয় — ৫.৪ লাখ। প্রতি ম্যাচে আয় — ১৬ হাজার টাকা। বোনাস বাবদ — ৩,৪০০ টাকা। সানরাইজার্স হায়দরাবাদ — বার্ষিক আয় — ২.৬ লক্ষ টাকা। প্রতি ম্যাচে আয় — ১০ হাজার টাকা। মুম্বই ইন্ডিয়ান্স — বার্ষিক আয় — ৮.৫ লাখ টাকা। প্রতি ম্যাচে আয় — ১৬ হাজার টাকা। বোনাস বাবদ— ৬,৯০০ টাকা। চেন্নাই সুপার কিংস— বার্ষিক আয়— ২.৬ লাখ টাকা। প্রতি ম্যাচে আয় — ১০ হাজার টাকা। কিংস ইলেভেন পঞ্জাব — বার্ষিক আয় — ২.৬ লাখ টাকা। প্রতি ম্যাচে আয় ১০ হাজার টাকা। বোনাস বাবদ ৩,৪০০ টাকা। দিল্লি ক্যাপিটালস — বার্ষিক আয়— ২.৬ লাখ টাকা। প্রতি ম্যাচে আয় — ১০ হাজার টাকা। আইপিএলে চিয়ারলিডাররা যা পান, পরিশ্রম বিচার্য হলে টাকার অঙ্কে অনেকটাই কম পান বিভিন্ন দেশ থেকে আসা চিয়ারলিডাররা