-
কেকেআরের তারকা ক্রিকেটার কী শচীন তেন্ডুলকরের প্রেমে পড়েছেন? এমন জল্পনাই ছড়িয়ে পড়ল। তা-ও আবার ভ্যালেন্টাইন্স দিনেই।
-
শুবমান নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তাঁর নতুন কেনা রেঞ্জ রোভারের ছবি দিয়েছিলেন।
-
টানা একের পর এক নজরকাড়া পারফরম্যান্স মেলে ধরেছেন। সেই কারণে শুবমান এবার উপহার দিয়েছেন নিজেকেই- দামি রেঞ্জ রোভার।
-
ক্যাপশনে শুবমান গিল পাঞ্জাবিতে লিখেছিলেন, থাল্লে মেরে রেঞ্জ আখ বাজ নালে তেজ!
-
ছবিতে শুবমানকে দেখা গিয়েছে গাড়ির পাশে দাঁড়িয়ে থাকতে।
-
তারপরেই শুভেচ্ছার বন্যায় ভেসে যান তিনি।
-
হাজার হাজার শুভেচ্ছা প্রেরকদের মধ্যেই ছিলেন সারা তেন্ডুলকর। কিংবদন্তি শচীনের মেয়ে।
-
সারা কমেন্টে লিখেছিলেন, কনগ্র্যাচুলেশন!
-
সারার কমেন্টের পরে শুবমান গিল কমেন্ট করেন, অনেক ধন্যবাদ। সেই পালটা কমেন্টের মধ্যেই শুবমান গিল হার্ট সাইন জুড়ে দেন।
-
এখানেই আবার হাজির হয়ে যান হার্দিক পাণ্ডিয়া। তিনি আবার লেগপুল করেন সতীর্থকে। হার্দিক এরপরে সতীর্থকে টিজ করে লেখেন, মোস্ট ওয়েলকাম ফ্রম হার। কমেন্টের সঙ্গে একটি ইমোজিও জুড়ে দেন তারকা অলরাউন্ডার।
এমন কমেন্ট, পালটা কমেন্টের মাঝেই গুঞ্জন উঠেছে, তাহলে কী শুবমনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন সারা তেন্ডুলকর। -
এর আগে একাধিক প্রচারমাধ্যমে লেখা হয়েছিল সুদর্শন শুবমান গিলের প্রেমে পড়েছিলেন শাহরুখ কন্যা সুহানাও।
-
কেকেআরের জার্সিতে তারকা ক্রিকেটার তিনি। বেগুনি জার্সিতে তিনি ধারবাহিকভাবে গত মরশুমে পারফরম্যান্স করেছেন শুবমান।
-
১৪ ম্যাচে তাঁর সংগ্রহে ছিল ২৯৬ রান।
-
অনেক বিশেষজ্ঞই তাঁকে ভবিষ্যতের তারকা হিসেবে চিহ্নিত করেছেন।
-
আইপিএল ছাড়াও এ দলের জার্সিতে শুবমানের দুরন্ত পারফরম্যান্সের সৌজন্যে নির্বাচকরা চলতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টের সিনিয়র স্কোয়াডেও রেখেছেন।
-
তাঁর সঙ্গেই এবার কিনা প্রেমের গুঞ্জন শচীন-কন্যার
শচীন-কন্যার প্রেমে পড়লেন নাইট সুপারস্টার শুবমান? ছবিতে রইল জল্পনার কারণ
কেকেআরের জার্সিতে তারকা ক্রিকেটার তিনি। বেগুনি জার্সিতে তিনি ধারবাহিকভাবে গত মরশুমে পারফরম্যান্স করেছেন শুবমান।অনেক বিশেষজ্ঞই তাঁকে ভবিষ্যতের তারকা হিসেবে চিহ্নিত করেছেন।
Web Title: Sara tendulkar instagram post shubman gill comment love emoji