Shahid Afridi Controversy: সত্যিই কুকুরের মাংস খান শাহিদ আফ্রিদি? গোপন কথা ফাঁস করলেন ইরফান পাঠান
Shahid Afridi controversy: ক্রিকেট ময়দানে ইরফান এবং আফ্রিদের মধ্যে সম্পর্কটা যে একেবারে আদায়-কাঁচকলায় ছিল, সেটা আর নতুন করে বলে দেওয়ার দরকার পড়ে না। ২২ গজে লড়াইয়ের পাশাপাশি এই দুই ক্রিকেটার বাকযুদ্ধও যথেষ্ট শিরোনামে উঠে এসেছে।
Shahid Afridi controversy: ক্রিকেট ময়দানে ইরফান এবং আফ্রিদের মধ্যে সম্পর্কটা যে একেবারে আদায়-কাঁচকলায় ছিল, সেটা আর নতুন করে বলে দেওয়ার দরকার পড়ে না। ২২ গজে লড়াইয়ের পাশাপাশি এই দুই ক্রিকেটার বাকযুদ্ধও যথেষ্ট শিরোনামে উঠে এসেছে।
India vs Pakistan: সম্প্রতি টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠানের (Irfan Pathan) একটি ইন্টারভিউ প্রকাশ্যে এসেছে। এই সাক্ষাৎকারে ইরফান একাধিক অজানা গল্প শেয়ার করেছেন। তারমধ্যে একটা হল ২০০৬ সালে শাহিদ আফ্রিদির (Shahid Afridi) সঙ্গে চলন্ত বিমানে তাঁর ঝামেলা হয়েছিল।
2/7
আদায়-কাঁচকলায় সম্পর্ক
ক্রিকেট ময়দানে ইরফান এবং আফ্রিদের মধ্যে সম্পর্কটা যে একেবারে আদায়-কাঁচকলায় ছিল, সেটা আর নতুন করে বলে দেওয়ার দরকার পড়ে না। ২২ গজে লড়াইয়ের পাশাপাশি এই দুই ক্রিকেটার বাকযুদ্ধও যথেষ্ট শিরোনামে উঠে এসেছে। উল্লেখ্য, ক্রিকেট ময়দানে কিন্তু ইরফান পাঠানই বরাবর আফ্রিদিকে টেক্কা দিয়েছেন।
3/7
বিমানে ঝামেলা আফ্রিদি-ইরফানের
লাল্লনটপ-কে দেওয়া একটি ইন্টারভিউয়ে ইরফান পাঠান স্পষ্ট জানিয়ে দেন যে বিমানের মধ্যে আফ্রিদির সঙ্গে কেন তাঁর ঝামেলা হয়েছিল? ভারতীয় ক্রিকেট দলের এই প্রাক্তন অলরাউন্ডার জানান, ২০০৬ সালে আমরা একটি বিমানে চেপে করাচি থেকে লাহোর যাচ্ছিলাম। দুটো দলই একসঙ্গে যাত্রা করছিল। আমি চুপচাপ বসেই ছিলাম। আচমকা কোথা থেকে শাহিদ আফ্রিদি আসে এবং আমার মাথার চুলটা ঘেঁটে দেয়।
Advertisment
4/7
বোকা-বোকা আচরণ আফ্রিদির
এরপর হাসতে হাসতে জিজ্ঞেস করেছিল, 'তুমি কেমন আছ, সোনা?' আমি তখন পাল্টা প্রশ্ন করেছিলাম, 'তুমি কবে থেকে আবার আমার বাবা হলে?' আসলে, এটা শাহিদ আফ্রিদির একটা বোকা-বোকা আচরণ ছিল। কারণ, সেইসময় আমরা একে অপরের বন্ধু ছিলাম না।
5/7
ইরফানের পাশেই বসেছিলেন আবদুল রাজ্জাক
সঙ্গে ইরফান আরও যোগ করেন, 'এই ঘটনাটির সময় আমার ঠিক পাশেই বসেছিলেন আব্দুল রাজ্জাক। আমি ওঁকে প্রশ্ন করি, এখানে কীসের মাংস পাওয়া যায়? উনি আমাকে বেশ কয়েক প্রকার মাংসের ব্যাপারে বলেন। এরপর আমি প্রশ্ন করি, এখানে কি কুকুরের মাংস পাওয়া যায়? ওখানেই বসেছিল আফ্রিদি।
6/7
অবশেষে আসে কুকুরের মাংস প্রসঙ্গ
আমার প্রশ্ন শুনে রাজ্জাক চমকে ওঠেন। জানতে চান যে আমি কেন আচমকা এমন প্রশ্ন করছি। জবাবে খানিক কটাক্ষের সুরেই আমি বলি যে মনে হচ্ছে আফ্রিদি বোধহয় কুকুরের মাংস খেয়েছে। তাই অনেকক্ষণ ধরে ঘেউগেউ করছে। এরপর আর আফ্রিদি কিছু বলেনি।'
Advertisment
7/7
এক নজরে ইরফানের কেরিয়ার
ভারতীয় ক্রিকেট দলের হয়ে ইরফান পাঠান ২৯ টেস্ট ম্য়াচ খেলেছেন। এরমধ্যে তিনি ১,১০৫ রান করার পাশাপাশি ১০০ উইকেটও শিকার করেছেন। অন্যদিকে, ১২০ ওয়ানডে ম্য়াচে তিনি ১,৫৪৪ রান করেন এবং ১৭৩ ব্যাটারকে প্যাভিলিয়নে ফেরত পাঠান। এছাড়া ২৪ টি-২০ ম্য়াচে তিনি ১৭২ রান করার পাশাপাশি ২৮ উইকেট শিকার করেছেন।
Shahid Afridi Controversy: সত্যিই কুকুরের মাংস খান শাহিদ আফ্রিদি? গোপন কথা ফাঁস করলেন ইরফান পাঠান
Shahid Afridi controversy: ক্রিকেট ময়দানে ইরফান এবং আফ্রিদের মধ্যে সম্পর্কটা যে একেবারে আদায়-কাঁচকলায় ছিল, সেটা আর নতুন করে বলে দেওয়ার দরকার পড়ে না। ২২ গজে লড়াইয়ের পাশাপাশি এই দুই ক্রিকেটার বাকযুদ্ধও যথেষ্ট শিরোনামে উঠে এসেছে।
Shahid Afridi controversy: ক্রিকেট ময়দানে ইরফান এবং আফ্রিদের মধ্যে সম্পর্কটা যে একেবারে আদায়-কাঁচকলায় ছিল, সেটা আর নতুন করে বলে দেওয়ার দরকার পড়ে না। ২২ গজে লড়াইয়ের পাশাপাশি এই দুই ক্রিকেটার বাকযুদ্ধও যথেষ্ট শিরোনামে উঠে এসেছে।
অজানা গল্প শেয়ার ইরফান পাঠানের
India vs Pakistan: সম্প্রতি টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠানের (Irfan Pathan) একটি ইন্টারভিউ প্রকাশ্যে এসেছে। এই সাক্ষাৎকারে ইরফান একাধিক অজানা গল্প শেয়ার করেছেন। তারমধ্যে একটা হল ২০০৬ সালে শাহিদ আফ্রিদির (Shahid Afridi) সঙ্গে চলন্ত বিমানে তাঁর ঝামেলা হয়েছিল।
আদায়-কাঁচকলায় সম্পর্ক
ক্রিকেট ময়দানে ইরফান এবং আফ্রিদের মধ্যে সম্পর্কটা যে একেবারে আদায়-কাঁচকলায় ছিল, সেটা আর নতুন করে বলে দেওয়ার দরকার পড়ে না। ২২ গজে লড়াইয়ের পাশাপাশি এই দুই ক্রিকেটার বাকযুদ্ধও যথেষ্ট শিরোনামে উঠে এসেছে। উল্লেখ্য, ক্রিকেট ময়দানে কিন্তু ইরফান পাঠানই বরাবর আফ্রিদিকে টেক্কা দিয়েছেন।
বিমানে ঝামেলা আফ্রিদি-ইরফানের
লাল্লনটপ-কে দেওয়া একটি ইন্টারভিউয়ে ইরফান পাঠান স্পষ্ট জানিয়ে দেন যে বিমানের মধ্যে আফ্রিদির সঙ্গে কেন তাঁর ঝামেলা হয়েছিল? ভারতীয় ক্রিকেট দলের এই প্রাক্তন অলরাউন্ডার জানান, ২০০৬ সালে আমরা একটি বিমানে চেপে করাচি থেকে লাহোর যাচ্ছিলাম। দুটো দলই একসঙ্গে যাত্রা করছিল। আমি চুপচাপ বসেই ছিলাম। আচমকা কোথা থেকে শাহিদ আফ্রিদি আসে এবং আমার মাথার চুলটা ঘেঁটে দেয়।
বোকা-বোকা আচরণ আফ্রিদির
এরপর হাসতে হাসতে জিজ্ঞেস করেছিল, 'তুমি কেমন আছ, সোনা?' আমি তখন পাল্টা প্রশ্ন করেছিলাম, 'তুমি কবে থেকে আবার আমার বাবা হলে?' আসলে, এটা শাহিদ আফ্রিদির একটা বোকা-বোকা আচরণ ছিল। কারণ, সেইসময় আমরা একে অপরের বন্ধু ছিলাম না।
ইরফানের পাশেই বসেছিলেন আবদুল রাজ্জাক
সঙ্গে ইরফান আরও যোগ করেন, 'এই ঘটনাটির সময় আমার ঠিক পাশেই বসেছিলেন আব্দুল রাজ্জাক। আমি ওঁকে প্রশ্ন করি, এখানে কীসের মাংস পাওয়া যায়? উনি আমাকে বেশ কয়েক প্রকার মাংসের ব্যাপারে বলেন। এরপর আমি প্রশ্ন করি, এখানে কি কুকুরের মাংস পাওয়া যায়? ওখানেই বসেছিল আফ্রিদি।
অবশেষে আসে কুকুরের মাংস প্রসঙ্গ
আমার প্রশ্ন শুনে রাজ্জাক চমকে ওঠেন। জানতে চান যে আমি কেন আচমকা এমন প্রশ্ন করছি। জবাবে খানিক কটাক্ষের সুরেই আমি বলি যে মনে হচ্ছে আফ্রিদি বোধহয় কুকুরের মাংস খেয়েছে। তাই অনেকক্ষণ ধরে ঘেউগেউ করছে। এরপর আর আফ্রিদি কিছু বলেনি।'
এক নজরে ইরফানের কেরিয়ার
ভারতীয় ক্রিকেট দলের হয়ে ইরফান পাঠান ২৯ টেস্ট ম্য়াচ খেলেছেন। এরমধ্যে তিনি ১,১০৫ রান করার পাশাপাশি ১০০ উইকেটও শিকার করেছেন। অন্যদিকে, ১২০ ওয়ানডে ম্য়াচে তিনি ১,৫৪৪ রান করেন এবং ১৭৩ ব্যাটারকে প্যাভিলিয়নে ফেরত পাঠান। এছাড়া ২৪ টি-২০ ম্য়াচে তিনি ১৭২ রান করার পাশাপাশি ২৮ উইকেট শিকার করেছেন।