-
শোয়েব আখতারের সঙ্গে বীরেন্দ্র শেওয়াগের বাইশ গজে দুশমনির ইতিহাস কারোর অজানা নয়। সেই সম্পর্কেই ফের নয়া মাত্রা যোগ করলেন রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস।
-
বাইশ গজে শত্রুতা থাকলেও সম্প্রতি ইউটিউবে একাধিকবার শেওয়াগের প্রশংসা করতে দেখা গিয়েছিল। শোয়েব জানিয়ে দিয়েছিলেন, মাঠের বাইরে শেওয়াগের সঙ্গে তাঁর সম্পর্ক বেশ ভাল।
-
তবে শোয়েব আখতার এবার সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভুলেই আক্রমণ করে বসলেন ভারতীয় কিংবদন্তি ব্যাটসম্যানকে।
-
শেওয়াগ ২০১৬ সালে জানিয়েছিলেন, খেলোয়াড় জীবনে মোটেই ভারতের এত প্রশংসা করতে দেখা যায়নি শোয়েবকে। স্রেফ উপার্জনের জন্য়ই ভারতের প্রশংসায় মেতেছেন শোয়েব।
-
তারই পালটা হিসেবে নিজের ইউটিউব চ্যানেলকে বেছে নিলেন পাকিস্তানের প্রাক্তন স্পিডস্টার।
-
বুধবার শোয়েব নিজের ইউটিউব চ্যানেলে বলেন, "একটা ভিডিও ভাইরাল হয়েছে। এটা আমার বন্ধু শেওয়াগের পুরনো ভিডিও। প্রত্যেকেই জানে শেওয়াগ ভীষণই সাধাসিধে। এবং হালকা ছলেই কথাবার্তা বলে। তবে ও বলেছে, টাকার প্রয়োজনে শোয়েব ভারতের প্রশংসা করে।"
-
এখানেই না থেমে বিস্ফোরক ভঙ্গিতে শেওয়াগকে বার্তা দিয়ে সুপারস্টার পেসার জানিয়েছেন, "আমার যা মাল (অর্থ) রয়েছে তত তোমার বাল (চুল)-ও নেই। যদি তোমার এত ফ্যান ফলোয়িং না থাকে, তাহলে বুঝে যাও। শোয়েব আখতার হতে আমার ১৫ বছর লেগেছে।"
-
পাশাপাশি পাক পেসারের আরও সংযোজন, "হ্যাঁ, ভারতেও আমার বিশাল সমর্থক রয়েছে। তবে ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ানডে-তে খারাপ খেলার পরে সমালোচনাও করেছি।"
-
তবে শেওয়াগকে তিনি যে সরাসরি আক্রমণ করছেন না, তা স্পষ্ট করে দিয়েছেন একটু পরেই। নিজের ইউটিউব ভিডিওতে তিনি আরও বলেছেন, "যাইহোক, আমি কিন্তু পুরোটাই মজা করে বলেছি। প্লিজ এটাকে জোক হিসেবেই নে। বীরু এটা কিন্তু জোক ছিল।"
-
শোয়েবের পালটা হিসেবে এখন নজফগড়ের নবাব কিছু বলেন কিনা, সেটাই দেখার।
