/indian-express-bangla/media/media_files/2025/10/28/shreyas-iyer-9-2025-10-28-23-02-18.jpg)
বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি ভাইরাল হয়েছে
/indian-express-bangla/media/media_files/2025/10/28/shreyas-iyer-2-2025-10-28-23-02-18.jpg)
শ্রেয়সের চোট
India vs Australia: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে ম্য়াচ খেলতে নেমেছিলেন শ্রেয়স আইয়ার। এই ম্য়াচে একটি ক্যাচ নিতে গিয়ে মারাত্মক চোট পান শ্রেয়স আইয়ার। এরপর কোনওক্রমে তাঁকে মাঠ থেকে বের করে নিয়ে যাওয়া হয়নি।
/indian-express-bangla/media/media_files/2025/10/28/shreyas-iyer-6-2025-10-28-23-02-18.jpg)
সিডনির হাসপাতালে ভর্তি
অবশেষে গত ২৭ অক্টোবর জানা গিয়েছে, তাঁকে সিডনির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভ্যন্তরীণ রক্তপাতের কারণে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছিল। সেকারেণে তাঁকে ICU-তে ভর্তি করা হয়। এই খবর ভারতীয় ক্রিকেট সমর্থকদের টেনশন অনেকটাই বাড়িয়ে দিয়েছিল। তবে এবার শ্রেয়সের নতুন হেলথ আপডেট প্রকাশ্যে এসেছে।
/indian-express-bangla/media/media_files/2025/10/28/shreyas-iyer-3-2025-10-28-23-02-18.jpg)
শ্রেয়সকে নিয়ে নয়া আপডেট
ইতিমধ্যে শ্রেয়স আইয়ারের শারীরিক অবস্থা আচমকাই অবনতি ঘটে। আর সেকারণেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এই ব্যাপারে BCCI একটি নয়া আপডেট দিয়েছে। চিকিৎসকরা শ্রেয়সের চোটের উপর কড়া নজর রেখেছে।
/indian-express-bangla/media/media_files/2025/10/28/shreyas-iyer-4-2025-10-28-23-02-18.jpg)
আগের থেকে ভাল আছেন
তবে স্বস্তির খবর, আগের তুলনায় অনেকটাই ভাল রয়েছেন তিনি। ক্রিকবাজের একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, টিম ইন্ডিয়ার তারকা ব্যাটারকে আপাতত ICU থেকে বের করে আনা হয়েছে। এই আইসিইউ-এর খবর শ্রেয়স সমর্থকদের ব্যাপক চিন্তায় ফেলে দিয়েছিল।
/indian-express-bangla/media/media_files/2025/10/28/shreyas-iyer-5-2025-10-28-23-02-18.jpg)
বিপদসীমার বাইরে শ্রেয়স
কিন্তু, এবার আর দুশ্চিন্তার কোনও কারণ নেই। শ্রেয়স আপাতত বিপদসীমার বাইরে চলে এসেছেন। আশা করা হচ্ছে, শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, বিসিসিআই শ্রেয়সকে তাঁর মা-বাবার সঙ্গে দেখা করানোর পূর্ণ বন্দোবস্ত করা হচ্ছে।
/indian-express-bangla/media/media_files/2025/10/28/shreyas-iyer-7-2025-10-28-23-02-18.jpg)
কতদিনে সম্পূর্ণ সুস্থ হবেন?
শ্রেয়স আইয়ারের শারীরিক অবস্থা আগের থেকে ভাল হলেও, এখনই তিনি হাসপাতাল থেকে ছুটি পাচ্ছেন না। এখনও কয়েকদিন তাঁকে হাসপাতালেই থাকতে হবে। কতটা দ্রুত তিনি সুস্থ হচ্ছেন, সেই ব্যাপারে কড়া নজর রাখছেন চিকিৎসকরা।
/indian-express-bangla/media/media_files/2025/10/28/shreyas-iyer-8-2025-10-28-23-02-18.jpg)
কবে ফিরবেন টিম ইন্ডিয়ায়?
আগামী মাসে ভারত (Indian Cricket Team) এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে ওয়ানডে সিরিজ আয়োজন করা হবে। এই সিরিজে শ্রেয়স যে খেলতে পারবেন না, সেটা মোটামুটি নিশ্চিত হয়েই গিয়েছে। আপাতত ঘোষণার অপেক্ষা। কারণ, এতটা দ্রুতও তিনি সুস্থ হতে পারবেন না। যদিও আগামী জানুয়ারি মাসে ভারত এবং নিউজিল্য়ান্ডের মধ্যে তিন ম্য়াচের ওয়ানডে সিরিজ আয়োজন করা হবে। এই সিরিজে শ্রেয়স কামব্যাক করতে পারেন কি না, সেটাই আপাতত দেখার।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us