/indian-express-bangla/media/media_files/2025/08/03/shubman-gill-record-6-2025-08-03-16-32-20.jpg)
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিল
/indian-express-bangla/media/media_files/2025/10/10/yashasvi-jaiswal-1-2025-10-10-18-56-59.jpg)
শেষ প্রথম দিনের খেলা
India vs West Indies: ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে দ্বিতীয় টেস্ট ম্য়াচটি দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে। প্রথম দিনের খেলা ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। প্রথম দিনের শেষে টিম ইন্ডিয়া(Indian Cricket Team) ২ উইকেট হারিয়ে ৩১৮ রান করেছে। টেস্ট ম্য়াচের প্রথম দিন ভারতীয় ব্যাটাররাই কার্যত রাজত্ব করেছে। যশস্বী জয়সওয়াল এবং সাই সুদর্শনের সামনে ক্যারিবিয়ান বোলাররা কার্যত দিশেহারা হয়ে পড়েন।
/indian-express-bangla/media/media_files/2025/10/10/shubman-gill-2025-10-10-18-56-59.jpg)
ভাল ছন্দে ছিলেন শুভমান
অধিনায়ক শুভমান গিলকেও যথেষ্ট ভাল ছন্দে দেখতে পাওয়া গিয়েছে। যদিও খেলা চলাকালীন একটা বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য বেঁচে গেলেন শুভমান। ওয়েস্ট ইন্ডিজ উইকেটকিপারের সঙ্গে তাঁর ভয়ঙ্কর ধাক্কাধাক্কি হয়। দুজনেই বেশ কিছুক্ষণ যন্ত্রণায় কাতরাতে থাকেন।
/indian-express-bangla/media/media_files/2025/10/10/shubman-gill-1-2025-10-10-18-56-59.jpg)
দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন শুভমান
আসলে ভারতীয় ইনিংসের ৮৫ ওভারে এই ঘটনাটি ঘটে। ওভারের পঞ্চম বলে যশস্বী একটি শট খেলেন। দুই ব্যাটারই রান নেওয়ার জন্য দৌড়তে শুরু করেন। রান নেওয়ার সময় শুভমান সজোরে দৌড়োন। স্টাম্প টপকে তিনি সোজা সামনের দিকে এগিয়ে যান। আর সেইসঙ্গে তিনি উইকেটকিপার টেবিন ইমলাচকে সজোরে ধাক্কা মারেন। ভারতীয় অধিনায়কের মাথা ইমলাচের শরীরের মধ্যে ঢুকে যায়। এরপর তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
/indian-express-bangla/media/media_files/2025/10/10/imlach-2025-10-10-18-56-59.jpg)
অস্বস্তিতে পড়েন ইমলাচও
এরপর ইমলাচকেও যথেষ্ট অস্বস্তিতে দেখতে পাওয়া যায়। দুর্ঘটনার পরই ফিজিও দৌড়ে মাঠে আসেন। মাঠের মধ্যেই বেশ খানিকক্ষণ দুই ক্রিকেটারের চিকিৎসা করা হয়। সকলেই একবাক্যে স্বীকার করছেন, গিল এবং ইমলাচ দুজনেই বড়সড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গিয়েছেন।
/indian-express-bangla/media/media_files/2025/10/10/shubman-toss-2025-10-10-18-56-59.jpg)
প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত ভারতের
প্রসঙ্গত এই ম্য়াচে টস জেতার পর ভারতীয় ক্রিকেট দল প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। শুরুটা বেশ ভালই করেন যশস্বী জয়সওয়াল এবং কেএল রাহুল। প্রথম উইকেটে তাঁরা ৫৮ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। রাহুল ৩৮ রান করে আউট হয়ে যান।
/indian-express-bangla/media/media_files/2025/10/10/sai-sudharsan-2025-10-10-17-40-46.jpg)
হাফসেঞ্চুরিতে নজর কাড়লেন সুদর্শনও
এরপর তিন নম্বরে ব্য়াট করতে নামেন সাই সুদর্শন। এই ম্য়াচে সুদর্শনকে দুর্দান্ত ছন্দে দেখতে পাওয়া যাচ্ছিল। তাঁর ব্যাট থেকে একের পর এক নজরকাড়া শট দেখতে পাওয়া যায়। ১৬৫ বল খেলে তিনি ৮৭ রান করেন। এই ইনিংসে ১২ বাউন্ডারি হাঁকান তিনি।
/indian-express-bangla/media/media_files/2025/10/10/yashasvi-jaiswal-2-2025-10-10-18-56-59.jpg)
ডাবল সেঞ্চুরির পথে যশস্বী
তবে যশস্বী আরও একবার নিজের যোগ্যতার প্রতি সুবিচার করলেন। দিনের শেষে তিনি ১৭৩ রানে অপরাজিত রয়েছেন। ২২ বাউন্ডারি হাঁকালেও তিনি কোনও ছক্কা হাঁকাননি। ম্য়াচের দ্বিতীয় দিন তিনি দ্বি-শতরান হাঁকাতে পারেন কি না, আপাতত সেটাই।