/indian-express-bangla/media/media_files/2025/10/20/shubman-gill-10-2025-10-20-19-18-49.jpg)
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিল
/indian-express-bangla/media/media_files/2025/10/20/shubman-gill-11-2025-10-20-19-19-22.jpg)
পরাজয় ভারতের
Indian Cricket Team: ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia) প্রথম ওয়ানডে ম্য়াচটি পারথের অপটাস স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচে টিম ইন্ডিয়া ৭ উইকেটে হেরে গিয়েছে। ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে প্রথম ম্য়াচটা শুভমান গিলের কাছে দুঃস্বপ্নের থেকে কোনও অংশে কম ছিল না। না তাঁর ব্যাট গর্জন করেছে, আর না অধিনায়কত্বেও কোনও ঝাঁঝ দেখতে পাওয়া গিয়েছে।
/indian-express-bangla/media/media_files/2025/10/20/mohammed-kaif-2025-10-20-19-20-01.jpg)
মহম্মদ কাইফ
দলের প্রথম একাদশ নিয়ে ইতিমধ্যে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। পারথে পরাজয়ের পর টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ একহাত নিলেন শুভমান গিলকে। আর সেইসঙ্গে তিনি জানিয়ে দেন, বোলারদের ব্যর্থতায় ভারত এই ম্য়াচটা হেরে গিয়েছে।
/indian-express-bangla/media/media_files/2025/10/20/harshit-rana-2025-10-20-19-20-37.jpg)
হর্ষিতকে তুলোধনা কাইফের
নিজের ইউটিউব চ্যানেলে মহম্মদ কাইফ বললেন, 'এই দলে অধিকাংশ ক্রিকেটারই পার্ট-টাইম বোলিং করে। নীতীশ রেড্ডি একজন কমপ্লিট বোলার নন। এমনকী, সুন্দরও এই উইকেটে কোনও নজর কাড়তে পারেননি। হর্ষিত রানা নিজের উপরেই যথেষ্ট হতাশ হবেন। এই ম্য়াচে কম স্কোর হলেও, বোলারদের কাছে ম্যাচের রং বদলানোর সুবর্ণ সুযোগ ছিল। কিন্তু, এরা আর কবে দায়িত্ব গ্রহণ করবে? শুধুমাত্র বুমরাহ এবং শামির থেকে তো প্রত্যাশা করা ঠিক নয়।'
/indian-express-bangla/media/media_files/2025/10/20/shubman-2-2025-10-20-19-21-14.jpg)
তোপ শুভমানকেও
এমনকী, শুভমান গিলের অধিনায়কত্ব নিয়ে একাধিক প্রশ্ন তুললেন মহম্মদ কাইফ। তিনি বললেন, 'অধিনায়ক হিসেবে গিলেরও এখানে অগ্নিপরীক্ষা ছিল। ও কুলদীপ যাদবকে খেলাল না। ও একজন উইকেট শিকারী। ও নিজের যথাসাধ্য চেষ্টা করে। কিন্তু, এই গুরুত্বপূর্ণ বিষয়টা শুভমানের নজর এড়িয়ে যায়। অস্ট্রেলিয়ার হয়ে তিনটে ফরম্য়াটেই দুর্দান্ত পারফরম্য়ান্স করেছেন শেন ওয়ার্ন। কুলদীপকে না খেলানোর ব্যাপারে আমি যথেষ্ট হতাশ। কুহেনম্য়ান ২ উইকেট শিকার করেছেন। আর কুলদীপকে রিজার্ভ বেঞ্চে বসিয়ে কোয়ালিটির পরিবর্তে কোয়ান্টিটিকে গুরুত্ব দেওয়া হল।'
/indian-express-bangla/media/media_files/2025/10/15/rohit-sharma-and-virat-kohli-1-2025-10-15-10-57-03.jpg)
ব্যাটিং ব্যর্থতা ভারতের
প্রথম ওয়ানডে ম্য়াচে টিম ইন্ডিয়ার পারফরম্য়ান্স একেবারে নজর কাড়তে পারেনি। বৃষ্টি বিঘ্নিত এই ম্য়াচে ভারতীয় ক্রিকেট দল প্রথমে ব্যাট করতে নামে এবং ২৬ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১৩৬ রান করতে পারে। ব্যাট হাতে চূড়ান্ত ফ্লপ হয়ে যান রোহিত শর্মা এবং বিরাট কোহলি। অন্যদিকে, শ্রেয়স আইয়ার এবং শুভমান গিলের অবস্থাও তথৈবচ! শুরুটা ভাল করেছিলেন কেএল রাহুল এবং অক্ষর প্যাটেল। কিন্তু, সেই সুবিধা তারা গ্রহণ করতে পারেননি।
/indian-express-bangla/media/media_files/2025/10/20/shubman-gill-12-2025-10-20-19-22-31.jpg)
সহজ জয় ক্যাঙারুদের
মার্শের অপরাজিত ৪৬ এবং জস ফিলিপের ৩৭ রানের দৌলতে ক্যাঙারু দল হাসতে-হাসতে ২১.৩ ওভারের মধ্যে তিন উইকেট হারিয়ে জয় হাসিল করে নেয়। পারথের উইকেটে ভারতীয় বোলারদের কার্যত অসহায় দেখাচ্ছিল। আর এই অ্যাডভান্টেজটাই নেয় অজি ব্যাটাররা। সিরিজের দ্বিতীয় ম্য়াচ আগামী ২৩ অক্টোবর অ্যাডিলেডে খেলা হবে।