/indian-express-bangla/media/media_files/2025/08/18/shubman-gill-9-2025-08-18-17-07-11.jpg)
ওয়ানডে ক্রিকেটে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিতে পারেন শুভমান গিল
/indian-express-bangla/media/media_files/2025/09/07/indian-cricket-team-10-2025-09-07-18-28-09.jpg)
ভারত বনাম অস্ট্রেলিয়া
India vs Australia: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন ওয়ানডে এবং টি-২০ সিরিজের জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াড আর কিছুক্ষণের মধ্যেই ঘোষণা করা হবে। তবে এই ঘোষণার আগে একটি বড়সড় খবর ফাঁস হয়ে গিয়েছে। ভারতীয় টেস্ট ক্রিকেটের পর এবার ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়কত্বও শুভমান গিলের হাতে তুলে দেওয়া হতে পারে। ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত একটি খবর অনুসারে, রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে এই ওয়ানডে স্কোয়াডে রাখা হবে। যদিও শুভমান টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিতে পারে।
/indian-express-bangla/media/media_files/2025/10/04/rohit-sharma-2-2025-10-04-10-18-59.jpg)
টিম মিটিংয়ে অনুপস্থিত রোহিত
এই খবরে সিলমোহর আপাতত সময়ের অপেক্ষা। কারণ জানা গিয়েছে যে টিম মিটিংয়ে রোহিত শর্মাকে ডাকা হয়নি। যদিও ভারতীয় ক্রিকেট দলের কোচ গৌতম গম্ভীর এবং শুভমান গিল এই বৈঠকে উপস্থিত ছিলেন। শুভমানকে কেন টিম ইন্ডিয়ার আগামী ওয়ানডে অধিনায়ক হিসেবে নির্বাচন করা হচ্ছে, তা একেবারেই স্পষ্ট। ২০২৭ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের কথা মাথায় রেখে টিম ইন্ডিয়া এখন থেকে প্রস্তুতি শুরু করতে চায়। আর সেকারণেই গিলকে টিম মিটিংয়ে উপস্থিত থাকতে বলা হয়েছিল।
/indian-express-bangla/media/media_files/2025/09/26/virat-kohli-2025-09-26-17-58-07.jpg)
ক্রিকেটার হিসেবে খেলবেন রোহিত-বিরাট
অধিনায়কত্বের ব্য়াটন রোহিত শর্মার হাত থেকে শুভমান গিল গ্রহণ করবেন। যদিও ওয়ানডে ক্রিকেট স্কোয়াডে রোহিত এবং বিরাট দুজনকেই রাখা হবে। তাঁরা দুজনেই শুভমান গিলের নেতৃত্বে খেলতে নামবেন। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত এই দুই ক্রিকেটার খেলতে পারবেন কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।
/indian-express-bangla/media/media_files/2025/10/01/shubman-gill-8-2025-10-01-21-50-07.jpg)
অধিনায়ক হিসেবে শুরুটা দুর্দান্ত হয়েছে শুভমানের
টিম ইন্ডিয়ার অধিনায়ক হিসেবে ইতিমধ্যে যথেষ্ট নজর কেড়েছেন শুভমান গিল। গত জুন মাসে আয়োজিত ইংল্যান্ড সিরিজে তাঁর হাতে টেস্ট ক্রিকেট দলের অধিনায়কত্ব তুলে দেওয়া হয়েছিল। এই সিরিজে টিম ইন্ডিয়া ২-২ ব্যবধানে ড্র করে।
/indian-express-bangla/media/media_files/2025/10/02/shubman-gill-and-roston-chase-2025-10-02-00-24-04.jpg)
বাজিমাত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও
এরপর দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও দুই ম্য়াচের টেস্ট সিরিজে ভারত ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে। অর্থাৎ, এখনও পর্যন্ত ৬ টেস্ট ম্য়াচের মধ্যে শুভমানের নেতৃত্বে ভারত তিনটেয় জয়লাভ করেছে। আর একটা ড্র হয়েছে। পাশাপাশি অধিনায়ক হওয়ার পর তিনি ব্যাট হাতে এই ৬ টেস্ট ম্য়াচে মোট ৮০৪ রান করেছেন।
/indian-express-bangla/media/media_files/2025/04/21/TGW5XpVeMDOwQd3AUKS3.jpg)
১৯ অক্টোবর থেকে শুরু হবে সিরিজ
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দল আগামী ১৯ অক্টোবর থেকে ওয়ানডে সিরিজ খেলতে নামবে। দ্বিতীয় ওয়ানডে ম্য়াচ আয়োজন করা হবে ২৩ অক্টোবর। তৃতীয় ম্য়াচটি ২৫ অক্টোবর। এরপর আগামী ২৯ অক্টোবর থেকে পাঁচ ম্য়াচের টি-২০ সিরিজ আয়োজন করা হবে। টি-২০ ক্রিকেট দলকে নিঃসন্দেহে সূর্যকুমার যাদব নেতৃত্ব দেবেন। চোটের কারণে হার্দিক পান্ডিয়া এই সফরে যেতে পারবেন কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।