/indian-express-bangla/media/media_files/2025/08/03/shubman-gill-record-5-2025-08-03-16-32-20.jpg)
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিল
/indian-express-bangla/media/media_files/2025/06/20/indian-cricket-team-2025-06-20-14-08-10.jpg)
ভারত বনাম ইংল্য়ান্ড
Shubman Gill: দ্য ওভালে আয়োজিত ভারত বনাম ইংল্য়ান্ড (India vs England) টেস্ট ম্য়াচ আপাতত যথেষ্ট রোমাঞ্চকর জায়গায় এসে দাঁড়িয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে পঞ্চম দিনের খেলা। অন্তিম টেস্ট ম্য়াচে কোন দল জয়লাভ করবে, তা নিয়ে ইতিমধ্যে জল্পনা শুরু হয়ে গিয়েছে।
/indian-express-bangla/media/media_files/2025/07/19/shubman-gill-captain-2025-07-19-19-47-40.jpg)
ইতিহাস গড়ার সুযোগ
ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) অধিনায়ক শুভমান গিলের সামনে ইতিহাস গড়ার সুযোগ রয়েছে। ভারতীয় টেস্ট ক্রিকেটে এমন রেকর্ড ইতিপূর্বে কেউ কখনও গড়তে পারেননি। যদিও রাস্তাটা একেবারেই সহজ নয়।
/indian-express-bangla/media/media_files/2025/07/06/shubman-2025-07-06-22-43-12.jpg)
আজ পর্যন্ত অধরা এই রেকর্ড
ভারতীয় ক্রিকেট দল ১৯৩২ সালে প্রথম টেস্ট ম্য়াচ খেলতে নেমেছিল। তারপর থেকে আজ পর্যন্ত টিম ইন্ডিয়া কখনও বিদেশের মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে শেষ ম্য়াচটা জিততে পারেনি। তথ্যটা খুব আশ্চর্য্য শোনালেও, এটাই চরম সত্যি। এই টেস্ট ম্য়াচ যখন শুরু হয়েছিল, তখন থেকেই টিম ইন্ডিয়া যথেষ্ট ব্যাকফুটে ছিল। আর এখন তো জয়ের সম্ভাবনা আরও কমে গিয়েছে।
/indian-express-bangla/media/media_files/2025/08/03/shubman-gill-record-1-2025-08-03-16-32-20.jpg)
রেকর্ড গড়তে পারবেন শুভমান?
কিন্তু, ইংল্যান্ড যদি ৩৫ রান করার আগে টিম ইন্ডিয়ার বোলাররা ৪ উইকেট শিকার করতে পারে, তাহলে একটা নয়া রেকর্ড কায়েম হবে। যে কাজটা আজ পর্যন্ত টেস্ট ক্রিকেটে কোনও ভারতীয় ক্রিকেট অধিনায়ক করতে পারেননি, সেটাই করে দেখাবেন শুভমান গিল। শেষপর্যন্ত টিম ইন্ডিয়া এই ম্য়াচে জয়লাভ করতে পারে কি না, সেটাই দেখার।
/indian-express-bangla/media/media_files/2025/08/03/indian-cricket-team-9-2025-08-03-19-03-58.jpg)
ইংল্যান্ডের চাই ৩৫ রান, টিম ইন্ডিয়ার দরকার ৪ উইকেট
পঞ্চম টেস্ট ম্য়াচের শেষদিন একদিকে ইংল্যান্ডের সামনে জয়ের জন্য দরকার মাত্র ৩৫ রান, সেই জায়গায় ভারতের এই ম্যাচে জিততে চাই ৪ উইকেট। একটা সময় মনে হচ্ছিল, ম্যাচটা চতুর্থ দিনই হয়ত শেষ হয়ে যাবে। কিন্তু, খারাপ আলোর কারণে খেলা বন্ধ করে দেওয়া হয়। সেকারণে শেষ দিনে এই ম্য়াচের মেয়াদ গড়িয়েছে।
/indian-express-bangla/media/media_files/2025/07/06/indian-cricket-team-3-2025-07-06-22-40-51.jpg)
জয়ের দাবিদার দুই দলই
বর্তমানে পঞ্চম টেস্ট ম্য়াচটা এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে, যেখান থেকে দুটো দলই জয়ের লক্ষ্যে ঝাঁপাতে পারে। তবে ইংল্যান্ডের পাল্লা যে সামান্য হলেও ভারী, সেকথা বলা যেতেই পারে।
/indian-express-bangla/media/media_files/2025/08/04/joe-root-ind-vs-eng-2025-08-04-08-59-13.jpg)
শেষদিন সুবিধা পাবে ইংল্যান্ড?
যদি চতুর্থ দিনই এই ম্য়াচ আরও কিছুক্ষণ চলত, তাহলে টিম ইন্ডিয়ার সামনে জয়ের দরজা সামান্য হলেও ফাঁক হত। যখন চতুর্থ দিনের খেলা শেষ করা হয়, সেইসময় ভারতীয় ক্রিকেট দল যথেষ্ট ভাল ছন্দে ছিল। ইংল্যান্ডের উপর ছিল যথেষ্ট প্রেসার। কিন্তু, পঞ্চম দিনের খেলা শুরু হওয়ার আগে উইকেটের উপর রোলার চালানো হবে। সেক্ষেত্রে ইংল্যান্ড এক্সট্রা অ্যাডভান্টেজ পাবে। যদিও ভারত দ্বিতীয় নতুন বল হাতে পাবে, কিন্তু তাদের ৩ ওভার অপেক্ষা করতে হবে।