/indian-express-bangla/media/media_files/2025/10/06/smriti-mandhana-6-2025-10-06-17-46-13.jpg)
ভারতীয় মহিলা ক্রিকেট দলের সহ অধিনায়ক স্মৃতি মান্ধানা
/indian-express-bangla/media/media_files/2025/10/06/smriti-mandhana-2025-10-06-17-46-13.jpg)
স্মৃতি মান্ধানা
ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা ব্যাটার স্মৃতি মান্ধানা এখনও পর্যন্ত চলতি মহিলা ক্রিকেট বিশ্বকাপে একটাও বড় রানের ইনিংস খেলতে পারেননি। এই বিশ্বকাপে টিম ইন্ডিয়া প্রথম ম্য়াচ শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেছিল। সেই ম্য়াচে স্মৃতি মাত্র ৮ রান করে প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন। এরপর পাকিস্তানের বিরুদ্ধে ২৩ রান করে আউট হয়ে যান তিনি।
/indian-express-bangla/media/media_files/2025/10/06/smriti-mandhana-1-2025-10-06-17-46-13.jpg)
রেকর্ডের সুযোগ
তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে স্মৃতির সামনে একটা বড় রেকর্ড গড়ার সুযোগ রয়েছে। আগামী ম্য়াচেই তিনি ওয়ানডে ক্রিকেটে ৫,০০০ রানের মাইলফলক স্পর্শ করতে পারেন।
/indian-express-bangla/media/media_files/2025/10/06/smriti-mandhana-2-2025-10-06-17-46-13.jpg)
দরকার ৮১ রান
মহিলাদের একদিনের ক্রিকেটে ৫,০০০ রান করার জন্য স্মৃতি মান্ধানাকে আর ৮১ রান করতে হবে। যদি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনি ৮১ রান করতে পারেন, তাহলে এই মাইলফলক স্পর্শ করতে পারবেন।
/indian-express-bangla/media/media_files/2025/10/06/smriti-mandhana-3-2025-10-06-17-46-13.jpg)
দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার
উল্লেখ্য, বিশ্বের পঞ্চম এবং ভারতের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে স্মৃতি এই কৃতিত্ব অর্জন করবেন। ইতিপূর্বে এই রেকর্ডটি ভারতের মিতালি রাজ, ইংল্যান্ডের শার্লেট এডওয়ার্ডস, নিউজিল্যান্ডের সুজি বেটস এবং ওয়েস্ট ইন্জিজের স্টেফানি টেলর অর্জন করেছেন। এই ৪ মহিলা ক্রিকেটার ওয়ানডে ফরম্য়াটে ৫,০০০+ রান করেছেন।
/indian-express-bangla/media/media_files/2025/10/06/mithali-raj-2025-10-06-17-46-13.jpg)
সর্বাধিক রানের রেকর্ড মিতালির দখলে
মহিলাদের ওয়ানডে ক্রিকেটে সর্বাধিক রানের রেকর্ড টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক মিতালি রাজের দখলে রয়েছে। তিনি ২৩২ ম্য়াচের ২১১ ইনিংসে ৫০.৬৮ ব্যাটিং গড়ে মোট ৭,৮০৫ রান করেছেন।
/indian-express-bangla/media/media_files/2025/10/06/most-runs-in-odi-cricket-2025-10-06-17-46-13.jpg)
দুই, তিন, চার...
দ্বিতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের শার্লেট এডওয়ার্ডস। তিনি ১৯১ ম্য়াচে মোট ৫,৯৯২ রান করেছেন। তিন নম্বরে রয়েছে সুজি বেটসের নাম। সুজি ১৭৩ ম্য়াচে করেছেন ৫,৮৯৬ রান। আর ৫,৮৭৩ রান নিয়ে চতুর্থ স্থানে দাঁড়িয়ে রয়েছেন স্টেফানি টেলর। এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন স্মৃতি। তিনি ৪,৯১৯ রান করেছেন।
/indian-express-bangla/media/media_files/2025/10/06/smriti-mandhana-4-2025-10-06-17-46-13.jpg)
ওয়ানডে ফরম্য়াটে স্মৃতির পরিসংখ্যান
ওয়ানডে ফরম্য়াটে স্মৃতি মান্ধানার পরিসংখ্যান যথেষ্ট ভাল। ২০১৩ সালে তিনি ওয়ানডে ক্রিকেটে ডেবিউ করেছিলেন। এখনও পর্যন্ত ১১০ ওয়ানডে ম্য়াচে ১৩ শতরান এবং ৩২ হাফসেঞ্চুরির দৌলতে ৪,৯১৯ রান করে ফেলেছেন। মহিলা ক্রিকেটে ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বাধিক শতরান শতরান হাঁকিয়েছেন স্মৃতি।
/indian-express-bangla/media/media_files/2025/10/06/smriti-mandhana-5-2025-10-06-17-46-13.jpg)
দ্রুততম ওয়ানডে শতরান
পুরুষ এবং মহিলা ক্রিকেট মিলিয়ে দ্রুততম ওয়ানডে শতরান স্মৃতির ব্যাট থেকেই বেরিয়ে এসেছে। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আয়োজিত ওয়ানডে সিরিজে ৫০ বলে শতরান করেন স্মৃতি। সেখানে বিরাট কোহলির ঝুলিতে ৫২ বলে শতরান করার রেকর্ড রয়েছে।