
মোহনবাগান ক্লাবের ইতিহাস প্রতিটি কোনায় (ছবি- শশী ঘোষ)

ক্লাবের প্রথম প্রেসিডেন্ট ভূপেন্দ্র নাথ বোস (উইকিপিডিয়া)

ক্লাবের ডাকনাম মেরিনার্স। মোহনবাগানই প্রথম ভারতীয় ক্লাব যাদের ম্যাসকট রয়েছে। ম্যাসকটের নাম বাগ্গু। (ছবি- শশী ঘোষ)

দেশের অন্যতম সফল ক্লাব মোহনবাগান। বহু কীর্তি গড়েছেন মোহনবাগানের ফুটবলাররা। যেমন ১৯১১ সালে প্রথম ভারতীয় ক্লাব হিসেবে ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে হারিয়ে শিল্ড জয় করে। মোহনবাগানই আবার প্রথম ভারতীয় ক্লাব যাদের দখলে ইউরোপীয় কোনও ক্লাবকে হারানোর নজির রয়েছে। (ছবি- শশী ঘোষ)

১৯৮৯ সালে প্রধানমন্ত্রী রাজীব গান্ধী জাতীয় ক্লাব আখ্যায় আখ্যায়িত করেন মোহনবাগানকে। (ছবি-উইকিপিডিয়া)

তিনবার জাতীয় লিগ জিতেছে মোহনবাগান। কলকাতা লিগ (৩০বার), ডুরান্ড কাপ (১৬বার), আইএফএ শিল্ড (২২বার) এবং একবার সুপার কাপ জেতার নজির রয়েছে মোহনবাগানের। (ছবি- শশী ঘোষ)

১৯২১ সালে রোভার্স কাপে প্রথম ভারতীয় দল হিসেবে অংশগ্রহণ করে মোহনবাগান। ১৯২৫ সালে সেনাবাহিনীর বাইরে প্রথম দল হিসেবে ডুরান্ড কাপে প্রতিনিধিত্ব করে পালতোলা নৌকার দল।ছবি- শশী ঘোষ)

প্রত্যেক বছর মোহনবাগান দিবসে মোহনবাগান রত্ন প্রদান করা হয় প্রাক্তন ফুটবলারদের। শৈলেন মান্না ছিলেন প্রথম মোহনবাগান রত্ন (উইকিপিডিয়া)

১৯৯৮ সালের ডাকটিকিটে গোষ্ঠ পাল (উইকিপিডিয়া)

কলকাতার প্রথম ক্লাব হিসেবে জাতীয় লিগ দখলের কৃতিত্বও মোহনবাগানের দখলে।

১৯৭৭ সালে প্রথম ক্লাব হিসেবে ত্রিমুকুট জেতে মোহনবাগান (আইএফএ শিল্ড, ডুরান্ড কাপ এবং ফেডারেশন কাপ)। (উইকিপিডিয়ার ছবিতে প্রথম শিল্ডজয়ী মোহনবাগান দল)

প্রথম ভারতীয় দল হিসেবে এশিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপে পরপর দু-বার অংশগ্রহণের কৃতিত্ব অর্জন করে সবুজ-মেরুন। (উইকিপিডিয়া)
