-
নিজের ৫০তম জন্মদিন স্মরণীয় হয়ে থাকল সৌরভ গঙ্গোপাধ্যায়ের। ইংল্যান্ডে পরিবার এবং অতিথিদের সঙ্গে এলাহি পার্টিতে মাতলেন মহারাজ। (ছবি: টুইটার)
-
জন্মদিনের ঠিক একদিন আগে সৌরভের প্রি-বার্থডে পার্টির আসর বসল লন্ডনের এক রেস্তোরাঁয়। যেখানে হাজির ছিলেন বন্ধু, সতীর্থ শচীন তেন্ডুলকর, বিসিসিআই সচিব জয় শাহ, ভাইস প্রেসিডেন্ট এবং আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা। (ছবি: টুইটার)
-
অন্য একটি ছবিতে দেখা যাচ্ছে সৌরভের বার্থডে কেক। যেখানে ‘হ্যাপি বার্থডে’-র সঙ্গেই বড়বড় করে লেখা রয়েছে ‘৫০’। (ছবি: টুইটার)
-
ভাইরাল হওয়া সেই বার্থডে সেলিব্রেশনের একটি ছবিতে দেখা যাচ্ছে শচীন এবং তাঁর স্ত্রী অঞ্জলির সঙ্গে সস্ত্রীক সৌরভ। (ছবি: টুইটার)
-
প্রাক জন্মদিন সেলিব্রেশন সেরে সৌরভ লন্ডনে মাঝরাতে দাপালেন রাজপথ। বলিউডি গানে জমিয়ে নাচলেন মেয়ে সানা, স্ত্রী ডোনার সঙ্গে। (ছবি: টুইটার)
-
১৯৯২ সালে জাতীয় দলে অভিষেক। তারপরে আচমকাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছিটকে যেতে হয়। ১৯৯৬-এ পুনরায় টিম ইন্ডিয়ায় কামব্যাক করেন। (ছবি: টুইটার)
-
২০০০-এ গড়াপেটা কেলেঙ্কারিতে ভারতীয় ক্রিকেট তছনছ হয়ে গিয়েছিল। সেই অব্যবস্থায় টিম ইন্ডিয়ার নেতৃত্বের দায়িত্বে আসেন সৌরভ। বাকিটা ইতিহাস। (ছবি: টুইটার)
-
২০০৮ পর্যন্ত টানা খেলেন জাতীয় দলের হয়ে। খেলেছেন ৩১১টি ওয়ানডে, ১১৩টি টেস্ট ম্যাচ। দুই ফরম্যাটে রান করেছেন যথাক্রমে ১১,৩৬৩ এবং ৭২১২ রান। (ছবি: টুইটার)
-
২০০৮ থেকে ২০১০-এর মধ্যে বাইট রাইডার্সের হয়ে আইপিএলে খেলেছেন মহারাজ। পরে পুণে ওয়ারিয়র্সে যোগ দেন। (ছবি: টুইটার)
-
অবসরের পরে সৌরভ সিএবি-র প্রশাসক মন্ডলীর একজন হিসাবে যোগ দেন। তারপরে ২০১৫ থেকে ২০১৯ পর্যন্ত টানা সিএবির সভাপতি পদে আসীন ছিলেন। (ছবি: টুইটার)
-
২০১৯ থেকে বিশ্বের ধনীতম ক্রিকেট সংস্থা বিসিসিআইয়ের সভাপতির পদ সামলাচ্ছেন। (ছবি: টুইটার)
