/indian-express-bangla/media/media_files/2025/09/16/souragya-7-2025-09-16-13-04-33.jpg)
সৌরাগ্য লঞ্চ ইভেন্টে সৌরভ
/indian-express-bangla/media/media_files/2025/09/16/souragya-1-2025-09-16-13-04-33.jpg)
পোশাক বিপণনী ব্যবসায় সৌরভ
Sourav Ganguly: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে এবার এক নয়া অবতারে দেখতে পাওয়া গেল। এবার তিনি একটি নতুন ব্যবসা শুরু করতে চলেছেন। দুর্গাপুজো আসতে আর মাত্র ১৪ দিন বাকি। আর এই উৎসবের মরশুমে বাঙালিদের কেনাকাটার ব্যস্ততা আপাতত তুঙ্গে।
/indian-express-bangla/media/media_files/2025/09/16/souragya-2025-09-16-13-04-33.jpg)
লঞ্চ হল সৌরাগ্যের
আর এই দুর্গাপুজোর আগেই একটা বড় সারপ্রাইজ দিলেন সৌরভ। বাঙালিদের সবথেকে বড় উৎসবের ঠিক আগেই 'দাদা' বাংলার পোশাকে এক নয়া ট্রেন্ড নিয়ে এলেন। সোমবার সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁর নতুন পোশাকের ব্র্যান্ড 'সৌরাগ্য' লঞ্চ করলেন।
/indian-express-bangla/media/media_files/2025/09/16/souragya-2-2025-09-16-13-04-33.jpg)
মধ্যবিত্তের নাগালে দাম
এই অনুষ্ঠানে দাদা একটি বিশেষ ব্র্যান্ডের পোশাক লঞ্চ করলেন। তাঁকে পাজামা এবং পাঞ্জাবিতে দেখতে পাওয়া গিয়েছে। সোমের সন্ধ্যায় নিজেরই ব্র্যান্ডের পোশাক পরে সৌরভ ব়্যাম্প ওয়াক করলেন। বাঙালি পোশাক বিপননে এবার সৌরভের নতুন সংযোজন এই 'সৌরাগ্য'। আসন্ন দুর্গাপুজোর কথা মাথায় রেখেই এই নতুন ব্র্যান্ডটি লঞ্চ করা হয়েছে। সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে, প্রত্যেকটা পোশাকের দাম মধ্যবিত্তের নাগালে থাকবে।
/indian-express-bangla/media/media_files/2025/09/16/souragya-3-2025-09-16-13-04-33.jpg)
কথা বললেন ক্রিকেট নিয়ে
সৌরভ তাঁর পোশাকের স্টোর লঞ্চ ইভেন্টে আসেন এবং নিজের পছন্দ-অপছন্দের কথাও শেয়ার করেন। আর সৌরভ যেখানে থাকবেন, সেখানে ক্রিকেট নিয়ে কথা হবে না, তা একেবারেই অসম্ভব। খুব স্বাভাবিকভাবে সাংবাদিকরা তাঁকে ক্রিকেট সংক্রান্ত প্রশ্ন করেন। আর ক্রিকেট নিয়ে কথা উঠতেই প্রথমে আসে ২০২৫ এশিয়া কাপ প্রসঙ্গ।
/indian-express-bangla/media/media_files/2025/09/16/souragya-6-2025-09-16-13-04-33.jpg)
সন্ত্রাসবাদ প্রসঙ্গে সৌরভের মতামত
সম্প্রতি এশিয়া কাপে ভারত এবং পাকিস্তান (India vs Pakistan) একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। ভারতীয় ক্রিকেট সমর্থকরা এই ম্য়াচ বয়কট করার দাবি তুলেছিলেন। পহেলগাঁও জঙ্গি হানার কারণেই ম্য়াচ বয়কটের দাবি ওঠে। এই প্রসঙ্গে সৌরভ বললেন, 'সন্ত্রাসবাদ অবশ্যই বন্ধ হওয়া উচিত। তবে ক্রিকেটকেও খেলা হিসেবে গ্রহণ করা দরকার। শুধুমাত্র ভারত-পাকিস্তান বলেই নয়, গোটা বিশ্বেই সন্ত্রাসবাদ বন্ধ হওয়া উচিত।'
/indian-express-bangla/media/media_files/2025/09/16/souragya-8-2025-09-16-13-04-33.jpg)
হ্যান্ডশেক বিতর্ক
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০২৫ টি-২০ এশিয়া কাপের গ্রুপ পর্বে টিম ইন্ডিয়া পাকিস্তানকে ৭ উইকেটে পরাস্ত করে। তবে খেলা শেষ হওয়ার পর ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব এবং অলরাউন্ডার শিবম দুবে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হ্যান্ডশেক না করেই মাঠ ছেড়ে বেরিয়ে যান। এই ঘটনায় গোটা পাকিস্তান ক্রিকেট তেলে-বেগুনে জ্বলে উঠেছে। এই ঘটনাকে তারা 'অখেলোয়াড়সুলভ আচরণ' বলেও দাবি করেছেন। গোটা ক্রিকেট বিশ্বেই ব্যপারটা নিয়ে যথেষ্ট জলঘোলা হচ্ছে।
/indian-express-bangla/media/media_files/2025/09/16/souragya-9-2025-09-16-13-04-33.jpg)
সৌরভের মন্তব্য
ম্যাচের ২৪ ঘণ্টা পর এই ব্যাপারে সৌরভের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের কথায়, এই প্রশ্নের উত্তর একমাত্র সূর্যকুমার যাদবই দিতে পারবেন। যদিও ১৫ ওভারের পর তিনি আর ভারত-পাকিস্তান ম্য়াচ দেখেননি।
/indian-express-bangla/media/media_files/2025/09/16/souragya-10-2025-09-16-13-04-33.jpg)
পাকিস্তানকে প্রতিদ্বন্দ্বী বলে মনে করেন না সৌরভ
বললেন, 'আমি টেলিভিশন চ্যানেল ঘুরিয়ে একটা ফুটবল ম্য়াচ দেখছিলাম। পাকিস্তানকে এখন আর কোনও প্রতিদ্বন্দ্বী বলে আমি মনে করি না। আগে যেমন তারকা ক্রিকেটাররা এই দলে খেলতেন, তেমন আর আজকাল দেখা যায় না। এশিয়ান ক্রিকেটে ভারত অনেকটাই এগিয়ে গিয়েছে। বিশ্ব ক্রিকেটেও ভারত এগিয়েই রয়েছে।'
/indian-express-bangla/media/media_files/2025/09/16/souragya-11-2025-09-16-13-04-33.jpg)
সৌরভের পছন্দের পোশাক
এবারের দুর্গাপুজোয় সৌরভ নিজে কী পরবেন? এমন একটি প্রশ্নও সাংবাদিকদের তরফ থেকে আসে। জবাবে মহারাজ বললেন, 'আমি বাঙালি ধুতির পরিবর্তে পাজামা-পাঞ্জাবি পরতেই বেশি ভালবাসি। কারণ, এতে আমি নিজে স্বচ্ছ্বন্দ বোধ করি।'
/indian-express-bangla/media/media_files/2025/09/16/souragya-2025-09-16-13-11-06.jpg)
নিজের পছন্দে কিনতে পারেন না পোশাক!
শেষবেলায় তিনি যোগ করেন, 'বিয়ে করার সময় আমাকে ধুতি পরতে হয়েছিল। তারপর এই কাপড়ের দোকানের শ্যুটিং করতে গিয়ে পাজামা-পাঞ্জাবি পরলাম। পুজোর সময়ও আমি সাধারণত পাজামা-পাঞ্জাবিই পরি। এখন তো আমি নিজের পছন্দে আর কোনও জামাকাপড় কিনতে পারি না। সবটাই ডোনা এবং সানা ঠিক করে দেয়।'
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us