/indian-express-bangla/media/media_files/2025/08/03/sunil-chhetri-love-story-2025-08-03-13-49-25.jpg)
৪১ বছর বয়সে পা দিলেন ভারতীয় ফুটবলের স্বনামধন্য অধিনায়ক সুনীল ছেত্রী
/indian-express-bangla/media/media_files/2025/08/03/sunil-chhetri-love-story-1-2025-08-03-13-49-25.jpg)
শুভ জন্মদিন সুনীল ছেত্রী
Sunil Chhetri: ভারতীয় ফুটবল দলের (Indian Football Team) অবিসংবাদিত অধিনায়ক হলেন সুনীল ছেত্রী। ৯০ মিনিটের লড়াইয়ে ইতিমধ্যে তিনি একাধিক রেকর্ড অর্জন করেছেন। তবে ফুটবল ময়দানের মতো তাঁর ব্যক্তিগত জীবনও চিরসবুজ। মোহনবাগানের প্রবাদপ্রতিম ফুটবলার সুব্রত ভট্টাচার্যের মেয়ে সোনমের সঙ্গে তিনি সাতপাকে বাঁধা পড়েছেন। কিন্তু, কীভাবে সোনমের প্রেমে হাবুডুবু খেলেন সুনীল? আসুন, সেই ব্যাপারে আলোচনা করা যাক।
/indian-express-bangla/media/media_files/2025/08/03/sunil-chhetri-love-story-4-2025-08-03-13-49-25.jpg)
অবসরের পরও কামব্যাক করেন সুনীল
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর গ্রহণ করার পরও ফের জাতীয় দলে কামব্যাক করেছে সুনীল ছেত্রী। ১৯৮৪ সালের ৩ অগাস্ট অন্ধ্র প্রদেশের (বর্তমানে তেলঙ্গানা) সিকন্দরাবাদের এক নেপালি পরিবারে জন্মগ্রহণ করেন ভারতীয় ফুটবল দলের এই স্বনামধন্য অধিনায়ক। রবিবার তিনি ৪১ বছর বয়সে পা দিলেন।
/indian-express-bangla/media/media_files/2025/08/03/sunil-chhetri-love-story-6-2025-08-03-13-49-25.jpg)
সুনীলে মা'ও ছিলেন জাতীয় দলের ফুটবলার
সুনীলের বাবা কেবি ছেত্রী ভারতীয় সেনাবাহিনীতে কাজ করতেন। আর মা সুশীলা ছেত্রী জাতীয় ফুটবল দলের খেলোয়াড় ছিলেন। তিনি অবশ্য নেপালের হয়ে খেলতেন। কীভাবে সোনম এবং সুনীলের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠল, তা নিয়ে অনেকেরই যথেষ্ট কৌতূহল রয়েছে। এই লাভস্টোরি যে যথেষ্ট রোমাঞ্চকর, তা বলার অপেক্ষা রাখে না।
/indian-express-bangla/media/media_files/2025/08/03/sunil-chhetri-love-story-2-2025-08-03-13-49-25.jpg)
প্রথম সাক্ষাতেই হৃদয় বিনিময়
বেশ কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, কলকাতায় একটি ম্য়াচ চলাকালীন সুনীল এবং সোনমের প্রথম দেখা হয়েছিল। প্রথম সাক্ষাতেই তাঁরা একে অপরকে হৃদয় বিনিময় করেছিলেন। এরপর দুজনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। তারপর সেই বন্ধুত্ব ধীরে ধীরে ভালোবাসায় রূপান্তরিত হয়।
/indian-express-bangla/media/media_files/2025/08/03/sunil-chhetri-love-story-5-2025-08-03-13-49-25.jpg)
২০১৭ সালে বিয়ে
সুনীল এবং সোনম দুজনেই বহু বছর একে অপরকে ডেট করেছেন। অবশেষে ২০১৭ সালে সুনীল ছেত্রী এবং সোনম ভট্টাচার্য বিয়ের সিদ্ধান্ত গ্রহণ করেন। বর্তমানে তাঁদের এক পুত্র সন্তানও রয়েছে। তার নাম ধ্রুব ছেত্রী।
/indian-express-bangla/media/media_files/2025/08/03/sunil-chhetri-love-story-3-2025-08-03-13-49-25.jpg)
ফুটবল বিশ্বে তৃতীয় সর্বাধিক গোল স্কোরার
/indian-express-bangla/media/media_files/2025/08/03/sunil-chhetri-love-story-7-2025-08-03-13-49-25.jpg)
একনজরে ভারতীয় ফুটবলে সুনীলের অবদান
ফুটবল বিশ্বে তৃতীয় সর্বাধিক গোল স্কোরার হিসেবে সুনীল ছেত্রীর নাম ইতিমধ্যে উজ্জ্বল হয়ে রয়েছে। ১৫৪ ম্য়াচে তিনি মোট ৯৫ গোল করেছেন। সক্রিয় ফুটবলারদের মধ্যে সুনীলের চেয়ে এগিয়ে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসি। ২০২২ সালে ফিফা সুনীল ছেত্রীকে নিয়ে তিন এপিসোডের একটি ডকুমেন্টরি রিলিজ করেছিল।