রায়না সেই শো-য়ে বলেন, "আমার সবসময়ের ক্রাশ সোনালি। কলেজে পড়ার দিনগুলোতে তার সঙ্গে ডেট করার ইচ্ছা হত প্রবলভাবে। একবার সে আমাকে একটি বিশেষ মেসেজ পাঠিয়েছিল। তাতে আমি রীতিমতো আকাশ থেকে পড়েছিলাম। ভীষণ বিস্মিত হয়েছিলাম।"
সুরেশ রায়নার ক্রাশ সোনালি বেন্দ্রে (ইনস্টাগ্রাম ও টুইটার)
বলিউডের সঙ্গে ক্রিকেটের সম্পর্ক বহু পুরনো। পতৌদি, আজাহারউদ্দিন, হরভজন সিং, যুবরাজ সিং, জাহির খান, বিরাট কোহলিরা গাঁটছড়া বেঁধেছেন বি-টাউনের অভিনেত্রীদের সঙ্গে। হার্দিক পাণ্ডিয়াও সম্প্রতি বাগদান পর্ব সেরেছেন অভিনেত্রী নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে। সুনীল শেঠী কন্যা অথিয়া-র সঙ্গে প্রেম করছেন লোকেশ রাহুল। সেই তালিকাতেই এবার নাম লেখালেন সুরেশ রায়না অন্যভাবে।
সুরেশ রায়না অনেকদিনই বিবাহিত। একটি কন্যাসন্তানও রয়েছে। তবে সুরেশ রায়না সম্প্রতি জানালেন তাঁর সিক্রেট ক্রাশ কে।
টিভি চ্যানেলের একটি বিনোদনমূলক শো 'জিঙ্গ গেম অন'-এ এসে রায়না জানালেন তাঁর ক্রিকেট প্রেম, মিউজিকের প্রতি তাঁর ভাললাগা, সেলেব্রিটি ক্রাশ এবং আরও অনেক কিছু বিষয় নিয়ে।
সেখানেই রায়না বললেন, শৈশব থেকেই তাঁর বলিউড ক্রাশ সোনালি বেন্দ্রে। রায়না জানালেন, কলেজ জীবনে তাঁর গোপন ইচ্ছে ছিল সোনালি বেন্দ্রের সঙ্গে ডেটিংয়ে যাওয়া।
পাশাপাশি রায়না জানিয়েছেন, অভিনেত্রীর তরফ থেকে তিনি একবার সারপ্রাইজ গিফটও পেয়েছিলেন।
রায়না সেই শো-য়ে বলেন, "আমার সবসময়ের ক্রাশ সোনালি। কলেজে পড়ার দিনগুলোতে তার সঙ্গে ডেট করার ইচ্ছা হত প্রবলভাবে। একবার সে আমাকে একটি বিশেষ মেসেজ পাঠিয়েছিল। তাতে আমি রীতিমতো আকাশ থেকে পড়েছিলাম। ভীষণ বিস্মিত হয়েছিলাম।"
সেই শো-এ রায়না নিজের মেয়ের কথাও বলেন। তারকা ক্রিকেটার জানান, "আমার সবথেকে বড় অনুপ্রেরণা আমার মেয়ে। ও আসার পরে আমার জীবন আমূল বদলে গিয়েছে। ওর সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত আমার কাছে অমূল্য।"
এরপরে শো-এ রায়না গান গেয়েও শোনান।
যাইহোক, সোনালি বেন্দ্রের ২০১৮ সালে ক্য়ানসার ধরা পড়ে। তার পর থেকেই শুরু হয়েছে তাঁর অন্য রকম লড়াই।
নিউ ইয়র্কে চিকিৎসা চলছিল তাঁর। আপাতত তিনি দেশে। পরিবারের সঙ্গেই কাটাচ্ছেন।