/indian-express-bangla/media/media_files/2025/10/29/suryakumar-yadav-8-2025-10-29-18-10-04.jpg)
/indian-express-bangla/media/media_files/2025/10/29/suryakumar-yadav-1-2025-10-29-18-10-05.jpg)
পুরনো মেজাজে সূর্য
Suryakumar Yadav: অস্ট্রেলিয়ার (India vs Australia) উইকেটে সূর্যকুমার যাদবকে একেবারে পুরনো মেজাজে দেখতে পাওয়া গেল। ক্যানবেরায় আয়োজিত প্রথম আন্তর্জাতিক টি-২০ ম্য়াচে সূর্য ব্যাট হাতে কার্যত তাণ্ডব চালালেন। বৃষ্টির কারণে এই ম্য়াচটি শেষপর্যন্ত বাতিল হয়ে যায়। তবে ম্যাচটি বিঘ্নিত হওয়ার আগে পর্যন্ত সূর্যকুমার যাদব ২৪ বলে ৩৯ রান করেন। তার থেকেও বড় কথা ক্রিজে অপরাজিত ছিলেন।
/indian-express-bangla/media/media_files/2025/10/29/suryakumar-yadav-2-2025-10-29-18-10-05.jpg)
৩ চার, ২ ছক্কা
সূর্যের এই ইনিংসটি ৩ চার এবং ২ ছক্কায় সাজানো ছিল। ক্যানবেরায় বিধ্বংসী ব্যাটিংয়ের দৌলতে একটি বড় মাইলফলক স্পর্শ করলেন সূর্যকুমার যাদব। পেয়ে গেলেন টিম ইন্ডিয়ার নয়া 'সিক্সার কিং' তকমা। রোহিত শর্মার একটি বড় রেকর্ড তিনি চুরমার করে দিলেন।
/indian-express-bangla/media/media_files/2025/10/29/suryakumar-yadav-3-2025-10-29-18-10-05.jpg)
সূর্য হলেন নয়া 'সিক্সার কিং'
টিম ইন্ডিয়ার টি-২০ অধিনায়ক সূর্যকুমার যাদব নাথান এলিসের বলে ছক্কা হাঁকানোর পাশাপাশি এই ফরম্য়াটে ১৫০ ওভার বাউন্ডারির চৌকাঠও স্পর্শ করলেন। দ্বিতীয় ভারতীয় ব্যাটার হিসেবে স্কাই এই রেকর্ড স্পর্শ করলেন। এখানেই শেষ নয়। সবথেকে দ্রুত ১৫০ ছক্কা হাঁকানোর তালিকাতেও দ্বিতীয় স্থান অর্জন করেছেন তিনি।
/indian-express-bangla/media/media_files/2025/10/29/suryakumar-yadav-4-2025-10-29-18-10-05.jpg)
ভাঙলেন রোহিতের রেকর্ড
মাত্র ৮৬ ইনিংসে 'স্কাই' এই কৃতিত্ব অর্জন করলেন। এই তালিকায় সূর্যের আগে রয়েছেন মহম্মদ ওয়াসিম। তিনি মাত্র ৬৬ ইনিংসে ১৫০ ছক্কা হাঁকিয়েছেন। যদিও ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সূর্যকুমার যাদব টি-২০ ফরম্য়াটে সবথেকে কম ইনিংসে ১৫০ ছক্কা হাঁকিয়েছেন। এই তালিকায় তিনি রোহিত শর্মাকে পিছনে ফেলে দিয়েছেন।
/indian-express-bangla/media/media_files/2025/10/29/suryakumar-yadav-5-2025-10-29-18-10-05.jpg)
ছন্দে দেখা গেল সূর্যকুমার যাদবকে
টস হারার পর এই ম্য়াচে ভারতীয় ক্রিকেট দল প্রথমে ব্যাট করতে নেমেছিল। কিন্তু, শুরুটা তারা খুব একটা ভাল করতে পারেনি। অভিষেক শর্মা শুরুটা বেশ ভাল করলেও মাত্র ১৯ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। এরপর অধিনায়ক সূর্যকুমার যাদব নিজে ক্রিজে নামেন। বেশ কয়েকটা নজরকাড়া শট মারেন তিনি। সূর্যের সঙ্গে অপর প্রান্তে যোগ্য সঙ্গত দেন শুভমান গিল।
/indian-express-bangla/media/media_files/2025/10/29/suryakumar-yadav-6-2025-10-29-18-10-04.jpg)
৩৯ রানে অপরাজিত সূর্য
অভিষেক শর্মা প্যাভিলিয়নে ফিরে যাওয়ার পর গিল এবং সূর্য ম্য়াচ বন্ধ হওয়া পর্যন্ত দ্বিতীয় উইকেটে ৬২ রান করে। অধিনায়ক সূর্যকুমার যাদব ৩৯ এবং শুভমান গিল ৩৭ রান করে লড়াই চালাচ্ছিলেন। ২০ বলের ইনিংসে গিল ৪ চার এবং ১ ছক্কা হাঁকিয়েছেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us