New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/02/Ravi-Shastri-and-Nimrat-Kaur.jpg)
রবি শাস্ত্রী ও নিমরত কৌর (ইনস্টাগ্রাম)
জোর গুঞ্জন ভারতীয় ক্রিকেট দলের কোচ রবি শাস্ত্রীর সঙ্গেই নাকি প্রেম করছেন নিমরত কৌর। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশ, প্রায় দু’বছর ধরে তাঁরা সম্পর্কে রয়েছেন। বেশ কয়েকবছর ধরেই শাস্ত্রী তাঁর স্ত্রী রীতুর থেকে আলাদা থাকেন। স্ত্রী-বিচ্ছিন্না থাকাকালীন অবস্থাতেই নাকি নিমরতের প্রেমে পড়ে গিয়েছিলেন বর্তমানে জাতীয় দলের হেড কোচ। গতবছর শাস্ত্রী-নিমরত কৌরের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। তারপরেই শুরু হয়ে গিয়েছিল প্রেমের জল্পনা। ‘এয়ারলিফট’(২০১৬) সিনেমায় অক্ষয় কুমারের বিপরীতে দেখা গিয়েছিল নিমরতকে। ‘দ্য টেস্ট কেস’(২০১৭) একটি ওয়েব সিরিজে দেখা গিয়েছিল নিমরতকে। শুধু ভারতেই নয়, বিদেশেও অভিনয় করতে দেখা গিয়েছে পাঞ্জাবি এই অভিনেত্রীকে। ‘হোমল্যান্ড’(২০১৪), ‘ওয়েওয়ার্ড পিনেস’(২০১৬) আমেরিকার টেলিভিশন সিরিজেও অভিনয়তে নজর করেছেন নিমরত। নিমরতের বয়স এখন ৩৭, রবি শাস্ত্রীর বয়স ৫৭ বছর। দু-জনের বয়সের পার্থক্য প্রায় ২০ বছরের। সোশ্যাল মিডিয়াতেও সক্রিয় থাকেন নিমরত। নিমরত কিন্তু রবি শাস্ত্রীর সঙ্গে সম্পর্কের জল্পনা উড়িয়ে দিয়েছেন। গোটা ঘটনাকেই ফিকশন বলে উড়িয়ে দিয়েছেন তিনি। নিজের টুইটার অ্যাকাউন্টে সার্কাজম করে তিনি লিখেছিলেন, আমার দাঁতের যত্ন প্রয়োজন। এটা ফ্যাক্ট। ফিকশন হল প্রচারমাধ্য়মে আমাকে নিয়ে যা লেখা হয়। বরাবরই নিমরত নিজের ব্যক্তিগত জীবন গোপনে রাখতে পছন্দ করেন। রবি শাস্ত্রী এর আগেও বলিউডি অভিনেত্রীর প্রেমে পড়েছিলেন বলে গুঞ্জন ছড়িয়েছিল। আশির দশকে শাস্ত্রী অমৃতা সিংয়ের সঙ্গে ডেটিংয়েও নাকি যেতেন। তবে সেই সম্পর্ক বেশিদিন টেকেনি। তবে নিমরতের সঙ্গে শাস্ত্রী নতুন সম্পর্ক বেশ সাড়া ফেলেছে। এই সম্পর্ক কতদূর গড়ায়, সেটাই আপাতত দেখার। নিমরত এখনও সিঙ্গল। শাস্ত্রী বর্তমানে জাতীয় দলের ব্যস্ত কোচ।