/indian-express-bangla/media/media_files/2025/06/10/VhcjWo5mMRzKS2RWr7TJ.jpg)
ছবিটি প্রতীকী
/indian-express-bangla/media/media_files/2025/08/29/cricketer-death-2025-08-29-15-24-28.jpg)
মানসিক স্বস্থ্যই অবসাদের কারণ
মানসিক স্বাস্থ্য বরাবরই যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি বিষয়। কিন্তু, পেশাদার খেলাধুলোর জগতে অনেকেই ব্যপারটা এড়িয়ে যান। বিশেষ করে ক্রিকেটে তো এমন ঘটনা আকছারই দেখতে পাওয়া যায়। এই মানসিক স্বাস্থ্য অবনতির কারণেই ইতিপূর্বে একাধিক ক্রিকেটার আত্মহননের পথ বেছে নিয়েছেন। এমনই ৫ ক্রিকেটারের কথা আজ আলোচনা করা যাক।
/indian-express-bangla/media/media_files/2025/09/05/graham-2025-09-05-18-14-30.jpg)
গ্রাহাম থর্প
এই তালিকায় সর্বশেষ নামটি হল গ্রাহাম থর্পের। ইংল্যান্ডের হয়ে তিনি শতাধিক টেস্ট ম্য়াচ খেলেছিলেন। বহুদিন ধরে মানসিক অবসাদে ভোগার পর তিনি আত্মহত্যা করেন। ১৯৯৭ থেকে ২০০৫ সালের মধ্যে দেশের হয়ে গ্রাহাম ৬,৭০০ রান করেন। এরমধ্যে ১৬ শতরান রয়েছে। খেলা থেকে অবসর গ্রহণ করার পর তিনি কোচিংও করিয়েছিলেন। তবে অবসরের পর গ্রাহামের অবসাদের মাত্রা ক্রমশ বাড়তে শুরু করে। আফগানিস্তান দলকে কোচিং করানোর সময়ই তিনি মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। অবশেষে বেছে নেন আত্মহননের পথ। তাঁর পরিবারে স্ত্রী এবং দুই মেয়ে রয়েছেন।
/indian-express-bangla/media/media_files/2025/09/05/harold-gimblett-2025-09-05-18-14-30.jpg)
হেরল্ড গিমব্লেট
ইংল্যান্ড ক্রিকেট ইতিহাসে অন্যতম ঈশ্বরপ্রদত্ত ব্যাটার ছিলেন হেরল্ড গিমব্লেট। ১৯৩৫ সালে তিনি সমারসেট দলের হয়ে ডেবিউ করেছিলেন। প্রথম ম্য়াচেই তিনি মাত্র ৭৯ মিনিটে ১২৩ রান করেন। তাঁর ব্যাটিংয়ে ভর করেই সমারসেট দুর্দান্ত জয়লাভ করেছিল। প্রথম শ্রেণীর ক্রিকেটে তিনি ৩০,০০০-র বেশি রান করেছিলেন। এরমধ্যে ৪৯ শতরান ছিল। কিন্তু, আন্তর্জাতিক ক্রিকেটে তিনি মাত্র ৩ টেস্ট ম্য়াচ খেলেন। অবসর গ্রহণ করার পর থেকেই গিমব্লেট মানসিক অবসাদে ভুগতে শুরু করেন। ১৯৭৮ সালে অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে তিনি আত্মহত্যা করেছিলেন।
/indian-express-bangla/media/media_files/2025/09/05/jim-burke-2025-09-05-18-14-30.jpg)
জিম বারকে
পাঁচের দশকে অস্ট্রেলিয়ান ক্রিকেটার জিম বারকে জাতীয় দলের হয়ে খেলেছিলেন। কিন্তু, মাত্র ৫৪ বছর বয়সে তিনি আত্মহননের পথ বেছে নেন। বারকে একজন ডানহাতি ব্যাটার ছিলেন। দরকারের সময় অফ স্পিন বলও করতেন। ১৯৫১ থেকে ১৯৫৯ সালের মধ্যে তিনি মোট ২৪ টেস্ট ম্য়াচ খেলেছিলেন। কিন্তু, আর্থিক এবং ব্যক্তিগত সমস্যার কারণে তিনি জীবনের চরম সিদ্ধান্ত নেন। জানা গিয়েছে, জুয়া খেলায় নাকি জিম ১,৫৩,০০০ ডলার হেরে গিয়েছিলেন। এরপর থেকে তাঁর দাম্পত্য জীবনেও সমস্যা বাড়তে শুরু করে। অবশেষে সিডনি থেকে তিনি একটি শটগান কেনেন। সেই বন্দুক দিয়েই নিজের জীবন শেষ করে দেন। এই ঘটনা প্রকাশ্যে আসতে গোটা ক্রিকেট বিশ্ব শোকস্তব্ধ হয়ে গিয়েছিল।
/indian-express-bangla/media/media_files/2025/09/05/aubrey-faulkner-2025-09-05-18-14-30.jpg)
অওব্রে ফকনার
দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ছিলেন অওব্রে ফকনার। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার ছিলেন তিনি। দেশের হয়ে তিনি মোট ২৫ টেস্ট ম্য়াচ খেলেছেন। ২২ গজের লড়াইয়ে অভূতপূর্ব সাফল্য অর্জন করলেও, ব্যক্তিগত জীবনে তিনি যথেষ্ট সমস্যায় ভুগছিলেন। আর সেখান থেকেই আসে মানসিক অবসাদ। অবশেষে পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করতে না পেরে তিনি ১৯৩০ সালে জীবনের চরম সিদ্ধান্ত গ্রহণ করেন। মাত্র ৪৮ বছর বয়সে মারা যান অওব্রে ফকনার।
/indian-express-bangla/media/media_files/2025/09/05/david-2025-09-05-18-14-30.jpg)
ডেভিড বেয়ারস্টো
ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ডেভিড বেয়ারস্টো। সম্পর্কে তিনি বর্তমান ব্রিটিশ উইকেটকিপার-ব্যাটার জনি বেয়ারস্টোর বাবা। ১৯৯৮ সালে মাত্র ৪৬ বছর বয়সে তিনি আত্মহননের পথ বেছে নিয়েছিলেন। ইয়র্কশায়ারে নিজের বাড়ি থেকেই তাঁকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ৪ টেস্ট ম্য়াচ এবং ২১ ওয়ানডে খেলেছেন। ক্রিকেটের বাইরে বাইরে বেয়ারস্টো ব্যক্তিগত এবং আর্থিক সমস্যায় জড়িয়ে পড়েছিলেন।