/indian-express-bangla/media/media_files/2025/08/10/virat-and-shubman-2025-08-10-15-05-21.jpg)
/indian-express-bangla/media/media_files/2025/08/10/virat-2025-08-10-15-05-21.jpg)
ক্রিকেট খেলার রাজা
Test Cricket: ক্রিকেট খেলার রাজা যদি কোনও ফরম্য়াটকে বলা হয়ে থাকে, তাহলে সেটা টেস্ট ক্রিকেট ছাড়া আর কিছু হতে পারে না। একটা ম্যাচের জন্য টানা ৫ দিন ধরে লড়াই চলে। অবশেষে সেই ম্য়াচের ফলাফল নির্ধারিত হয়। আর ড্র হলে তো কথাই নেই। নতুন একটা ম্য়াচের জন্য প্রস্তুতি শুরু করতে হয়।
/indian-express-bangla/media/media_files/2025/08/10/jadeja-2-2025-08-10-15-05-20.jpg)
৫ সবথেকে বড় ব্যবধানে জয়
বিশ্ব ক্রিকেট ইতিহাসে টেস্ট ফরম্য়াটের জন্ম সবথেকে আগে হয়েছে। ইতিমধ্যে একাধিক রোমহর্ষক লড়াইয়ের সাক্ষী হয়েছে গোটা দুনিয়া। আজ সেই লড়াইয়ের বিশাল সমুদ্র থেকে পাঁচটি সবথেকে বড় ব্যবধানে টেস্ট ম্য়াচ জয়ের গল্প বলব। আসুন, তাহলে শুরু করা যাক।
/indian-express-bangla/media/media_files/2025/08/10/australia-vs-england-2025-08-10-15-05-21.jpg)
ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া
সালটা ছিল ১৯৩৮। ওভাল টেস্ট ম্য়াচে খেলতে নেমেছিল ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া। তিনের দশকে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া টেস্ট ম্য়াচ মানেই গোটা ক্রিকেট বিশ্ব এক মহাকাব্যিক লড়াইয়ের অপেক্ষা করত। যাইহোক, এই টেস্ট ম্য়াচে ইংরেজ ক্রিকেটাররা এক ইনিংস এবং ৫৭৯ রানে জয়লাভ করে।
/indian-express-bangla/media/media_files/2025/08/10/australia-2025-08-10-15-05-20.jpg)
অস্ট্রেলিয়া বনাম সাউথ আফ্রিকা
কাট টু সাল ২০০২। দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এই সিরিজে জোহানেসবার্গে একটি টেস্ট ম্য়াচের আয়োজন করা হয়। আর ওই ম্য়াচে অজিরা এক ইনিংস এবং ৩৬০ রানে জয়লাভ করেছিল।
/indian-express-bangla/media/media_files/2025/08/10/e3h3vknvcaes-ht-2025-08-10-15-09-26.jpg)
নিউজিল্যান্ডের জয়
নিউজিল্যান্ড বনাম জিম্বাবোয়ের টেস্ট সিরিজের কথা আপনাদের কারোর কাছেই অজানা নয়। ২০২৫ সালে এই সিরিজের দ্বিতীয় টেস্ট ম্য়াচটি বুলাওয়াওতে আয়োজন করা হয়েছিল। এই টেস্ট ম্য়াচে কিউয়িরা এক ইনিংস এবং ৩৫৯ রানে জয়লাভ করে। মাত্র তিন দিনের মধ্যে এই টেস্ট ম্য়াচটা নিউজিল্যান্ড নিজেদের পকেটে পুরে নেয়।
/indian-express-bangla/media/media_files/2025/08/10/weat-indias-2025-08-10-15-05-21.jpg)
ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত
আবারও স্মৃতির সরণী বেয়ে কিছুটা অতীতে ফিরে যাওয়া যাক। সালটা ১৯৫৮। স্বাধীনতা পরবর্তী সময়ে ভারতবর্ষ নিজেদের মোটামুটি গোছানোর চেষ্টা করছে। এমন সময় ক্যারিবিয়ান ক্রিকেট দল ভারত সফরে টেস্ট সিরিজ খেলতে এসেছিল। এই সিরিজের একটি ম্য়াচ কলকাতার ইডেন গার্ডেন্সে আয়োজন করা হয়। তো, এই ম্য়াচে ওয়েস্ট ইন্ডিজ টিম ইন্ডিয়াকে এক ইনিংস এবং ৩৩৬ রানে পরাস্ত করেছিল।
/indian-express-bangla/media/media_files/2025/08/10/england-2025-08-10-15-05-20.jpg)
অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড
শুরুটা হয়েছিল অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড ম্য়াচ দিয়ে। শেষটাও সেভাবেই হোক। তবে এবার অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল ইংল্যান্ড ক্রিকেট দল। সালটা ছিল ১৯৪৬। ব্রিসবেন টেস্টে অস্ট্রেলিয়া ইংরেজদের এক ইনিংস এবং ৩৩২ রানে হারিয়ে দেয়। এই লড়াই ক্রিকেট ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে।