/indian-express-bangla/media/media_files/2025/11/05/ellyse-perry-7-2025-11-05-11-08-42.jpg)
অস্ট্রেলিয়ার ক্রিকেটার এবং ফুটবলার এলিস পেরি
/indian-express-bangla/media/media_files/2025/11/05/ellyse-perry-2025-11-05-11-08-42.jpg)
এলিস পেরি
সম্প্রতি মহিলা ক্রিকেট বিশ্বকাপ জয় করেছে ভারতীয় ক্রিকেট দল। টুর্নামেন্টের সেমিফাইনাল ম্য়াচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারত। সেমিফাইনাল ম্যাচে ভারতের বিরুদ্ধে কড়া টক্কর দিয়েছিল অস্ট্রেলিয়া। এই ম্য়াচে আলাদা করে নজর কেড়েছিলেন এলিস পেরি। আসুন, এই ক্রিকেটারের ৫ সেরা রেকর্ড জেনে নেওয়া যাক।
/indian-express-bangla/media/media_files/2025/11/05/ellyse-perry-1-2025-11-05-11-08-42.jpg)
৭ হাজার রান, ৩০০ উইকেট
আন্তর্জাতিক ক্রিকেটে এলিস পেরি একমাত্র মহিলা ক্রিকেটার যিনি ৭,০০০ রান করার পাশাপাশি ৩০০-র বেশি উইকেটও শিকার করেছেন। এমন কৃতিত্ব আর কেউ অর্জন করতে পারেননি।
/indian-express-bangla/media/media_files/2025/11/05/ellyse-perry-2-2025-11-05-11-08-42.jpg)
টেক্কা দিয়েছেন পুরুষদের
পাশাপাশি এলিস পেরির ঝুলিতে আরও একটি অনন্য রেকর্ড রয়েছে। পুরুষ এবং মহিলা ক্রিকেটার নির্বিশেষে তিন ফরম্য়াটে এক ম্য়াচে ৬ উইকেট শিকারের পাশাপাশি একটি করে শতরান করেছেন।
/indian-express-bangla/media/media_files/2025/11/05/ellyse-perry-3-2025-11-05-11-08-42.jpg)
রেকর্ড WPL-এও
মহিলা প্রিমিয়ার লিগ ইতিহাসে তিনি মাত্র ১৫ রানের বিনিময়ে ৬ উইকেট শিকার করেছেন। এমন রেকর্ড আর কারোর দখলে নেই।
/indian-express-bangla/media/media_files/2025/11/05/ellyse-perry-4-2025-11-05-11-08-42.jpg)
জোড়া ওয়ানডে বিশ্বকাপ জয়
এলিস পেরি এখনও পর্যন্ত জোড়া বিশ্বকাপ জয় করেছেন। ২০১৩ এবং ২০২২ সালে। এর পাশাপাশি তিনি ৬ টি-২০ বিশ্বকাপ জয় করেছেন। এর পাশাপাশি কমনওয়েলথে একটি সোনার পদকও জয় করেছেন তিনি।
/indian-express-bangla/media/media_files/2025/11/05/ellyse-perry-5-2025-11-05-11-08-42.jpg)
ফুটবল মাঠে সাফল্য
আপনারা শুনলে হয়ত কিছুটা অবাকই হবেন, শুধুমাত্র ক্রিকেট নয়, ফুটবল মাঠেও দাপুটে পারফরম্য়ান্স করেছেন এই অজ়ি ক্রিকেটার। খেলেছেন ফিফা বিশ্বকাপও ২০১১ সালে অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়ে ফুটবলও খেলেন তিনি। গ্রুপ পর্বে নরওয়ের বিরুদ্ধে পরিবর্ত ফুটবলার হিসেবে মাঠ নেমেছিলেন।
/indian-express-bangla/media/media_files/2025/11/05/ellyse-perry-6-2025-11-05-11-08-42.jpg)
বিশ্বকাপে ১ গোল
এছাড়া সুইডেনের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল ম্য়াচে তিনি খেলতে নেমেছিলেন। এই ম্য়াচে অস্ট্রেলিয়া ৩-১ গোলে পরাস্ত হয়। আর এই একমাত্র গোলটিই করেছিলেন এলিস পেরি।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us