/indian-express-bangla/media/media_files/2025/08/27/india-test-captains-2025-08-27-02-55-55.jpg)
ভারতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়কেরা
/indian-express-bangla/media/media_files/2025/08/27/laxman-2025-08-27-02-55-55.jpg)
ভিভিএস লক্ষ্মণ
Indian Cricket Team: এই তালিকায় সবার উপরে রয়েছেন ভিভিএস লক্ষ্মণ (VVS Laxman)। সবথেকে বেশি সংখ্যক টেস্ট ম্য়াচ খেললেও, লক্ষ্মণ কোনওদিন ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দেননি। টিম ইন্ডিয়ার হয়ে লক্ষ্মণ মোট ১৩৪ টেস্ট ম্য়াচ খেলেছেন। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সর্বাধিক টেস্ট ম্য়াচ খেলার পরিসংখ্য়ানে শচীন তেন্ডুলকর এবং রাহুল দ্রাবিড়ের পর তিনি তৃতীয় স্থানে রয়েছেন। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, টেস্ট ক্রিকেটে লক্ষ্মণ ৮,৭৮১ রান করেছেন। এরমধ্যে ১৭ শতরান রয়েছে।
/indian-express-bangla/media/media_files/2025/08/27/ashwin-2025-08-27-02-55-55.jpg)
রবিচন্দ্রন অশ্বিন
টেস্ট ক্রিকেটে ভারতের হয়ে দ্বিতীয় সর্বাধিক উইকেট শিকার করেছেন রবিচন্দ্রন অশ্বিন। ২০১১ সালে ডেবিউয়ের পর থেকে টিম ইন্ডিয়ার হয়ে তিনি মোট ১০৬ টেস্ট ম্যাচ খেলেছেন। ২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন অশ্বিন (Ravichandran Ashwin)। শততম টেস্ট ম্য়াচ খেলার কয়েকমাস পরই তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করেন। লাল বলের ক্রিকেটে তিনি মোট ৫৩৭ উইকেট শিকার করেন। পাশাপাশি ব্যাট হাতে ৬ শতরানও করেছেন।
/indian-express-bangla/media/media_files/2025/08/27/ishant-sharma-2025-08-27-02-55-55.jpg)
ইশান্ত শর্মা
ইশান্ত শর্মা ছিলেন ভারতের একমাত্র স্পেশালিস্ট ফাস্ট বোলার যিনি টিম ইন্ডিয়ার হয়ে শততম টেস্ট ম্য়াচ খেলেছেন। যদিও ভারতের ২ পেস বোলারের (অপরজন কপিল দেব) মধ্যে তিনি ছিলেন অন্যতম। লাল বলের ফরম্য়াটে জাতীয় ক্রিকেট দলের হয়ে ইশান্ত ১০৫ ম্য়াচ খেলেছেন। শিকার করেছেন ৩১১ উইকেট। এখনও পর্যন্ত অবশ্য ইশান্ত অবসর গ্রহণ করেননি। যদিও ২০২১ সালের পর থেকে তাঁকে আর টেস্ট ক্রিকেট খেলতে দেখা যায়নি।
/indian-express-bangla/media/media_files/2025/08/27/harbhajan-singh-2025-08-27-02-55-55.jpg)
হরভজন সিং
ভারতীয় টেস্ট ক্রিকেট ইতিহাসে চতুর্থ সর্বাধিক উইকেট শিকারি হলেন হরভজন সিং। ১৯৯৮ সালে তিনি টিম ইন্ডিয়ার হয়ে লাল বলের ক্রিকেটে অভিষেক করেন। ২০১৫ সালে অন্তিম টেস্ট ম্য়াচ খেলেছিলেন তিনি। ভারতের হয়ে মোট ৪১৭ উইকেট শিকার করেন। এছাড়া ব্যাট হাতে জোড়া শতরানও করেছেন।
/indian-express-bangla/media/media_files/2025/08/27/cheteshwar-pujara-9-2025-08-27-02-55-55.jpg)
চেতেশ্বর পূজারা
সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন চেতেশ্বর পূজারা। টিম ইন্ডিয়ার হয়ে তিনি ১০৩ টেস্ট ম্য়াচ খেলেছেন। ২০১০ সালে ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে ডেবিউ করেন পূজারা। ২০২৩ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে শেষবার তাঁকে সাদা রংয়ের জার্সিতে দেখতে পাওয়া গিয়েছিল। ক্রিকেটের দীর্ঘতম ফরম্য়াটে পূজারা ৭,১৯৫ রান করেন। এরমধ্যে ১৯ শতরান রয়েছে। বেশ কয়েকবার টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক হিসেবে তিনি নির্বাচিত হয়েছিলেন। কিন্তু, কখনও ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাননি তিনি।