ডব্লিউটিসি-তে সর্বাধিক ছক্কা সহ ব্যাটসম্যান (ফটো-লোকসত্তা গ্রাফিক্স টিম)
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকসের। তিনি এখন পর্যন্ত ৪৫ ম্যাচের ৮২ ইনিংসে ৭৮টি ছক্কা মেরেছেন। (ছবির সূত্র- বেন স্টোকসএক্স)তাঁর নামে রয়েছে ২৯০৭ রান। এতে তিনি ৭টি সেঞ্চুরি ও ১৩টি অর্ধশতক করেছেন। (ছবির সূত্র- বেন স্টোকসএক্স)ভারতের অধিনায়ক রোহিত শর্মা এখন দুই নম্বরে। তিনি এখন পর্যন্ত ৩২ ম্যাচের ৫৪ ইনিংসে ৫২টি ছক্কা মেরেছেন। (ছবির সূত্র- বিসিসিআই এক্স)এখন পর্যন্ত আড়াই হাজারের বেশি রান করেছেন তিনি। এতে ৮টি সেঞ্চুরি ও ৮টি অর্ধশতক রয়েছে। (ছবির সূত্র- বিসিসিআই এক্স)তিন নম্বরে রয়েছেন ঋষভ পন্থ। ২৪ ম্যাচের ৪২ ইনিংসে ৩৮টি ছক্কা মেরেছেন তিনি। তাঁর নামে রয়েছে ১৫৭৫ রান। এতে তিনি ৩টি সেঞ্চুরি ও ৯টি অর্ধশতক করেছেন। (ছবির সূত্র- ঋষভ পন্ত এক্স) ভারতের যশস্বী জয়সওয়াল এখন চতুর্থ স্থানে। ৯ ম্যাচের ১৬ ইনিংসে তিনি ২৯টি ছক্কা মেরেছেন। (ছবির সূত্র- বিসিসিআই এক্স)এখন পর্যন্ত তাঁর নামে ৭০২ রান রয়েছে। এতে রেকর্ড হয়েছে ৩টি সেঞ্চুরি ও ৪টি অর্ধশতক। (ছবির সূত্র- বিসিসিআই এক্স)জয়সওয়ালের মতো ছক্কা থাকলেও তাঁর পরেই আছেন ইংল্যান্ডের জনি বেয়ারস্টো। ৩৫ ম্যাচের ৬৬ ইনিংসে তিনি ২৯টি ছক্কা মেরেছেন। (ছবির সূত্র- জনি বেয়ারস্টো এক্স)তাঁর নামে ৩১৯৭ রান রয়েছে। এতে তিনি ৬টি সেঞ্চুরি ও ৬টি অর্ধশতক করেছেন। (ছবির সূত্র- জনি বেয়ারস্টো এক্স)