/indian-express-bangla/media/media_files/2025/10/05/virat-kohli-2-2025-10-05-22-10-53.jpg)
/indian-express-bangla/media/media_files/2025/10/05/virat-kohli-3-2025-10-05-22-10-53.jpg)
২২ গজে ফিরছেন বিরাট
Indian Cricket Team: অনেকদিন পর দেশের হয়ে নীল রংয়ের জার্সিতে খেলতে নামবেন বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেট সমর্থকরা তাঁর জন্য আপাতত অপেক্ষা করছেন। আগামী ১৯ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলতে নামবে টিম ইন্ডিয়া। এই সিরিজেই খেলবেন কিং কোহলি।
/indian-express-bangla/media/media_files/2025/10/05/virat-kohli-4-2025-10-05-22-10-53.jpg)
ভাইরাল ছবি কোহলির
কিন্তু, নীল রংয়ের জার্সিতে খেলতে নামার আগে গোলাপি রংয়ের জার্সিতে বিরাটের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে। জাপান ক্রিকেট দল কোহলিকে তাঁদের জাতীয় দলে জার্সি পরিয়ে ছবি পোস্ট করেছিলেন। দেখতে না দেখতেই ছবিটা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। সকলের মনে একটাই প্রশ্ন উঠতে শুরু করেছিল, 'তাহলে কি এবার কোহলি ভারত ছেড়ে অন্য কোনও দলের হয়ে খেলতে নামবেন?'
/indian-express-bangla/media/media_files/2025/10/05/virat-kohli-5-2025-10-05-22-10-53.jpg)
জাপান ক্রিকেট দলের পোস্ট
জাপান ক্রিকেট দল তাদের গোলাপি জার্সিতে বিরাট কোহলির একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল। সঙ্গে লেখা হয়েছিল, 'যদি এমনটা হত, তাহলে...'। বিরাট কোহলির এমন একটি ছবি দেখার পরই ভারতীয় ক্রিকেট সমর্থকদের জন্য রাতের ঘুম উড়ে যাওয়ার জোগাড় হয়েছিল। সকলেই প্রশ্ন করছিলেন, তাহলে কি অবসর গ্রহণ করার পর বিরাট জাপানের হয়ে ক্রিকেট খেলবেন?
/indian-express-bangla/media/media_files/2025/10/05/virat-kohli-6-2025-10-05-22-10-53.jpg)
ঘুম উড়েছিল ভারতীয় ক্রিকেট সমর্থকদের
তবে বিষয়টা একেবারেই তেমন নয়। আগামী ১৯ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামবেন বিরাট কোহলি। ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে বিরাটকে আর আন্তর্জাতিক ক্রিকেটে দেখতে পাওয়া যায়নি। সঙ্গে আপনাদের এও জানিয়ে রাখি, কোহলি ইতিমধ্যে আন্তর্জাতিক টি-২০ এবং টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন। সেকারণেই ভারতীয় ক্রিকেট সমর্থকরা এই পোস্টকে ভরসা করে ফেলেছিলেন।
/indian-express-bangla/media/media_files/2025/10/05/virat-kohli-7-2025-10-05-22-10-53.jpg)
বড় রানের প্রত্যাশা কোহলি ফ্যানেদের
২০২৫ আইপিএল টুর্নামেন্টের পর থেকে বিরাট কোহলিকে আর ক্রিকেট ময়দানে দেখতে পাওয়া যায়নি। তবে ১৯ অক্টোবর ভারতীয় ক্রিকেট সমর্থকদের যাবতীয় অপেক্ষা পূরণ হতে চলেছে। ওয়ানডে ক্রিকেটে বিরাটই যে 'কিং', সেটা আর নতুন করে বলার দরকার নেই। আশা করা হচ্ছে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও তিনি বড় রানের ইনিংস খেলতে পারবেন।
/indian-express-bangla/media/media_files/2025/10/05/rohit-sharma-4-2025-10-05-22-10-53.jpg)
বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে ভারত
প্রসঙ্গত এই অস্ট্রেলিয়া সিরিজের হাত ধরেই টিম ইন্ডিয়া ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিতে চায়। আর সেকারণেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড রোহিত শর্মার হাত থেকে অধিনায়কত্ব কেড়ে নিয়েছে। আর সেটা শুভমান গিলের হাতে তুলে দেওয়া হয়েছে।