/indian-express-bangla/media/media_files/2025/08/11/shah-rukh-khan-and-shubman-gill-2025-08-11-16-56-32.jpg)
/indian-express-bangla/media/media_files/2025/08/11/shubman-gill-4-2025-08-11-16-56-32.jpg)
কেন KKR ছেড়েছিলেন শুভমান?
Kolkata Knight Riders: বর্তমানে ভারতীয় টেস্ট ক্রিকেট দলকে নেতৃত্ব দিচ্ছেন শুভমান গিল। আপনারা সকলেই জানেন যে শুভমান ইতিপূর্বে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল টুর্নামেন্ট খেলতেন। কিন্তু, আচমকা তিনি কেকেআর ব্রিগেড ছেড়ে দেন। কারণ নিয়ে প্রাথমিকভাবে অনেকের মনেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছিল। পরবর্তীকালে জানা গিয়েছে, টিম ম্য়ানেজমেন্টের সঙ্গে সংঘাতের কারণেই শুভমান দল ছাড়তে বাধ্য হন।
/indian-express-bangla/media/media_files/2025/08/11/shubman-gill-2025-08-11-16-56-32.jpg)
লজ্জার হার কলকাতার
সালটা ছিল ২০২১। অহমেদাবাদের ফাঁকা স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে লজ্জার হার স্বীকার করে কলকাতা নাইট রাইডার্স। এই হারের পর কেকেআর ব্রিগেডের তৎকালীন কোচ ব্রেন্ডন ম্য়াককুলাম ঘোষণা করেছিলেন, দলের টপ অর্ডার বদলাতে চান এবং যত দ্রুত সম্ভব কামব্য়াক করতে চান।
/indian-express-bangla/media/media_files/2025/08/11/shubman-gill-1-2025-08-11-16-56-32.jpg)
ওপেন করতেন শুভমান
কলকাতা নাইট রাইডার্স যখন কঠিন সময়ের মধ্যে দিয়ে এগোচ্ছিল, সেইসময় খুব স্বাভাবিকভাবে সমালোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিলেন তৎকালীন ওপেনার নীতিশ রানা এবং শুভমান গিল। ৩৮ বলে মাত্র ৪৩ রান করেছিলেন শুভমান গিল। সেকারণে ম্য়াককুলাম এবং অন্যরা যথেষ্ট ছোট-বড় কথা শুনিয়েছিলেন। এমনকী ওই ম্য়াচে হারের পর ম্য়াককুলাম তো একথাও বলেছিলেন, 'যদি তুমি কোনও মানুষকে বদলাতে না পারো, তাহলে মানুষটাকেই বদলে ফেল।'
/indian-express-bangla/media/media_files/2025/08/11/shubman-gill-2-2025-08-11-16-56-32.jpg)
বেপরোয়া ক্রিকেটের চাহিদা
সূত্রের খবর, সেই সময় ম্য়াককুলামের পাশাপাশি কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক অইন মরগ্য়ানও চেয়েছিলেন, তাঁর দল যেন নির্ভীক ক্রিকেট খেলতে পারে, বিধ্বংসী শট হাঁকাতে পারে এবং আরও আক্রমণাত্মক ব্যাটিং করতে পারে।
/indian-express-bangla/media/media_files/2025/08/11/shubman-gill-6-2025-08-11-16-56-32.jpg)
মতাদর্শ মানতে পারেননি শুভমান
শুভমানের মধ্যে যথেষ্ট প্রতিভা থাকা সত্ত্বেও ম্যাককুলামের এই মতাদর্শের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারেননি। একটা ইনিংসে খারাপ ব্যাটিং কোনও সমস্যা ছিল না। কিন্তু, ওইভাবে শুরু থেকে মেরেধরে খেলার সঙ্গে অভ্যস্ত ছিলেন না শুভমান। আর এই কারণেই কলকাতা নাইট রাইডার্স থেকে নিজেকে গুটিয়ে নেন গিল।
/indian-express-bangla/media/media_files/2025/08/11/shubman-gill-5-2025-08-11-16-56-32.jpg)
ছিল না কোনও যোগসূত্র
ইএসপিএন ক্রিকইনফো মারফৎ দলীয় সূত্রের খবর, 'মরশুমের প্রথমার্ধে কেকেআর ম্য়ানেজমেন্ট যে ধরনের খেলা চাইছিল, আর মাঠে যে পারফরম্য়ান্স চলছিল, তার মধ্য়ে কোনও যোগসূত্র ছিল না।'
/indian-express-bangla/media/media_files/2025/08/11/shubman-gill-3-2025-08-11-16-56-32.jpg)
ব্যাটিং অর্ডার বদলেছিলেন ম্য়াককুলাম
এরপর যখন পুনরায় মরশুম সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হল, সেইসময় কেকেআর টিম ম্য়ানেজমেন্ট খুব বেশি পরিবর্তন করেনি। কিন্তু, ব্যাটিং অর্ডারটা নতুন করে সাজিয়েছিল। মারকুটে ব্যাটার হিসেবে ভেঙ্কটেশ আইয়ারকে টপ অর্ডারে তুলে আনলেন ম্যাককুলাম। যদিও শুভমানই ওপেন করে গেলেন।
/indian-express-bangla/media/media_files/2025/08/11/shubman-gill-7-2025-08-11-16-56-32.jpg)
লাভের মুখ দেখেছিল KKR
এই পরিবর্তন করে কিছুটা হলেও লাভের মুখ দেখেছিল কলকাতা নাইট রাইডার্স। গ্রুপ পর্যায়ের শেষ সাতটা ম্য়াচের মধ্যে পাঁচটাতেই জয়লাভ করেছিল। ২০২১ সালের ফাইনালে চেন্নাই সুপার কিংসের কাছে তারা হেরে যায়। এরপর শুভমানের সামনে আচমকাই ২০২২ সালে আইপিএল মেগা নিলামের দরজা খুলে যায়। কলকাতা নাইট রাইডার্সের কাছে রিটেনশনের জন্য চারটে আসন ফাঁকা ছিল। সেখানে আন্দ্রে রাসেল, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী এবং ভেঙ্কটেশ আইয়ারের উপর ভরসা দেখানো হয়।
/indian-express-bangla/media/media_files/2025/08/11/shubman-gill-8-2025-08-11-16-56-31.jpg)
ম্যাককুলামের আক্ষেপ
২০২২ আইপিএল মেগা নিলামের আগে কলকাতা নাইট রাইডার্সের হেড কোচ ব্রেন্ডন ম্য়াককুলাম স্পষ্ট জানিয়েছিলেন, শুভমানকে ছেড়ে দিয়ে আমাদের খুব খারাপ লাগছে। তবে এটা অত্যন্ত কঠিন একটা সিদ্ধান্ত ছিল।