-
হরমনপ্রীত কউর: মহিলাদের ২০-২০ বিশ্বকাপে ভারতের নেতৃত্বের ব্যাটন এই ৩১ বছরের দাপুটে ব্যাটসম্যানের হাতে। মেয়েদের আন্তর্জাতিক টি-টুয়েন্টি ক্রিকেটে প্রথম ভারতীয় হিসাবে সেঞ্চুরি করার অনন্য কৃতিত্ব হরমনপ্রীতেরই। ২০১৭-য় সম্মানিত হয়েছেন অর্জুন পুরস্কারে। ভারতকে বিশ্বকাপ এনে দিতে পারবে হরমনের ব্রিগেড? উত্তরের অপেক্ষায় আসমুদ্রহিমাচল। ছবি: সোশ্যাল মিডিয়া থেকে
-
তানিয়া ভাটিয়া: বাইশ বছরের তানিয়ার হাতে এই বিশ্বকাপে ভারতের উইকেটকিপারের দায়িত্ব। ঘরোয়া ক্রিকেটে খেলেন পাঞ্জাবের হয়ে। তানিয়ার রক্তে ক্রিকেট। বাবা এবং কাকা দু'জনেই ক্রিকেটার ছিলেন। ২০১৮-য় আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে দেশের হয়ে অভিষেক। সেই বছরেই আইসিসি তানিয়াকে মহিলা ক্রিকেটের সেরা পাঁচ উদীয়মান তারকা হিসাবে চিহ্নিত করে। ছবি: সোশ্যাল মিডিয়া থেকে
-
রাজেশ্বরী গায়কোয়াড়: কর্ণাটকের বিজাপুরের মেয়ে, বয়স ২৮। ভারতের মহিলা ব্রিগেডের নির্ভরযোগ্য বাঁ হাতি স্পিনার। ২০১৭-র বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্স করেছিলেন, একটি ম্যাচে ১৫ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন। মহিলাদের ক্রিকেট বিশ্বকাপে যা এখনও পর্যন্ত কোন ভারতীয় বোলারের সেরা পারফরম্যান্স। রাজেশ্বরীর বোলিং চলতি টুর্নামেন্টে ভারতের বড় ভরসা। ছবি: সোশ্যাল মিডিয়া থেকে
-
বেদা কৃষ্ণমূর্তি: মাত্র ১৮ বছর বয়সে, ২০১১ সালে, আন্তর্জাতিক ক্রিকেটে দেশের হয়ে অভিষেক ঘটে অলরাউন্ডার বেদার। সেই ম্যাচেই ঝোড়ো ৫১ রান করে ক্রিকেট দুনিয়ার নজর কাড়েন। আর ফিরে তাকাতে হয়নি, সেই থেকে জাতীয় দলে নিয়মিত বর্তমানে ২৭ বছরের বেদা। হাতে বড় শট আছে। দ্রুত রান তুলতে পারেন ভয়ডরহীন। পার্টটাইম স্পিনারও বটে। এই বিশ্বকাপে ভারতের অন্যতম সম্পদের নাম বেদা কৃষ্ণমূর্তি। ছবি: সোশ্যাল মিডিয়া থেকে
-
স্মৃতি মান্ধানা: তেইশ বছরের স্মৃতি এই মুহূর্তে মহিলাদের ক্রিকেটে বিশ্বসেরাদের একজন। বাঁ হাতি ব্যাটসম্যান স্মৃতি ২০১৮-য় আইসিসি-র সেরা বর্ষসেরা ক্রিকেটারের শিরোপা পেয়েছিলেন। লাবণ্য আর আগ্রাসনের এক অনায়াস মিশেল আছে মুম্বইয়ের মেয়ে স্মৃতির ব্যাটিংয়ে। বিশ্বকাপ জিততে হলে স্মৃতির ব্যাটে ভরসা রাখতেই হবে ভারতকে। প্রকৃত অর্থেই যিনি ম্যাচ-উইনার। ছবি: সোশ্যাল মিডিয়া থেকে
-
শিখা পাণ্ডে: ডান হাতি মিডিয়াম পেসার। ভারতের বোলিং ব্রিগেডের নির্ভরযোগ্য সদস্য ২০১৪ সালে দেশের হয়ে আন্তর্জাতিক অভিষেকের পর থেকেই। তিরিশ বছরের শিখা ২০১১-য় যোগ দেন ভারতীয় বিমানবাহিনীতে। বর্তমানে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলার পদে কর্মরতা। শুধু পেশায় নয়, শিখার উড়ান অব্যাহত বাইশ গজেও। ছবি: বিসিসিআই
-
হরলিন দেওল: চণ্ডীগড়ের মেয়ে একুশ বছরের হরলিন ডান হাতি ব্যাটসম্যান। পার্ট টাইম লেগ স্পিনও করে থাকেন। এই তরুণ প্রতিভা এখনও দলে নিয়মিত সদস্য নন, তবে দেশের প্রতিশ্রুতিমান তরুণী ক্রিকেটারদের মধ্যে রয়েছেন প্রথম সারিতেই। ছবি: সোশ্যাল মিডিয়া থেকে
-
রিচা ঘোষ: ষোড়শী এই বঙ্গতনয়া শিলিগুড়ির মেয়ে। রিচার প্রতিভা বহুমুখী। ডান হাতি ব্যাটসম্যান। মিডিয়াম পেস বোলিং করতে পারেন। প্রয়োজনে পারেন কিপিংও করতে। চলতি বিশ্বকাপে ষোলো বছরের এই তরুণী ভারতের 'সারপ্রাইজ প্যাকেজ'। বাবা মানবেন্দ্র ঘোষের স্বপ্ন ছিল, মেয়ে একদিন দেশের হয়ে খেলবে। সেই স্বপ্নপূরণের পথে পা রেখেছেন বাংলার রিচা। ছবি: সোশ্যাল মিডিয়া থেকে
-
অরুন্ধতী রেড্ডি: বাইশ বছরের মিডিয়াম পেসার অরুন্ধতীর আন্তর্জাতিক টি-টুয়েন্টি অভিষেক ২০১৮-য় শ্রীলঙ্কার বিরুদ্ধে। প্রথম এগারোয় এখনও নিয়মিত নন, তবে এই তরুণী দীর্ঘদিন দেশের হয়ে খেলার প্রতিভা ধরেন বলেই মনে করেন বিশেষজ্ঞরা। ছবি: সোশ্যাল মিডিয়া থেকে
-
জেমাইমা রডরিগস: বয়স মাত্র উনিশ এবং এখনই তারকা হয়ে ওঠার পথে মুম্বইয়ের এই প্রতিভাময়ী অলরাউন্ডার। বিসিসিআই-এর দেওয়া দেশের সেরা জুনিয়র মহিলা ক্রিকেটারের সম্মান পেয়েছিলেন ২০১৮-য়। ব্যাটিং-বোলিংয়ের সহজাত প্রতিভায় ভর দিয়ে অচিরেই জায়গা করে নেন জাতীয় দলে। ফিল্ডার হিসেবেও দুর্দান্ত। এক কথায়, 'ইউটিলিটি ক্রিকেটার', যাঁর উপর চোখ বন্ধ করে ভরসা করা যায়। ছবি: সোশ্যাল মিডিয়া থেকে
-
দীপ্তি শর্মা: ভারতের মহিলা ব্রিগেডের তারকা অলরাউন্ডার। দাপুটে বাঁ হাতি ব্যাটসম্যান এবং ডান হাতি অফস্পিনার। প্রথম এগারোয় বহুদিন ধরেই 'অটোম্যাটিক চয়েস' বাইশ বছরের দীপ্তি। আইসিসি-র বিশ্বসেরা অলরাউন্ডারদের তালিকায় আগ্রার মেয়ে দীপ্তি এখন চার নম্বরে। এহেন ক্রিকেটারের পারফরম্যান্সের উপর যে ভারতের কাপভাগ্য অনেকটাই নির্ভরশীল, লেখা বাহুল্য। ছবি: সোশ্যাল মিডিয়া থেকে
-
পূজা বস্ত্রকর: কুড়ি বছরের পূজা ডান হাতি মিডিয়াম পেসার। স্কোয়াডে আছেন, যদিও প্রথম এগারোয় এখনও পাকাপাকি জায়গা পাননি। তবে জায়গা করে নেওয়াটা যে স্রেফ সময়ের অপেক্ষা, সেটা একবাক্যে মানে ক্রিকেটমহল। ছবি: সোশ্যাল মিডিয়া থেকে
-
শাফালি ভার্মা: ষোল বছরের শাফালি এই বিশ্বকাপে ইতিমধ্যেই তারকা হয়ে উঠেছেন ওপেন করতে নেমে ধুন্ধুমার ব্যাটিংয়ের সৌজন্যে। চালিয়ে খেলতে ভালবাসেন। হাতে লম্বা শট আছে। নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে গ্ৰুপ লিগের ম্যাচে দুর্দান্ত খেলেছেন। এবং হরিয়ানার মেয়ে শাফালির ব্যাটিং প্রশংসা কুড়িয়ে নিয়েছে খোদ বীরেন্দ্র সহবাগের। সন্দেহ নেই, এ মেয়ে লম্বা রেসের ঘোড়া। ছবি: সোশ্যাল মিডিয়া থেকে
-
পুনম যাদব: ছোটখাটো চেহারার পুনমের লেগস্পিনের ঘূর্ণিতে রীতিমতো নাকানিচোবানি খেয়ে গ্ৰুপ লিগের ম্যাচে ভারতের কাছে হেরেছে অস্ট্রেলিয়া। পুনমের মধ্যে আদর্শ লেগস্পিনার হওয়ার সব উপাদান মজুত। ফ্লাইট করাতে ভয় পান না। হাতে গুগলিও আছে চমৎকার। মার খেলেও মাথা ঠান্ডা রাখতে জানেন। পুনমের দুরন্ত ফর্ম অব্যাহত থাকুক, এই প্রার্থনাতেই এখন সারা দেশ। ছবি: সোশ্যাল মিডিয়া থেকে
-
রাধা যাদব: উনিশ বছরের রাধা অত্যন্ত দরিদ্র পরিবার থেকে উঠে এসেছেন। বাবা ছিলেন সবজিবিক্রেতা। কিন্তু প্রকৃত প্রতিভাকে আর কতদিনই বা দারিদ্র চাপা দিয়ে রাখতে পারে? ঘরোয়া ক্রিকেটে বাঁ হাতি স্পিনার রাধার ধারাবাহিক ভাল পারফরম্যান্স জায়গা করে দিয়েছে জাতীয় দলে। পুনমের পাশাপাশি রাধাও এই টিমের স্পিন ব্রিগেডের সম্পদ। গ্ৰুপ লিগে শ্রীলঙ্কা ম্যাচে একাই চার উইকেট নিয়ে মুগ্ধ করেছেন ক্রিকেট দুনিয়াকে। ছবি: সোশ্যাল মিডিয়া থেকে
